Tuesday, September 9, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৭/৯/১৪)

1. নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ



     
  


2. রাজনীতি - দেশজুড়ে
·         ছাত্রলীগ নেতার নেতৃত্বে বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাংচুর (kalerkantho.com)


3. অর্থনীতি শিল্প বাণিজ্যে অগ্রগতি


  বিদেশী বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে:
·         Infrastructure and Transportation Development
·         Gas and Power supply
·         Political Stability
·         Diplomatic Initiative and International Marketing
·         Reduction of Corruption, Security, Property Rights Conservation and in general, Rule of Law
·         Favorable Monetary Policy and Innovation in Financial Sector (including Stock Market, Banks)
·         Favorable Fiscal Policy (Revision of Taxes, Development of SME sector)
·         Communication Sector (including country wide low cost broadband Internet connection)
·         Skilled labour development and Need based Technical Education
সহ সম্ভাব্য সবরকম পদক্ষেপ নেওয়া হবে।    



4. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা
·         রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত (priyo.com)
·         পলাশবাড়ীতে ফেনসিডিল সহ যুবক আটক (priyo.com)




5. প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন
·         নাগরিক শক্তি ক্ষমতায় গিয়ে ভারত সরকারের সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তিস্তার পানিবন্টন চুক্তি ও সীমান্ত প্রটোকল বাস্তবায়িত করবে।   



6. আমাদের প্রিয় নগরী ঢাকাকে আধুনিক পরিকল্পনায় গড়ে তোলা
প্রিয় নগরী ঢাকাকে আধুনিক পরিকল্পনায় গড়ে তুলতে আর্কিটেক্ট, আরবান প্লানার, সিভিল ইঞ্জিনিয়ার, সমাজবিজ্ঞানী সবার কাজের সমন্বয়ের প্রয়োজন হবে।
অভিজ্ঞদের পাশাপাশি তরুণ আর্কিটেক্ট, আরবান প্লানার, সিভিল ইঞ্জিনিয়ার, সমাজবিজ্ঞানীরা নিজেদের প্রস্তুত করুন!

·         ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে তুলি ঢাকা: ইফতেখার আহমেদ টিপু (priyo.com) 



7. তথ্যপ্রযুক্তিতে বিশ্বজয়
·         তথ্যপ্রযুক্তিতে সম্ভাবনা: ভূমি অফিসে ডিজিটাল বিপ্লব (priyo.com) 

·         ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে ভূমি জরিপের প্রাচীন ও জটিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল জরিপ প্রবর্তনের জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে।     
·         "আগে একটি পর্চা তুলতে এক হাজার থেকে পনেরশ" টাকা লাগত। সেখানে এখন মাত্র ২৭ টাকায় পর্চা ও নকশা উত্তোলন করা যাচ্ছে।"
·         


  •  তথ্যপ্রযুক্তির সুবিধা হল যে কোন তথ্যকে Digitize করলে (ডেটাবেইসে স্টোর করে রাখলে) পরবর্তীতে তথ্য খুঁজে পাওয়া সুবিধা হয়। 
·         কাগজে লেখা থাকলে খুঁজে বের করা সময়াসাপেক্ষ ব্যাপার - কম্পিউটারে কয়েকটি key টিপেই তথ্য খুঁজে পাওয়া যায়।
·      
  •    আবার সারা দেশের তথ্য Digitize করলে যে কোন স্থানীয় অফিস থেকে Web ব্যবহার করে দেশের সমস্ত তথ্য খুঁজে পাওয়া যায়।
·         কাগজে লেখা তথ্য দেশের বিভিন্ন অফিসে ছড়িয়ে থাকে।
·      
   কিছুদিন আগে রাব দেশের সকল অপরাধীদের Database তৈরি করেছে। এবার দৃষ্টান্ত স্থাপন করলো ভূমি মন্ত্রনালয়। সরকারের অন্যান্য বিভাগও তথ্য Digitize করার এই ধারা অনুসরণ করবে।     




8. বাল্য বিবাহ, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস রোধ, যৌতুক প্রথা মুক্ত দেশ গড়ে তোলায় এবং নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা
·         নারী স্বাধীনতার গতিপথ: হায়দার আকবর খান রনো (priyo.com)


