Sunday, August 17, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৯/৭/১৪)

1.দেশবাসীকে ঈদের শুভেচ্ছা! 

ঈদ শুভেচ্ছা বিনিময়ে বনানী কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি এরশাদ (banglanews24.com)
বারিধারায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী (banglanews24.com)

2."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।

গোপালগঞ্জে বিপুল পরিমাণ মদসহ চার ব্যবসায়ী গ্রেপ্তার (banglanews24.com)

3."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না।
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন।

বগুড়ায় অস্ত্রসহ আসামী গ্রেপ্তার (banglanews24.com)

4.নাগরিক শক্তির আত্নপ্রকাশের দিন এক্সিকিউটিভ কাউন্সিল (Executive Council), সেক্রেটারিয়েট (Secretariat), ন্যাশনাল কাউন্সিল (National Council) এবং অ্যাডভাইসারি কাউন্সিল (Advisory Council)
- প্রতিটি ডিভিশানেই অনেক অনেক চমক থাকবে!

5.আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার প্রতিটি আসনে নাগরিক শক্তির প্রার্থীরা ৯০% এর উপর ভোট নিয়ে জয়ী হবেন।
আওয়ামী লীগ এবং বিএনপি বেশিরভাগ আসনে শক্তিশালী প্রার্থী দিতে হিমশিম খাবে।
একই ঘটনা ঘটবে সিলেট জেলায়। 

No comments:

Post a Comment