1.
প্রিন্সেস,
এখন
একটু জটিল সময়।
Middle
East এ
আমি চেষ্টা করছিলাম। আটকে
দিচ্ছে। কিছুদিন পর Peace
আসবে।
আরেকটু
অপেক্ষা কর।
2.
আজকে
বিকেলে দুটি জিনিস মনে হল।
কিছুদিন
আগে প্রথমবারের মত Fields
Medal পেয়েছেন
একজন নারী -
American Iranian - তার
নামও Maryam.
- Latest From Science, Technology And Medicine [08.13.14]
- Top Math Prize Has Its First Female Winner (New York Times)
Maryam
নামটা
হল Mary র
Arabic.
প্রথম
আলোতে ত্বকীকে নিয়ে যেদিন
পড়েছিলাম -
মনে
হয়েছিল -
আমার
মতই একজন ছিল ও।
আজকে
Economist এ
কয়েকদিন আগে মারা যাওয়া Brazil
এর
Presidential Candidate
Eduardo
Campos এর
কথা পড়ছিলাম -
আজকে
দ্বিতীয় বার মনে হল আমার মতই
একজন ছিল।
(8/26/14)
Middle
East এ
কিছুদিন পর Peace
আসবে।
(9/1/14)
Princess,
জানো,
Islamic prophecy তে
Mahdi সম্পর্কে
আছে,
"He will be a Sayeed."
বাংলাদেশে
থাকতে মামার বাসায় পড়েছিলাম।
আরেকটা
Interesting ব্যাপার
বলি!
আমরা
সাউদি আরাবিয়াতে ৪ বছর ছিলাম
- তখন
আমি ৪বার উমরাহ্ আর একবার
হজ করেছি না?
কয়েকদিন
আগে Fort Lauderdale
Mosque এ
Hadith এর
একটা বই দেখছিলাম।
Prophet
Muhammad (Sm)ও
৪ বার উমরাহ্ আর একবার হজ
করেছিলেন। ৪ উমরাহ্ এর
ব্যাপারটা জানতাম না।
(9/6/14)
I
was born on a Friday (July 4, 1986) just after jumma prayers.
July
4 - United States র
Independece Day.
আমার
জন্ম July 4 - এটা
ওরা কতটা গুরুত্বের সাথে
নিয়েছে -
তুমি
একদিন জানবে।
(9/16/14)
No comments:
Post a Comment