Sunday, September 28, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (28.09.14)

1. রাজনীতি - দেশজুড়ে






"ওয়ার্কার্স পার্টির সভাপতি ও দেশের বিশিষ্ট কমিউনিষ্ট নেতা রাশেদ খান মেনন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রথমে পবিত্র মক্কা’য় হজ্ব পালন করবেন। এরপর হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য যাবেন মদীনায়।
হজ্ব পালন শেষে তারা উভয়ই দেশে ফিরবেন আগামী ১৩ অক্টোবর বলে জানা গেছে।
উল্লেখ্য, সাধারণত সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং মন্ত্রীরা সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসাবে হজ্ব পালন করে থাকেন। কিন্তু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং তথ্যমন্ত্রী রাজকীয় মেহমান নন, নিজ খরচে হজ্ব পালন করছেন বলে জানা গেছে।"



2. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা

বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।
  • http://www.m.banglanews24.com/detailnews.php?nid=328283&cid=1004 (

    ২৪৮ মাদক স্পট ধ্বংস করা হয়েছে: চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার)


3. ভেজাল খাদ্য ও ওষুধ এবং ফরমালিনমুক্ত বাংলাদেশ গড়ে তোলায় অগ্রগতি






3. International





4. অন্যায় অপরাধমুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি


আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে।
বন্দরনগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সুযোগ সুবিধা সম্পন্ন আধুনিক একটি নগর। 






5. আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
6. প্রবাসে বাংলাদেশীরা
7. Others

No comments:

Post a Comment