9. কৃষিতে নবজাগরণ 
·         যে বন্ধুর ডাকে জেগে ওঠে দেশ: কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজকে নিয়ে লেখক ইমদাদুল হক মিলন (priyo.com)  
·          

কৃষিতে নবজাগরণ ঘটানোর লক্ষ্যে
·         দেশেই উদ্ভাবিত এবং উৎপাদিত হবে নতুন নতুন প্রযুক্তি। প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের উৎপাদনশীলতা বাড়বে - কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে একজন কৃষক অনেক বড় জমি চাষ করতে পারবেন। উৎপাদনশীলতার ফলে বাড়বে কৃষকের আয়।
·         পাশাপাশি, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। মোবাইল ফোনের মাধ্যমে কৃষি পণ্য কেনাবেচা এবং মোবাইল কমার্স প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে যাতে মধ্যভোগীর (Middleman) এর প্রয়োজন না পড়ে এবং কৃষক সরাসরি ন্যায্যমূল্যে শস্য এবং কৃষি ফসল বিক্রি করতে পারেন।       


10. চোরাচালান ও পাচার রোধে অগ্রগতি
·         ১১৫ সোনার বারসহ একজন আটক (prothom-alo.com)


11. ভেজাল খাদ্য ও ওষুধ এবং ফরমালিনমুক্ত বাংলাদেশ গড়ে তোলায় অগ্রগতি


12. আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা


13. ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ
·         নিলয়ের হ্যাট্রিকে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ (ittefaq.com.bd)


14. "নিজেদের মানদণ্ডে নিজেদের সাফল্য অপরের ব্যর্থতার প্রচার নয়, বরং আন্তর্জাতিক মানদণ্ডই সাফল্য ব্যর্থতার নির্ণায়ক"

·         জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলাপমেন্ট গোলস: পাঁচ লক্ষ্যে সফল, তিন লক্ষ্যে পিছিয়ে বাংলাদেশ (prothom-alo.com)

     
"সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে যথেষ্ট এগিয়েছে বাংলাদেশ। সবচেয়ে সফল দারিদ্র্য বিমোচনের লক্ষ্য অর্জনে। ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য হার ২৯ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ছিল। নির্ধারিত সময়ের দুই বছর আগে ২০১৩ সালে দারিদ্র্য হার ২৬ দশমিক ২ শতাংশ নামিয়ে আনা সম্ভব হয়েছে।
এমডিজির আটটি লক্ষ্যের মধ্যে শিশু মৃত্যুহার হ্রাস ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন—এ দুটি পুরোপুরি অর্জিত হবে। পুরোপুরি অর্জিত হবে না এমন লক্ষ্যগুলো হলো চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল, সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন এবং লিঙ্গসমতা অর্জন ও নারীর ক্ষমতায়ন। তবে এসব অর্জনকে সফল বলেই ধরে নিচ্ছে বাংলাদেশ।"


15. "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"
·         সাক্ষরসমাজের স্বপ্ন ও বানু বিবির স্বপ্ন: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী (prothom-alo.com)


16. অবৈধ ভিওআইপি ব্যবসা


17. বালু উত্তোলন বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ


18. অন্যায় অপরাধমুক্ত উন্নত লক্ষ্মীপুর জেলা গড়ে তোলায় অগ্রগতি
·          
লক্ষ্মীপুরে আবু তাহের এবং তাহের বাহিনীর সাথে সংশ্লিষ্ট অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে।     
  


19. "তারুণ্যের জয়যাত্রা"
·         সিলেটে সাবিরুলের একক বক্তৃতা: নিজেকে চিনতে হবে (prothom-alo.com)

"বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম বলেছেন, সংকীর্ণ দলীয় রাজনীতির কারণে বাংলাদেশে গণতন্ত্র বারবার বিপর্যস্ত হয়েছে। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও খুঁড়িয়ে খুঁড়িয়ে দেশ চলছে। এ অবস্থা থেকে উত্তরণে কেবল তরুণেরাই পারে পৃথক সত্তা নিয়ে জেগে উঠতে। সঠিক ও ইতিবাচক কাজের মাধ্যমে সমাজ ও দেশকে বদলে দিতে পারে তারা।"



20. "দুর্নীতিমুক্ত বাংলাদেশ"
·         ব্যাংকিং খাতে দুর্নীতি দমন

No comments:

Post a Comment