Tuesday, September 2, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৯/৮/১৪)

1. নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ


গণফোরামের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ড. কামাল হোসেন সত্যিকারের দেশ গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ঐক্যের ডাক দেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ড. আকবর আলি খান, মাহমুদুর রহমান মান্না, মেজর (অব) এম এ মান্নান, প্রফেসর ড. আসিফ নজরুল, আ স ম আব্দুর রব, প্রফেসর ড. শাহদীন মালিক, মুজাহিদুল ইসলাম সেলিম, কমরেড খালেকুজ্জামান, এডভোকেট সুব্রত চৌধুরী।  

1. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা

  • টেকনাফে ১০ হাজার ৮শ"টি ইয়াবাসহ মায়ানমারের ৩ নাগরিক আটক (banglanews24.com)
  • না'গঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ (banglanews24.com)
  • মাদক বিক্রির সেই ৪০টি স্থানের ১৮ টিতে অভিযান (prothom-alo.com)
  • গুলশান ক্লাবে অভিযান, বিপুল মাদক উদ্ধার (banglanews24.com)
  • রংপুরে ৪০ কেজি গাঁজা উদ্ধার (banglanews24.com)
  • সাতক্ষীরায় ১৬ মাদকসেবীর কারাদন্ড - জরিমানা (banglanews24.com)
  • গুলশানে রাবের অভিযানে হাজার বোতল মদ উদ্ধার (kalerkantho.com)


2. রাজনীতি - দেশজুড়ে




3. অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি 

  • ঘুরে দাঁড়াচ্ছে মংলা বন্দর (prothom-alo.com)

পদ্মা সেতু নির্মাণ হলে মংলা বন্দরের চিত্র পাল্টে যাবে। অপর সমস্যা হল বন্দরের চ্যানেলে নাব্যতাসংকট।



  • অবকাঠামোগত উন্নয়ন
  • গ্যাস সরবরাহ
  • এপিআই (API) শিল্প পার্ক স্থাপন
  • সরকারি ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান স্থাপন এবং WHO অনুমোদন প্রাপ্ত ল্যাবরেটরি স্থাপন
  • মানহীন ওষুধ বাজারজাতকারিদের খুঁজে বের করা

- Recommendations গুলো আমাদের বিবেচনায় থাকবে। আমরাও মনে করি, আগামী ১০ বছরে ওষুধ খাতের রপ্তানি ২০ থেকে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

নাগরিক শক্তি সবসময় Academia এবং Industry এর মাঝে সমন্বয় সাধনের পক্ষে। Industry তে - কি কি দক্ষতার প্রয়োজন, কত জন প্রয়োজন, ভবিষ্যৎ বিকাশের সম্ভাবনা কেমন - বিবেচনায় নিয়ে Academia তে দক্ষ জনশক্তি, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, টেকনিশিয়ান গড়ে তোলা হবে। Course নির্ধারণের ক্ষেত্রে Industry র প্রয়োজন বিবেচনায় নেওয়া হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ - টেকনিক্যাল কাজগুলোতে বিদেশী এক্সপারটাসের উপর নির্ভরতা কমানো হবে। বড় বড় টেকনিক্যাল কাজগুলো - যেমন গভীর সমুদ্রবন্দর নির্মাণ, পদ্মা সেতু নির্মাণ, বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন আমরা নিজেরা করবো। এই লক্ষ্যে দেশে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশান গড়ে তোলা হবে।
   
4. জাতীয় সম্প্রচার নীতিমালার বিপক্ষে অবস্থান

  • গণমাধ্যম নিয়ে সম্পাদক পরিষদের আলোচনা কাল (prothom-alo.com)


5. প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন



6. "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"

  • ঢাকায় "শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেস" (banglanews24.com)
  • বিজ্ঞান কংগ্রেসে উড়ছে ড্রোন (prothom-alo.com)

উদ্বোধন করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। উপস্থিত ছিলেন Daffodil International University র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সবুর খান, এসপিএসবি'র সহ - সভাপতি মুনির হাসান এবং কংগ্রেসের আহ্বায়ক ফারসীম মান্নান মোহাম্মদী।      

7. মতামত - কলাম

  • কৃচ্ছ্রসাধন এবং আমরা: প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ (prothom-alo.com) 
  • নিরন্তর নজরদারি সুশাসনের জন্য একটি অত্যাবশ্যকীয় হাতিয়ার: ড. সাদত হুসাইন (kalerkantho.com)

- দেশের প্রশাসনকে আধুনিক রূপ দিতে ড. সাদত হুসাইনের সাথে কাজ করার আগ্রহ পোষণ করি।

8. চোরাচালান রোধে অগ্রগতি

  • শাহজালালে ৪ কোটি টাকার স্বর্ণসহ আটক ১ (samakal.net)   


9. অন্যায় অপরাধমুক্ত উন্নত ঢাকা নগর গড়ে তোলায় অগ্রগতি 

  • রাজধানীতে দেড় কোটি টাকার নকল মোবাইল সেট উদ্ধার (samakal.net)
  • চুরি যাওয়া শিশুটি উদ্ধার, গ্রেপ্তার ২ (prothom-alo.com)


10. অন্যায় অপরাধমুক্ত উন্নত সিলেট জেলা গড়ে তোলায় অগ্রগতি

  • এ যেন অন্যরকম সিলেট জেলা স্টেডিয়াম (banglanews24.com) 

11. আমার লেখার মাঝে ভালো লাগা লেখাগুলো প্রত্যেকে কাছের মানুষদের পড়তে Recommend করতে পারে।

12. আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ: গুম ব্যক্তিদের স্বজনদের নিয়ে সম্মেলন ঢাকায় (prothom-alo.com)

13. তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা

  • বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উন্নয়নকাজ বাধাগ্রস্থ (prothom-alo.com)


14. অন্যায় অপরাধমুক্ত উন্নত নারায়ণগঞ্জ জেলা গড়ে তোলায় অগ্রগতি

  • নারায়ণগঞ্জে গাঁজাসহ আটক ১ (banglanews24.com)
  • নারায়ণগঞ্জে চাঁদা আদায়কালে সন্ত্রাসী আটক (banglanews24.com)
  • না'গঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ (banglanews24.com)


15. ছাত্র রাজনীতিতে সুস্থধারা ফিরিয়ে আনতে অগ্রগতি

ছাত্ররাজনীতির নামে কোনরকম সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বখাটেপনা মেনে নেওয়া হবে না।
দেশের কোন ছাত্রের সাথে যাতে "ইভ টিজিং", "রাগিং" - এর কলঙ্ক যুক্ত না হয় - সে ব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ছাত্ররা নিজেদের স্বার্থেই এসব অপকর্ম থেকে দূরে থাকবেন - সহপাঠীদের মাঝে সচেতনতা তৈরি করবেন।

  • অবশেষে বেপরোয়া রাবি ছাত্রলীগ সম্পাদক তুহিনকে অব্যাহতি (mzamin.com) 

No comments:

Post a Comment