1. রাজনীতি - দেশজুড়ে
দলছুট নেতার বইয়ে বিএনপির কিছুই আসে যায় না।’: রুহুল কবীর রিজভী আহমেদ
ক্ষমতাসীনদের সন্তুষ্ট করতেই মওদুদ বই লিখেছেন: রুহুল কবীর রিজভী
বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।
6. অবৈধ স্থাপনা
দলছুট নেতার বইয়ে বিএনপির কিছুই আসে যায় না।’: রুহুল কবীর রিজভী আহমেদ
ক্ষমতাসীনদের সন্তুষ্ট করতেই মওদুদ বই লিখেছেন: রুহুল কবীর রিজভী
2. বাল্য বিবাহ, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস রোধ, যৌতুক প্রথা মুক্ত দেশ গড়ে তোলায় এবং নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি
- বাল্যবিবাহের সর্বোচ্চ সাজা দুই বছর, জরিমানা ৫০ হাজার টাকা (prothom-alo.com)
- http://www.prothom-alo.com/bangladesh/article/320947/বাল্যবিবাহ-বন্ধ
মন্ত্রিসভায় সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪-এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
5. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা
বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।
- দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার (prothom-alo.com)
- http://www.priyo.com/2014/09/15/106555.html (মাদককে না বলার শপথ ৪০০ শিক্ষার্থীর)
6. অবৈধ স্থাপনা
7. অন্যায় অপরাধমুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি
আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে।
বন্দরনগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সুযোগ সুবিধা সম্পন্ন আধুনিক একটি নগর।
No comments:
Post a Comment