Friday, August 22, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৫/৮/১৪)

1."মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।

সুন্দরবন কুরিয়ার থেকে সাড়ে চার হাজার ইয়াবা উদ্ধার (prothom-alo.com)
কলারোয়া যুবলীগ ও মোটর শ্রমিক সভাপতি ফেনসিডিলসহ আটক (banglanews24.com)

2.আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং সাংবাদিক সমাজের ঐক্যবদ্ধ ভূমিকা  

বাংলানিউজের স্টাফ করেস্পন্ডেন্ট নাসিরকে পুলিশের সম্মাননা (banglanews24.com)

3."অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশের কোন নাগরিকের কাছে অবৈধ অস্ত্র - মেনে নেওয়া হবে না।
দেশের প্রত্যেকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছেন।

চাটখিলে অস্ত্রসহ আটক ১ (banglanews24.com)
বাগেরহাটে গুলি ও ফেনসিডিলসহ যুবক আটক (banglanews24.com)

4.নড়াইলে ৩৪ কেজি কষ্টিপাথরসহ আটক ৪ (banglanews24.com)

5.দাবি আদায়ে আদিবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান (banglanews24.com)

"বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জনাব জোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরেও এদেশে এখনও কোন গণমুখী সরকার প্রতিষ্ঠিত হয়নি। 
দেশে একটি গণমুখী সরকার প্রতিষ্ঠার জন্য আদিবাসীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।" 



আগামী ৯ অগাস্ট বিশ্ব আদিবাসী দিবস।
"জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠা"- হোক এবারের বিশ্ব আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য।

No comments:

Post a Comment