Monday, September 22, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (22.09.14)

নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ

  • http://www.m.banglanews24.com/detailnews.php?nid=326580&cid=15 (জাতীয় সমস্যা নিয়েও কাজ করবে গণজাগরণ মঞ্চ)
  • আমরা প্রত্যাশা করি, লজ্জা থেকে হলেও বিএনপি ভবিষ্যতে হরতাল ডাকা থেকে বিরত থাকবে।

    জনগণ এখন জনকল্যাণমূলক নতুন রাজনীতির স্বপ্নে বিভোর - হরতালের মত দেশের স্বার্থবিরোধী কর্মসূচী নিয়ে ভাবার মত সময় জনগণের নেই।
    • http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2014-09-23&ni=186495 (বিএনপি জামায়াত বা শরিকরা মাঠে ছিল না ॥ হরতাল ফ্লপ)
    • সেশনজট দূর করতে হরতালের বিকল্প ভাবুন 
    • রাজশাহীতে ২০ দলের নিষ্প্রাণ হরতাল 
    • ফরিদপুরে হরতালে মাঠে নেই বিএনপি 
    • ময়মনসিংহে প্রভাবহীন হরতাল 
    • লজ্জিত মিছিলকারীরাও! (banglanews24.com) 
      •  
        "শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ‘শাবিপ্রবি ছাত্রদল’। আট অক্ষরের দু’টি শব্দ। মিছিলেও ওরা আটজন। ছাত্রদল শাবি শাখার উদ্যোগে এই মিছিলটি ক্যাম্পসের বাইরে বের হওয়ার পর মিছিলকারীরাও যেন লজ্জায় পড়ে যান!
        বৃহৎ এই রাজনৈতিক দলের অঙ্গসংগঠন ক্রমশ, সংখ্যালঘু হচ্ছে এমন মন্তব্য করেছেন উপস্থিত অনেকে।"
      • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ‘শাবিপ্রবি ছাত্রদল’। আট অক্ষরের দু’টি শব্দ। মিছিলেও ওরা আটজন। ছাত্রদল শাবি শাখার উদ্যোগে এই মিছিলটি ক্যাম্পসের বাইরে বের হওয়ার পর মিছিলকারীরাও যেন লজ্জায় পড়ে যান! - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/326497.html#sthash.UTBvZiHx.dpuf
        শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ‘শাবিপ্রবি ছাত্রদল’। আট অক্ষরের দু’টি শব্দ। মিছিলেও ওরা আটজন। ছাত্রদল শাবি শাখার উদ্যোগে এই মিছিলটি ক্যাম্পসের বাইরে বের হওয়ার পর মিছিলকারীরাও যেন লজ্জায় পড়ে যান! - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/326497.html#sthash.UTBvZiHx.dpuf
      • শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ‘শাবিপ্রবি ছাত্রদল’। আট অক্ষরের দু’টি শব্দ। মিছিলেও ওরা আটজন। ছাত্রদল শাবি শাখার উদ্যোগে এই মিছিলটি ক্যাম্পসের বাইরে বের হওয়ার পর মিছিলকারীরাও যেন লজ্জায় পড়ে যান! - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/326497.html#sthash.UTBvZiHx.dp

"নাগরিক স্টুডেন্টস এসোসিয়েশান (NSA)" আত্নপ্রকাশের সাথে সাথে "ছাত্রদল" বিলীন হবে। 
"চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ে অস্তিত্বহীন হয়ে পড়েছে ছাত্রদল।"


1. রাজনীতি - দেশজুড়ে


2. Foreign Policy - International Relations - Diplomacy

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাংলাদেশ closely কাজ করবে।

http://www.kalerkantho.com/online/national/2014/09/22/132112 (ফেলানি হত্যা মামলার রায়ের পুনর্বিবেচনা)

4. "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"


5. বাল্য বিবাহ, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস রোধ, যৌতুক প্রথা মুক্ত দেশ গড়ে তোলায় এবং নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি




5. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা




6. আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা

আমরা যাতে আলোর পথে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি, সেজন্য সব সময় আমাদের পাশে থাকুন। আমাদের এই আশার আলো কখনো নিভে যেতে দেবেন না। আমি রাখাইন জাতির পক্ষ থেকে নাগরিক প্রতিনিধি দলের মাধ্যমে সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি।

এমন আকুতি জানিয়েছেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কালাচান পাড়ার ম্যানমে রাখাইন। তিনি ঢাকা সিটি কলেজের বিবিএ’র ৪র্থ বর্ষের ছাত্রী। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/326553.html#sthash.4PCMoBpX.dpuf
  
         
      • আমরা যাতে আলোর পথে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি, সেজন্য সব সময় আমাদের পাশে থাকুন। আমাদের এই আশার আলো কখনো নিভে যেতে দেবেন না। আমি রাখাইন জাতির পক্ষ থেকে নাগরিক প্রতিনিধি দলের মাধ্যমে সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি।

        এমন আকুতি জানিয়েছেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কালাচান পাড়ার ম্যানমে রাখাইন। তিনি ঢাকা সিটি কলেজের বিবিএ’র ৪র্থ বর্ষের ছাত্রী। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/326553.html#sthash.4PCMoBpX.dpuf
        শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ‘শাবিপ্রবি ছাত্রদল’। আট অক্ষরের দু’টি শব্দ। মিছিলেও ওরা আটজন। ছাত্রদল শাবি শাখার উদ্যোগে এই মিছিলটি ক্যাম্পসের বাইরে বের হওয়ার পর মিছিলকারীরাও যেন লজ্জায় পড়ে যান! - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/326497.html#sthash.UTBvZiHx.dpuf

No comments:

Post a Comment