Sunday, May 4, 2014

নতুন রাজনীতির সূচনায় নাগরিক শক্তি এবং জনগণের কর্মোদ্যোগ

  • নাগরিক শক্তির সেক্রেটারিয়েটের দায়িত্ব হবে সবার মাঝে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়া। সবাই মিলে আলোচনা করুক। আমাদের আপ্রোচ - "নেতা থেকে জনগণ" নয়, বরং "জনগণ থেকে জনগণ"। 
    • আমাদের দায়িত্ব 
      • জনগণের, তরুণদের, রাজনীতিবিদদের, নাগরিক সমাজের, ব্যবসায়ী সমাজের যোগাযোগের (Communication) নতুন নতুন প্ল্যাটফর্ম গড়ে দেওয়া, যোগসূত্র গড়ে তোলা 
      • নাগরিক শক্তির মূলনীতি, মূল ভিত্তিগুলো সম্পর্কে সচেতন করা। 
      • জনগণ নিজেদের মাঝে যোগাযোগ করে সংগঠিত হবে। 
      • সবার ভালবাসার দল যেহেতু - সবাই চাইবে নিজের মতামত প্রতিফলিত হোক। আমাদেরও লক্ষ্য রাখতে হবে - সবাই যাতে empowered feel করে। 
  • বাংলাদেশের জনগণ - সবাই যে যেখানে আছেন - কাছের মানুষদের সাথে কথা বলুন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আলোচনা করুন। 
    • নতুন বাংলাদেশ কেমন হবে? আমরা কিভাবে গড়ে তুলবো স্বপ্নের বাংলাদেশ? নাগরিক শক্তি কিভাবে পরিচালিত হবে? কোন কোন ক্ষেত্রকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত? পরিকল্পনা করুন - ব্লগ, ফেইসবুক, পত্রিকাগুলোর ওয়েবসাইটে লিখুন।
    • নতুন বাংলাদেশ গড়ে তোলায় আপনার ভূমিকা কি হবে? পরিকল্পনা করুন। আলোচনা করুন। লিখুন।
    • কাছের মানুষদের অনুপ্রাণিত করুন। 
    • ফেইসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিউনিটি গড়ে তুলুন।
    • উৎসাহীদের সাথে নিয়ে নতুন নতুন উদ্যোগ নিন। সবাইকে জানান। অনুপ্রাণিত করুন।  
    • স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে ১৬ কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। 
  • টিভি টক শোগুলোতে নিজেদের নতুনভাবে উপস্থাপন করুন। মানুষ একই সমস্যার কথা বারবার শোনার চাইতে আলোকিত ভবিষ্যতের পরিকল্পনা, পজিটিভ কথা শুনতে পছন্দ করে। সমস্যা নয়, সমাধান জানতে চায়। Vision এবং Vision বাস্তবায়নের বাস্তব সম্মত পরিকল্পনা জানতে চায়।    
  • শীর্ষ অপরাধীদের (৭১ এর মানবতাবিরোধী অপরাধী, সন্ত্রাসীদের গডফাদার, সন্ত্রাসী, শীর্ষ দুর্নীতিবাজ) বাদ দিয়ে সবাইকে নাগরিক শক্তিতে স্বাগতম।

No comments:

Post a Comment