Friday, October 3, 2014

নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ (03.10.14)

আমি দেশের ৬৪ জেলায় এবং ৪৮৮ উপজেলায় নাগরিক ঐক্যের প্রাথমিক আহ্বায়ক কমিটি গঠনের আহ্বান জানাই।

নাগরিক ঐক্যের ওয়েবসাইটে (http://www.nagorikoikko.org) আহ্বায়ক কমিটির সদস্যদের নাম থাকবে।


বিশ্বকাপ ক্রিকেট ঘনিয়ে এসেছে।
২০১৫ ফেব্রুয়ারি ১৪ তারিখ শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট।

আমাদের এবারের টিমটা অসাধারণ। প্রাথমিক লক্ষ্য : সেমিফাইনাল দুটোর একটাতে খেলা।

বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য বিশ্বকাপের আগে কয়েকটা সিরিজ / টরনামেন্ট আয়োজনের ব্যবস্থা করা দরকার।

ব্যাটিং প্র্যাকটিসের জন্য প্রযুক্তির ব্যবস্থা করা দরকার।


Engineering and Applied Sciences র স্টুডেন্টস রা প্রযুক্তি উদ্ভাবন করতে পারেন। কিন্তু ব্যবসায়িক দিকটা সম্পর্কে অনেকেরই তেমন ধারণা নেই।

আবার, BBA / MBA / Economics র স্টুডেন্টস দের অনেকে প্রযুক্তি উদ্ভাবন করতে না পারলেও ব্যবসায়িক দিকটা বোঝেন। গত কয়েক বছর ধরে বিভিন্ন Entrepreneurship প্রতিযোগিতায় ওরা prize নিয়ে আসছে।

বিভিন্ন University তে অধ্যয়নরত দুই Background র স্টুডেন্টস দের একসাথে আলোচনা - কাজ করার সুযোগ করে দিয়ে নতুন product বাজারে আনার লক্ষ্যে আমি উদ্যোগ নেবো। প্রত্যেকে একে অপর থেকে শিখতে এবং নিজের জ্ঞানের ঘাটতি পূরণ করতে পারবে।

আমাদের তরুণরাই প্রতিষ্ঠা করবে Multinational Organization, গড়ে তুলবে অসাধারণ সব ব্র্যান্ড।




"গণজাগরণ মঞ্চ" বাংলাদেশের তরুণদের আবেগ, অনুপ্রেরণা, স্বপ্নের প্রতীক।

"গণজাগরণ মঞ্চ" মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবসময় কাজ করে যাবে।

নাগরিক শক্তির অংশ হিসেবে যখন কাজ করবে - তখন এটি হবে "নাগরিক গণজাগরণ মঞ্চ"











  • দেশের বিভিন্ন দল এবং সংগঠনের যেসব সদস্য আমাদের সাথে যোগ দিতে চান - সবাইকে একসাথে বসার উদ্যোগ নিতে হবে। এতে সংগঠনের অন্যান্য সদস্যদের প্রভাবিত করা সহজ হবে।
    গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে সার্কাস মার্কা নির্বাচন বলে আখ্যায়িত করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

    শুক্রবার বিকেলে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আখ্যা দেন। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/329700.html#sthash.WWaoy34d.dpuf
     

"গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনকে সার্কাস মার্কা নির্বাচন বলে আখ্যায়িত করেছেন ’৯৬ সালের নির্বাচনে জয়লাভ করা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।
শুক্রবার বিকেলে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আখ্যা দেন।

তিনি বলেন, জনগণের ভোটের ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিতে হবে।

নবগঠিত জোট নাগরিক ঐক্যে সামিল হচ্ছেন বলে জানান।
তিনি বলেন,
বিকল্প ধারা বাংলাদেশ, ড. কামাল হোসেনের গণফোরাম, আ স ম আবদুর রবের জাসদ, কমিউনিস্ট পার্টি, বাসদ, গণজাগরণ মঞ্চ, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের সমন্বয়ে নতুন এ জোট গঠিত হয়েছে।"





অন্যান্য রাজনৈতিক দল ও রাজনীতিবিদরা

"ওয়ার্কার্স পার্টির সভাপতি ও দেশের বিশিষ্ট কমিউনিষ্ট নেতা রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রথমে পবিত্র মক্কা’য় হজ্ব পালন করবেন। এরপর হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য যাবেন মদীনায়। 
হজ্ব পালন শেষে তারা উভয়ই দেশে ফিরবেন আগামী ১৩ অক্টোবর বলে জানা গেছে। 
উল্লেখ্য, সাধারণত সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং মন্ত্রীরা সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসাবে হজ্ব পালন করে থাকেন। কিন্তু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং তথ্যমন্ত্রী রাজকীয় মেহমান নন, নিজ খরচে হজ্ব পালন করছেন বলে জানা গেছে।"

  •  

No comments:

Post a Comment