Sunday, August 10, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৯/৬/১৪)

1.নারায়ণগঞ্জের ওসমানরা, ফেনীর হাজারী, কক্সবাজারের বদিসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার এমপি, রাজনীতিবিদরা নিজস্ব নির্যাতন কেন্দ্র (Torture Cell) গড়ে তুলেছিলেন।

তারা কিছুদিন আগে সংঘটিত নজরুল হত্যাকাণ্ড বা একরাম হত্যাকাণ্ডের মত শুধু প্রকাশ্যে খুন করতেন না, এসব নির্যাতন কেন্দ্রে ধরে নিয়ে দিনের পর দিন নির্যাতন চালিয়ে অসহ্য কষ্ট দিয়ে তারপর খুন করতেন।
দেশের অন্যতম মেধাবী ছাত্র ত্বকীকেও নারায়ণগঞ্জের ওসমানরা তাদের নির্যাতন কেন্দ্রে ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতন চালিয়ে খুন করে।


আমরা প্রিয় দেশবাসীকে সুসংবাদ দিতে চাই, 
আমাদের প্রচেষ্টায় গত কয়েক মাসে বাংলাদেশের মন্ত্রী এমপিদের সবগুলো নির্যাতন কেন্দ্র (Torture Cell) বন্ধ হয়েছে। 

শামীম ওসমানদের আশ্রয়ে প্রশ্রয়ে যেভাবে নূর হোসেনরা বেড়ে উঠেছিলেন, দেশের প্রায় স্থানেই গডফাদারদের আশ্রয়ে প্রশ্রয়ে নতুন গডফাদার, নতুন সন্ত্রাসীরা তাদের অপকর্ম চালাতেন।
কাজেই গডফাদারদের থামিয়ে দিলে দেশে সন্ত্রাসীদের আশ্রয়স্থল এবং সন্ত্রাস বন্ধ হতে বাধ্য।

বাংলাদেশের কোন মন্ত্রী এমপির আর নিজস্ব নির্যাতন কেন্দ্র (Torture Cell) নেই।
বাংলাদেশের কোন মন্ত্রী এমপির দুর্নীতি করার, অর্থ নিয়ে কারসাজি করার সাহস নেই।

বাংলাদেশ দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত হওয়ার পথে।

2.কৃষি খাত ডিজিটালাইজেশনে সহযোগিতা দেবে বিল গেটস ফাউন্ডেশান (banglanews24.com)

3.বাজেটে শিক্ষাখাত উপেক্ষিত (banglanews24.com)

"জাতীয় আয়ের ৮ ভাগ বরাদ্দের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকী আক্তার।"

4.দেশ পরিচালনায় সুশিক্ষিত নেতৃত্ব প্রয়োজন: ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ ম স আরেফিন সিদ্দিক (banglanews24.com)

5.সন্ত্রাসমুক্ত অপরাধ্মুক্ত নারায়ণগঞ্জ জেলা গড়ে তোলায় অগ্রগতি

নারায়ণগঞ্জে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ (banglanews24.com)

6.আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী এবং বিমানবন্দরের কর্মকর্তাদের তৎপরতায় দেশের বিমানবন্দরগুলোতে গত কয়েক মাসে পাচাইকারি চক্রের স্বর্ণের বেশ কয়েকটি চালান ধরা পড়েছে।
বাংলাদেশে স্বর্ণের উপর অল্প কর - দেশের বিমানবন্দরগুলোকে স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে পরিণত করেছে।

প্রস্তাবিত বাজেটে স্বর্ণের উপর নতুন কর ধার্যকে আমরা স্বাগত জানাই।

7.আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। কোন ব্যবসায়ী পণ্য মজুদ করে বা সিন্ডিকেট করে দাম বাড়ানোর পাঁয়তারা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

8.বগুড়ায় স্কুল ছাত্রী হত্যাকারীদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ (banglanews24.com)
- সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্তকরণ এবং শাস্তি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা হবে।

9.কম খরচে আধুনিক চিকিৎসাযন্ত্র (prothom-alo.com)        

বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে উপযোগী সাশ্রয়ী চিকিৎসাযন্ত্র উন্নত দেশগুলোর বিজ্ঞানী ইঞ্জিনিয়াররা নন, বরং দেশী বিজ্ঞানী- ইঞ্জিনিয়াররাই উদ্ভাবন করবেন বলে TEDX Dhaka তে মত প্রকাশ করেন এবং নিজেই নিয়মিত উদ্ভাবন করে দৃষ্টান্ত স্থাপন করেন অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রাব্বানী।

বাংলাদেশে বায়োমেডিকেল ডিভাইস এবং বায়োমেডিকেল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হবে এবং এই কাজে অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রাব্বানী এবং তার ছাত্র - সহকর্মীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

10."আমরা চাকরিপ্রার্থী নই, আমরা চাকরিদাতা": প্রফেসর ড. মুহম্মদ ইউনূস (samakal.net)

No comments:

Post a Comment