Monday, October 20, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (20.10.14)

1 রাজনীতি - দেশজুড়ে





2. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।

"এক সভায় ভারতের পশ্চিমবঙ্গের ইমাম ও মোয়াজ্জিনরা জঙ্গিবাদ ও সন্ত্রাসের নিন্দা করে সাধারন মানুষকে তার প্রতিরোধে এগিয়ে আসার ডাক দিয়েছেন।
সভায় মাওলানা রফিকুল হাসান বলেন, মসজিদের পাশের বাড়িতে যে শিশু রয়েছে, তার শিক্ষার দায়িত্বও নিতে হবে ইমামকে। গ্রামের সম্প্রীতি রক্ষায় ইমামকেই এগিয়ে যেতে হবে। ইমাম যদি সচেতন থাকেন, গ্রামের মধ্যে দুষ্কৃতীরা সন্ত্রাস চালাতে পারবে না।
উদ্যোক্তাদের অন্যতম আব্দুল ওয়াহেদ বলেন, সীমান্ত পেরিয়ে কোন দিক দিয়ে কী ভাবে কারা আসে, তা জানার কথা পুলিশ ও বিএসএফের। জঙ্গিপুরের বিধায়ক মুহম্মদ সোহরাব জানান, কিছু মানুষ বিভ্রান্ত হয়ে সন্ত্রাসের সৃষ্টি করছে। ইমামদের দায়িত্ব তাদের সেই বিভ্রান্তির পথ থেকে মুক্ত করা।"


"সোমবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। 
এসময় ইবাইস ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শওকত আজিজ (রাসেল)-কে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।"



No comments:

Post a Comment