Thursday, October 9, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (09.10.14)

1.রাজনীতি - দেশজুড়ে



2. "দুর্নীতিমুক্ত বাংলাদেশ" অভিমুখে অগ্রযাত্রা



3. Others


ঈদুল আজহার দিন বিদেশ থেকে বৈধ পথে ১৬ কোটি মিনিট কল এসেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বাধিক অন্তর্গামী বৈদেশিক কল। - See more at: http://www.priyo.com/2014/10/09/111934.html#sthash.eJyDX7L0.dpuf








দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার এজাহারে এ্যনীর বিরুদ্ধে এক কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা পাওয়ায় দুদুক মামলা দায়ের করে। - See more at: http://www.priyo.com/2014/10/09/111905.html#sthash.sbp8qc2Y.dpuf
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার এজাহারে এ্যনীর বিরুদ্ধে এক কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে এ অভিযোগের সত্যতা পাওয়ায় দুদুক মামলা দায়ের করে। - See more at: http://www.priyo.com/2014/10/09/111905.html#sthash.sbp8qc2Y.dpuf

 


 
যানজট নিরসনে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড় থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত সড়ককে ভাসমান দোকান, হকারমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে নগর পুলিশ। একইসঙ্গে ওই সড়কে অলসভাবে গাড়ি পার্কিং করে রাখার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

সড়কে থাকা ভাসমান দোকানপাট, স্থাপনা সরিয়ে নিতে ১১ অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে নগর পুলিশ। অন্যথায় ১২ অক্টোবর থেকে পুলিশ উচ্ছেদে নামার ঘোষণা দিয়েছে।

যানজট নিরসনে বৃহস্পতিবার নগর পুলিশ কমিশনার আব্দুল জলির মন্ডলের সঙ্গে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/330726.html#sthash.NMlFZbm2.dpuf P { margin-bottom: 0.08in; }
"যানজট নিরসনে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মোড় থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত সড়ককে ভাসমান দোকান, হকারমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে নগর পুলিশ। একইসঙ্গে ওই সড়কে অলসভাবে গাড়ি পার্কিং করে রাখার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।
সড়কে থাকা ভাসমান দোকানপাট, স্থাপনা সরিয়ে নিতে ১১ অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে নগর পুলিশ। অন্যথায় ১২ অক্টোবর থেকে পুলিশ উচ্ছেদে নামার ঘোষণা দিয়েছে।
যানজট নিরসনে বৃহস্পতিবার নগর পুলিশ কমিশনার আব্দুল জলির মন্ডলের সঙ্গে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।"

No comments:

Post a Comment