Friday, September 26, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২৬/০৯/১৪)

1. রাজনীতি - দেশজুড়ে





2. Beautiful Bangladesh - রূপসী বাংলা


3. 
"মজীনা শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে কে কে প্রস্তুত আছ, হাত তুলে দেখাও।’ তখন শিক্ষার্থীদের সবাই হাত তোলে। এতে অভিভূত হয়ে মজীনা বলেন, ‘তোমাদের এই হাতগুলো অনেক গুরুত্বপূর্ণ।’ মেয়েদের দেখিয়ে তিনি বলেন, মেয়েরা শিক্ষিত হলে দেশ এগিয়ে যায়।
গতকাল ছিল ফেনী সফরের মধ্য দিয়ে এ দেশের ৬৪ জেলা সফরে তাঁর লক্ষ্যমাত্রা পূরণের দিন।

তিনি বলেন, ‘এ দেশের মানুষ পরিশ্রমী, উদার ও বন্ধুত্বপূর্ণ। দায়িত্ব পালনকালে বাংলাদেশে আমার ভালো সময় কেটেছে। আমি বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে মানুষের মনের ভাষা বুঝতে চেষ্টা করেছি।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মজীনার স্ত্রী গ্রিস মজীনা, ইউএসএইড মিশনের পরিচালক জেনিনা জেরুজালেস্কি।
কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মহিউদ্দিন বাবুলের সঞ্চালনায় বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, শিক্ষার্থী নুসরাত জাহান।"




No comments:

Post a Comment