কিছুদিন
আগে নিজেকে প্রশ্ন করছিলাম,
আমি
কতটা Influential?
অনেক।
Influence
এর
কারণ কি?
আমি
যা লিখি -
সবাই
ওগুলো শুধু পড়ে না -
লেখাগুলো
ঘিরে অনেক বেশি "ভাবে"
এবং
ভাবনার মাধ্যমে নিজেদের
চিন্তা-ভাবনা,
বিশ্বাস,
মূল্যবোধ,
মূল্যায়নে
পরিবর্তন আনে। Influence
এর
কারণ এটাই।
দেশে
influence
"শুরু
হয়েছিল"
Social
Media, Charisma এসব
কারণে।
এখন
- দেখছ-ই,
বলার
প্রয়োজন নেই।
বাংলাদেশের
৪ কোটির বেশি মানুষ কিন্তু
আমার কোন না কোন লেখা পড়ে
ফেলেছেন।
Social
Media, Charisma
- এগুলোর
আরেকটা সুবিধা -
বাইরেও
চোখে পড়েছি -
বাইরেও
ছড়িয়ে পড়তে পেরেছি। দেশে থাকতে
আমি যে কোম্পানিতে কাজ করতাম
-
ওখানে
Indian
একটা
বিখ্যাত কোম্পানির লোকজন
এসেছিল। Web
এর
সুবিধা এটাই-
Global interconnectivity।
আর
Americaয়
ওরা সবাইকে recommened
করেছে
আমার লেখাগুলো পড়তে। Americaর
Movies (2014 released) [1] [2] [3] [4],
Magazine এবং
অন্যান্য Mediaয়
কিছু ব্যাপার আসা শুরু করেছে।
পৃথিবীর অন্যান্য দেশের Catholic রাও ঐ কারণে পড়ে।
আবার
Tibet,
Indian Religious
priest
-
ওরা
পড়ে -
ওদের
নিজেদের religious
কারণে।
Middle
East এর
Leaders রা
আমার Politcal
Views, Vision, Ideas পছন্দ
করে। আমাদের দেশের Caretaker
Government এর
আদলে এখন Palestine
এ
অন্তর্বর্তীকালীন সরকার দেশ
চালাচ্ছে। আমি Syria
র
জন্য ওরকম একটা Government
এর
রূপরেখা propose
করেছিলাম।
আমাদের
South Asia র
Politician রাও
আমার Views
পছন্দ
করে। আমার Ideas
কারও
কারও Movement
এর
inspitation.
আমাকে
সবাই কত পছন্দ করে - জানো!
President
Barack
Obama, Prime Minister Narendra Modi, President
Hassan
Rouhani
-
৩
জন-ই
অনেক বেশি পছন্দ করে!
অনেক
বেশি!
বাংলাদেশে
- আমি
তো নিজের দল গঠন করতে যাচ্ছি।
কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী
সবগুলো দল,
প্রতিদ্বন্দ্বী
সবগুলো দলের নেতারাও আমাকে
পছন্দ করে!
এক
একজন এক এক কারণে আমার দিকে
drawn
হয়েছে
- কেউ Science, Engineering, Mathematics এসব কারণে
- কেউ Political কারণে
- কেউ Religious কারণে
- কারও চোখে পড়েছে Charisma
- কারও আমাকে দেখে মেয়ের কথা মনে পড়ে গেছে
- কারও আমাকে দেখলে তার মৃত ছেলের কথা মনে পড়ে
কিন্তু
মূল
ব্যাপারটা হল -
সৃষ্টিকর্তা
এমন ব্যবস্থা করে দিয়েছেন -
যাতে
সবাই আমার কথা মনে প্রাণে
গ্রহণ করে।
(9/9/14)
References
No comments:
Post a Comment