Tuesday, September 30, 2014

বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে দৃঢ় অবস্থান তৈরি করার লক্ষ্যে কাজ করবে

বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে দৃঢ় অবস্থান তৈরি করার লক্ষ্যে কাজ করবে।


  • গভীর সমুদ্র বন্দর নির্মাণের মাধ্যমে নেপাল, ভুটান এবং ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে ওঠা,
  • সমুদ্রে তেল ও গ্যাস আবিষ্কার,
  • পলিটিকাল স্টাবিলিটি, দক্ষ কর্মশক্তি এবং প্রয়োজনীয় Infrastructure নিশ্চিত করার মাধ্যমে বিদেশী বিনিয়োগ,
  • নতুন নতুন শিল্প স্থাপন,
  • আইসিটি, জাহাজ নির্মাণ এ অগ্রগতির পাশাপাশি Construction, Medical Device, Automobile, Biotech এবং অন্যান্য প্রকৌশল ও প্রযুক্তি শিল্প গড়ে তোলা, 
  • নতুন নতুন Market কে লক্ষ্য করে নতুন Product আনা এবং রপ্তানিতে প্রবৃদ্ধি,  

 

- এসবের মাধ্যমে বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার Regional Powerhouse.

No comments:

Post a Comment