Wednesday, September 17, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (17.09.14)

নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ


  • মানবতাবিরোধী অপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে আমৃত্যু কারাদন্ডাদেশের রায় - আমাদের হতবাক করে দিয়েছে এবং আমরা এই রায়কে প্রত্যাখ্যান করি।

    "মাওলানা" বেশভূষার আড়ালে "দেলু রাজাকার" এর সত্যিকার চরিত্র সম্পর্কে আমাদের কাছে তথ্য আছে।

    মানবতাবিরোধী অপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর যথাযথ এবং প্রাপ্য বিচার নিশ্চিত করা - আমাদের বিবেচনায় থাকবে। 





"গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘এই রায়ের বিরুদ্ধে দেশের তরুণ সমাজ যাতে আন্দোলন করতে না পারে, সে জন্য গণজাগরণ মঞ্চকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা আগেই আশঙ্কা করেছিলাম, এমন একটি রায় হতে যাচ্ছে।’ এ রায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য দেশের তরুণ সমাজসহ সবাইকে শাহবাগে যাওয়ার আহ্বান জানান তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে একটি মিছিল নিয়ে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ থেকে ট্রাইব্যুনালের দিকে গেছেন।"
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের রায়কে প্রত্যাখ্যান করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/324929.html#sthash.9ocvNcXo.dpuf 


গণজাগরণ মঞ্চ সিলেটে
গণজাগরণ মঞ্চ সিলেটে


গণজাগরণ মঞ্চ সিলেটে



 




















 


  • আমরা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাঃ ইমরান এইচ. সরকার এবং গণজাগরণ মঞ্চের অন্য কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

    আমরা একে গণতান্ত্রিকভাবে স্বাধীন মতপ্রকাশের অধিকারের উপর চরম আঘাত বলে মনে করি।

    আজকে বদি, হাজারীর মত সাংসদরাও মামলা সামলাচ্ছেন। গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর হামলাকারীদের - তারা যে সংগঠনের সদস্য হোক না কেন - যথাসময়ে বিচারের মুখোমুখি করা হবে। 

  • ৩ মাস পর - ২০১৫ সালের জানুয়ারিতে - আমার নিজের জেলা চট্টগ্রামে বিএনপি বলে কিছু থাকবে না।
     


  • বড় দুই দলে সিদ্ধান্ত উপর থেকে চাপিয়ে দেওয়া হয়।
    নাগরিক শক্তির সাথে সংশ্লিষ্ট সবাই অনুভব করছে - দলে প্রত্যেকের মতামতের গুরুত্ব থাকবে।
    প্রত্যেকে "আমার" দল বলেই ভাবছে।
    তরুণরা খুশি - "ইয়েস! উনিও "আমাদের" সাথে থাকবেন!"
    আবার সাবেক মন্ত্রী ভাবছেন, "এটা "আমাদের" দল!"
    এই "আমাদের"টা গুরুত্বপূর্ণ।
    সবাই empowered feel করছে। উপর থেকে সিধান্ত চাপিয়ে দেওয়া হবে - এমন কোন ব্যাপার এখানে নেই.


    নাগরিক শক্তি -তে দলের অভ্যন্তরে থাকবে প্রকৃত গণতন্ত্রের চর্চা।
    দলের প্রতিটি অংশ এবং অঙ্গ সংগঠনগুলোকে দেওয়া হবে পূর্ণ স্বাধীনতা।
    দলের প্রত্যেক সমর্থক যাতে দলে পদ নিয়ে যুক্ত হতে পারেন - তা সেক্রেটারিয়েট নিশ্চিত করবেন।
    সবাই empowered, connected অনুভব করবেন।

    রেফরেন্স
    1. নাগরিক শক্তি: সংগঠন 
    2. নাগরিক শক্তিঃ সংগঠন (Organization Of Nagorik Shakti) 

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য "জবাবদিহিতা" অত্যাবশ্যক এবং "জবাবদিহিতা" প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অত্যাবশ্যক।
 
বিচারকদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে থাকলে সংসদ বিচার বিভাগে হস্তক্ষেপ করবে এবং এতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। সংসদ সংবিধানের মূলনীতি বিরোধী আইন প্রণয়ন করলেও বিচারবিভাগ জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যর্থ হবে।  

আমরা মনে করি - বিচারকদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রক্রিয়া -

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল,
  • একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা দখল করে রাখা,
  • সম্প্রচার নীতিমালা প্রণয়ন
- এসবের ধারাবাহিকতায় দেশে সম্পূর্ণ অগণতান্ত্রিক একদলীয় সরকার প্রতিষ্ঠার পথে আরেকটি ধাপ

 
বর্তমান সরকার এভাবে একের পর এক অগণতান্ত্রিক আইন প্রণয়ন করলে - শেষ পর্যন্ত জনগণ অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নামতে বাধ্য হবে এবং সরকার জনগণকে বাঁধা দিতে পারবে না কারণ তা হবে জনগণের মুক্তভাবে মত প্রকাশ এবং সমাবেশ করার সংবিধান স্বীকৃত অধিকার লঙ্ঘন। 
2. রাজনীতি - দেশজুড়ে
3. "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"




 



4. তথ্যপ্রযুক্তিতে বিশ্বজয়
  • বাংলাদেশের মত দেশগুলো - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প, বিশেষ করে সফটওয়্যার ভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য বিশেষভাবে উপযুক্ত।
    কারণ, অন্যান্য Industry র বিকাশের জন্য এসব শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করা প্রয়োজন - যা যোগান দেওয়া বাংলাদেশ এবং বাংলাদেশের মত অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর জন্য কঠিন।
    কিন্তু Software-based শিল্প গড়ে তুলতে সেই ধরণের বিদ্যুৎ এবং গ্যাসের প্রয়োজন নেই।
    উন্নত দেশগুলো প্রথমে কারখানা ভিত্তিক শিল্প গড়ে তুলেছে (19th Century, 20th Century) এবং পরবর্তীতে কম্পিউটারের বিকাশের পর ICT-based শিল্পের দিকে গেছে।
    কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারত - প্রথমেই Software ভিত্তিক শিল্পের দিকে বেশি মনোযোগ দিয়েছে। (জেনে রাখা ভালো - ভারতেও কিন্তু লোডশেডিং আছে এবং অনেক গ্রামাঞ্চলে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি!)
    পাশাপাশি, আমাদের সেরা ছাত্ররা Information and Communication Technology সংশ্লিষ্ট বিষয়গুলোতে ভর্তি হন। এই দিক দিয়েও আমরা এগিয়ে।

5. সাতছড়ি থেকে ১১২টি রকেটলঞ্চার উদ্ধার

"হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১১২টি রকেটলঞ্চার (কামানবিধ্বংসী গোলাবারুদ) ও রকেটলঞ্চারের ৪৮টি চার্জার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।"





6. স্থানীয় সরকারের ক্ষমতায়ন



7. অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি
আইসিটি খাতের অবকাঠামো উন্নয়নে সহায়ক অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক প্রকল্পে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/324649.html#sthash.RX6fawww.dpuf
আইসিটি খাতের অবকাঠামো উন্নয়নে সহায়ক অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক প্রকল্পে অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/324649.html#sthash.RX6fawww.dpuf 

No comments:

Post a Comment