2. রাজনীতি
- দেশজুড়ে
·
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার প্রায় সব আসনে
আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই শক্তিশালী প্রার্থী দিতে হিমশিম খাবে। সিলেট জেলায়ও
বেশিরভাগ আসনে দুই দল শক্তিশালী প্রার্থী দিতে ব্যর্থ হবে।
·
পরিকল্পনা কমিশনের বৈঠকে সুশাসন প্রতিষ্ঠা ও রাজনৈতিক হস্তক্ষেপ
কমানোর তাগিদ দিলেন অর্থনীতিবিদরা (prothom-alo.com)
·
বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততার অভাব আছে: যোগাযোগমন্ত্রী
ওবায়দুল কাদের (banglanews24.com)
·
বিএনপিই এখন রংপুর বিএনপির প্রধান সমস্যা
(prothom-alo.com)
·
যে ৫টি ভুলের দায় বিএনপিকে নিতেই হবে: গোলাম মাওলা রনি
(dnewsbd.com)
3.
"দুর্নীতিমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রজাত্রা
·
পদ্মা সেতু দুর্নীতির অভিযোগ যথাসময়ে পুনঃতদন্ত হবে। এ ব্যাপারে
বিশ্বব্যাংকের কাছে সুনির্দিষ্ট তথ্য চাওয়া হবে। সাবেক মন্ত্রী আবুল হোসেনসহ যাদের
বিরুদ্ধে অভিযোগ উঠেছে - তারা ব্যাপারটি মনে রাখবেন।
·
দেশের কোন মন্ত্রী বা সাংসদ আর কখনও দুর্নীতি করার সাহস বা
স্পর্ধা দেখাতে পারবেন না।
4. নদী
রক্ষা এবং বর্জ্য ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়ে বাস্তবায়ন করা হবে।
5. তেল,
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা
·
কুইক রেন্টালে ১৭ হাজার কোটি টাকা লোকসান পিডিবির
(bonikbarta.com)
·
কুইক রেন্টাল দুর্নীতি এবং লোকসান তদন্ত করা হবে।
6. মতামত
- কলাম
·
নিয়োগপর্বেই ওএসডি: আলী ইমাম মজুমদার
(prothom-alo.com)
·
কল্পনার বাংলাদেশ: প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ
(prothom-alo.com)
7. অর্থনীতি
শিল্প বাণিজ্যে অগ্রগতি
·
২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১০% ছাড়িয়ে
যাবে। উল্লেখ্য, গত এক দশকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি প্রতিবছরই ধারাবাহিকভাবে ৬
- ৬.৭ % এর মাঝে ছিল।
·
সিঙ্গাপুরে আজ হবে দ্বিতীয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন
(prothom-alo.com)
8. অন্যায়
অপরাধমুক্ত উন্নত কুমিল্লা জেলা গড়ে তোলায় অগ্রগতি
·
মাদক, ইভ টিজিং ও পাচারবিরোধী সমাবেশ
(prothom-alo.com)
9. বাংলা
শিল্প সাহিত্য সংস্কৃতির অগ্রযাত্রা
·
প্রথম আলো - শেল্টেক চতুর্থ আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক
উৎসব শুরু (prothom-alo.com)
10. যেখানে
রাজনৈতিক দুর্বৃত্তরা খবরের কাগজগুলোর শেয়ারের মালিক - সেখানে পাঠকদেরও সতর্কতা অবলম্বন
জরুরী।
·
ভারতে নূর হোসেনকে গ্রেপ্তার সংক্রান্ত বানোয়াট খবর দিনের
পর দিন প্রকাশ করা (বিশ্বাসযোগ্য করার জন্য সাথে নানা কিছু পরিবেশন করা। আজকে দেখলাম
- অনুপ চেটিয়া - নূর হোসেন নাকি বিনিময় হবে। এই ধরণের মিথ্যা, বানোয়াট খবর প্রকাশ দুই
দেশের সম্পর্কের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।)
·
বানোয়াট জোটের আত্নপ্রকাশের কল্পনাপ্রসূত খবর প্রকাশ করা
এধরণের
খবরগুলোর ব্যাপারে পাঠকদের সতর্ক থাকতে হবে।
সবচেয়ে
জঘন্য খবর প্রকাশিত হয়েছে রাবকে নারায়ণগঞ্জের ৭ খুনের মামলায় জড়িয়ে।
এই ঘটনাকে
সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে কারাগারের অভ্যন্তরে অনেক জঘন্য ব্যাপার ঘটেছে। যথাসময়ে
সব উন্মোচিত হবে।
শামীম
ওসমানের সমর্থক শহীদ চেয়ারম্যানসহ যারা রাবকে জড়িয়ে এসব গুজব ছড়িয়ে দেশব্যাপী তোলপাড়
ঘটিয়েছেন - তাদের বিরুদ্ধে যথাসময়ে তদন্ত শুরু হবে।
No comments:
Post a Comment