Tuesday, September 2, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৩০/৮/১৪)

1. নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ



2. ছাত্র রাজনীতিতে সুস্থধারা ফিরিয়ে আনতে অগ্রগতি

ছাত্ররাজনীতির নামে কোনরকম সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বখাটেপনা মেনে নেওয়া হবে না।
দেশের কোন ছাত্রের সাথে যাতে "ইভ টিজিং", "রাগিং" - এর কলঙ্ক যুক্ত না হয় - সে ব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ছাত্ররা নিজেদের স্বার্থেই এসব অপকর্ম থেকে দূরে থাকবেন - সহপাঠীদের মাঝে সচেতনতা তৈরি করবেন।



3. জাতীয় সম্প্রচার নীতিমালার বিপক্ষে অবস্থান


বক্তব্য দেন এমিরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার আমির-উল-ইসলাম, শাইখ সিরাজ, মাহফুজ আনাম, শ্যামল দত্ত এবং গোলাম সারওয়ার।


  • প্রয়োজন স্বাধীন সম্প্রচার কমিশন (banglanews24.com) 
  • কণ্ঠরোধের চেষ্টা (mzamin.com)  
  • একটি পশ্চাৎপদ নীতি: মাহফুজ আনাম (mzamin.com) 


4. "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"

  • আর্ক এশিয়া - ২০১৪: এশিয়ার সেরা বাংলাদেশ (samakal.net) 

নুসবা ফারহিন এবং আবদুল মান্নানকে অভিনন্দন! আর্কিটেক্ট হিসেবে অসাধারণ সব স্থাপত্য এবং পরিকল্পনা দিয়ে দেশকে সমৃদ্ধ করবেন - এই প্রত্যাশায়!

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিডিয়া ডে ২৪ অক্টোবর (banglanews24.com) 
  • আমার দেখা CERN: মীর মেহেদী ফারুক (prothom-alo.com)

"আমি নির্দ্বিধায় বলতে পারি, আমাদের দেশের শিক্ষার্থীরাও এদের চেয়ে কোন অংশে কম নয়। আমাদের দরকার একজন পথপ্রদর্শকের। দরকার সরকারি পর্যায়ে আন্তরাষ্ট্রীয় উদ্যোগ। সঠিক রাস্তাটি দেখিয়ে দিলে আমরাও সেরা হয়ে উঠতে পারি সারা বিশ্বে।"

  • মুট কোর্ট প্রতিযোগিতায় বিজয়ী ব্র্যাক বিশ্ববিদ্যালয় (banglanews24.com)
  • স্কুলগুলো সব কোথায় গেলো?: লাকী আক্তার (prothom-alo.com)   


4. "সামাজিক যোগাযোগ মাধ্যমকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার"


"রাষ্ট্র যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, রাষ্ট্রও তখন নিরাপত্তাহীন হয়ে পড়ে।"
[সুন্দর মতামত! আমার ধারণা লেখক বোঝাতে চেয়েছেন, সরকার যখন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সরকারও তখন নিরাপত্তাহীন হয়ে পড়ে! সরকার নিরাপত্তাহীন হয়ে পড়লে সরকার পরিবর্তন হয়, "বাংলাদেশ রাষ্ট্র" কিন্তু সবসময় একই থাকে।]

5. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

  • নেত্রকোনায় ইয়াবাসহ যুবক আটক (banglanews24.com)
  • সাটুরিয়ায় দুই মাদকসেবীর কারাদন্ড (banglanews24.com)
  • সাতক্ষীরায় মাদক বিক্রি ও সেবনের দায়ে ১০ জনের দন্ড (banglanews24.com)
  • শেরপুরে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক (banglanews24.com) 
  • সিলেটে ট্রাকসহ ফেন্সিডিলের বড় চালান জব্দ (priyo.com) 
  • নওগাঁয় ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার (kalerkantho.com)  
  • উত্তরায় ইয়াবাসহ আটক ১ (banglanews24.com)


6. "অবৈধ অস্ত্রমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রগতি

  • সোনাগাজীতে অস্ত্র ও বিস্ফোরকসহ দস্যু আটক (banglanews24.com)  
  • খুলনায় অস্ত্র ও গুলিসহ তরুণ আটক (banglanews24.com)


7. আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন

  • রাজশাহীতে অধিকার'র মানববন্ধন (banglanews24.com)
  • খুলনায় অধিকারের মানব বন্ধন (banglanews24.com)


8. চোরাচালান, পাচার এবং অপরাধ দমনে অগ্রগতি

  • চাঁপাইনবাবগঞ্জে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আটক ২ (banglanews24.com)  


9. বাল্য বিবাহ, নারী নির্যাতন ও পাচার, এসিড সন্ত্রাস রোধ, যৌতুক প্রথা মুক্ত দেশ গড়ে তোলায় এবং নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় অগ্রগতি

  • সাতক্ষীরায় ভারতে পাচারকালে ৫ নারী উদ্ধার, আটক ৩ (banglanews24.com)


10. মতামত - কলাম

  • শহীদ আলতাফ মাহমুদ স্মরণে: এক জীবনে এত কীর্তি! (samakal.net)  


11. মাওলানা ফারুকী এবং মগবাজারে ৩ খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অগ্রগতি

  • মগবাজারে ৩ খুনের ঘটনায় গ্রেপ্তার ২ (banglanews24.com) 
  • ফারুকী খুনের ঘটনায় আরও একজন গ্রেপ্তার (banglanews24.com)
  • মগবাজারে রনি ও কাইল্লা বাবুর সন্ত্রাসী রাজত্ব (banglanews24.com)

মগবাজার থেকে সন্ত্রাসীদের দউরাত্ন চিরদিনের জন্য নির্মূল করা হবে।

12. অন্যায় অপরাধমুক্ত উন্নত কক্সবাজার জেলা গড়ে তোলায় অগ্রগতি

  • রামুতে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার (banglanews24.com) 


13. জনপ্রশাসনে অনিয়মের বিরুদ্ধে অবস্থান


[ ২৭/৮/১৪:
এক কেন্দ্রে একজন ছাড়া সবাই ফেল (prothom-alo.com)
- অনিয়ম খতিয়ে দেখা হবে।
]

14. রাজনীতি - দেশজুড়ে


অবৈধ অস্ত্রসহ রাজনৈতিক সমাবেশে আসার উদ্দেশ্য কি? রাজনৈতিক সমাবেশে অবৈধ অস্ত্রধারীদের অবস্থান জনগণ মেনে নেবে না।



15. ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অগ্রগতি



16. তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা

  • সোনারগাঁয় গ্যাস বাণিজ্যে কর্মকর্তা ও সরকারদলীয় নেতারা (kalerkantho.com)

- যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


- কুইক রেন্টাল দুর্নীতি এবং দুর্নীতির অন্যান্য অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।

  • দেশীয় কয়লা ও গ্যাস ব্যবহার নিশ্চিত করুন: ম. তামিম (prothom-alo.com)  

No comments:

Post a Comment