Monday, September 29, 2014

নাগরিক শক্তিকে ঘিরে আবেগ, স্বপ্ন, উত্তেজনা

আমি আগের একটা লেখায় উল্লেখ করেছিলাম, বাংলাদেশের মানুষ গভীর "আবেগ" নিয়ে নাগরিক শক্তির জন্য অপেক্ষা করছে।

শুধু "আবেগ" বললে পুরো চিত্রটা আসে না। সাথে বলা উচিত বাংলাদেশের মানুষ "প্রবল উত্তেজনা" নিয়ে অপেক্ষা করছে।

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, প্রফেসর ড. আসিফ নজরুলদের রাতে ঘুম হয় না উত্তেজনায়!

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ এখন আদিবাসীদের অধিকার সুরক্ষায়, খাদ্যে ভেজাল ও ফরমালিনের বিরুদ্ধে আন্দোলনসহ বেশ কিছু উদ্যোগের সাথে কাজ করছেন। নাগরিক শক্তির সাথে সবগুলো জনকল্যাণমূলক কাজে যুক্ত হতে চান তিনি।



 
এই যদি হয় প্রবীণদের অবস্থা - তাহলে তরুণদের অবস্থা, তরুণদের প্রবল উত্তেজনা সহজেই অনুমেয়!

মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুবকদের মন পড়ে আছে দেশে! কতদিন পর দেশে এসে আমাদের সাথে যোগ দিতে পারবেন উত্তেজনায় তার প্রহর গুনছেন! 



 
নাগরিক সমাজের প্রতিনিধিরা ভাবছেন, অবশেষে দেশের জন্য কাজ করার সুযোগ এসেছে।


বছর খানেক আগে কথা হচ্ছিল নাগরিক সমাজের এক প্রতিনিধির সাথে।

একজন বললেন, তরুণরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে!

নাগরিক সমাজের প্রতিনিধি বললেন, শুধু তরুণরা না, তরুন-প্রবীণ সবাই-ই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে! 


বাংলাদেশের কোটি মানুষের ভালবাসা, কোটি মানুষের আবেগ, কোটি মানুষের স্বপ্নের নাগরিক শক্তি। 

No comments:

Post a Comment