Monday, October 6, 2014

Insights & Predictions

1. 
Nicholas Taleb এর Black Swan [1] পড়ছিলাম। বইটা Uncertainty, Prediction নিয়ে লেখা।  
Prediction নিয়ে ভাবতে গিয়ে 2013 এর একটা incident মনে পড়লো।

Reference
  1. The Black Swan: Second Edition: The Impact of the Highly Improbable: With a new section: "On Robustness and Fragility" by Nassim Nicholas Taleb (Amazon) 





2.
2013 upcoming Election এর অনেক আগেই (নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার আগেই) successfully predict করেছিলাম - ঠিক সময়ে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না।

আওয়ামী লীগ মাসখানেক আগে ৫টি সিটি করপরেশান নির্বাচনের প্রতিটিতেই অনেক অনেক ব্যবধানে হেরেছিল। সেই সময়কার জরিপগুলোতেও আওয়ামী লীগ অনেক পিছিয়ে ছিল।
কাজেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা আওয়ামী লীগ কখনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ প্রবর্তন করতে রাজি হবে না।

আর বিএনপি কখনই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না।
আমাদের দেশে সরকারগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে - তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে গেলে বিএনপিকে হারিয়ে দেওয়া হবে।
তখনকার জরিপ মতে - বিএনপি জোটের প্রতি প্রায় ৫০% মানুষের সমর্থন।
জামায়াত তখন যুদ্ধাপরাধ ইস্যুতে মাঠে - পুলিশ খুন করার মত কাজ ও করছে। তত্ত্বাবধায়ক ইস্যুতে অনেক সহিংসতা ওরা ঘটাবে।
জামায়াত - শিবিরের মত সহিংস বাহিনী থাকতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া নির্বাচনে যাবে না।

তখন ৩ মাসের অন্তর্বর্তীকালীন সরকার আসতে খুব বেশি সময় বাকি ছিল না।
কাজেই ধরে নেওয়া যায় - আওয়ামী লীগ নিজেরাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ফেলবে।

আওয়ামী লীগ যদি নির্বাচন করে ফেলে সেই নির্বাচনে শুধু আওয়ামী লীগ-ই অংশগ্রহণ করবে। কাজেই পরে আরেকটি নির্বাচন হবে। অর্থাৎ, ৩ মাস পর সুষ্ঠু নির্বাচন হচ্ছে না।
আর বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে পারে - তাহলে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকার কোন এক সময় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিবে এবং তার ৩ মাস পর নির্বাচন হবে।

কাজেই 2013 তে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার অনেক আগেই predict করা যায় - যাই ঘটুক - ঠিক সময়ে সব দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে না এবং অনেক বেশি সহিংসতা হবে (২০০৬ এর অভিজ্ঞতা আমাদের আছে)


August 23, 2013 শুক্রবার জুমার নামাজ থেকে আসার পথে আমি পুরোটা ব্যাখ্যা করেছিলাম।
সেদিনই কয়েক ঘন্টা পর United Nations এর Secretary General Ban Ki Moon আওয়ামী লীগ এবং বিএনপি নেত্রীর সাথে ফোনে যোগাযোগ করেন। (বাংলাদেশের সময় রাত) [1] [2]

Reference
  1. UN for dialogue to end crisis : Ban Ki-moon phones Hasina, Khaleda; stresses fair polls participated by all parties (The Daily Star) 
  2. Ban Ki-moon phones Hasina, Khaleda 
 



3.
আরেকটা prediction ছিল -
বিএনপি জোট ক্ষমতায় এলে নির্বাচনের পর সনাতনী ধরমাবলবিদের উপর হামলা (২০০১ এর অভিজ্ঞতা আমাদের আছে এবং ২০১৩ তে মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিয়ে জামায়াত-শিবির কি করেছে আমরা দেখেছি)
এবার জানুয়ারিতে দেশবাসী সম্মিলিত প্রতিবাদ না জানালে - পরিস্থিতি ভয়ানক হত।

বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ নেতাদের উপর কি নেমে আসতো - এটাও ধারণা করা যায়।
বিএনপি নেতাদের আন্দোলন দমিয়ে রাখার জন্য আওয়ামী লীগ যাকে ইচ্ছা তাকে জেলে বেঁধে রেখেছে। বিএনপি ক্ষমতায় এলে কি আওয়ামী লীগ নেতাদের ছেড়ে দিত?

  • Event Prediction এর জন্য কিছু ভালো Model invent করতে হবে।

Other insights:

  • Opposing groups - Hamas and Fatah established an interim government [3] [4] for their Elections. The model came out of my proposals for establishing an interim government to hold free and fair elections in Syria [1].

References
  1. Caretaker Government Can Show The Way Of Peace In Syria 
  2. Peace in Syria
  3. Hamas, Fatah begin talks over transitional government (PressTV) 
  4. Palestinians form new unity government that includes Hamas (Washington Post) 
 



  • I figured out that, it's the Sunni vs Shiite dominance (which led to support for opposing groups of Shiite and Sunni militias and extremists) that is behind the conflict in Middle East [1].
US urged Saudi Arabia to refrain from supporting Sunni extremists groups.
As we have seen in the past few months, both Iran and Saudi Arabia have changed their strategy in the Middle East. 



 




References

No comments:

Post a Comment