Thursday, May 1, 2014

দেশের উন্নয়নে সঠিকতর পরিসংখ্যান প্রচলন

অপরাধের সঠিকতর পরিসংখ্যান



বাংলাদেশে অপরাধের নির্ভুল পরিসংখ্যান নেই। নির্ভুল পরিসংখ্যান সম্ভব নয়। সঠিক সংখ্যার কাছাকাছি - বাস্তবসম্মত।

পরিসংখ্যানে যা আসে প্রকৃত অবস্থা তার চেয়ে অনেক অনেক অনেক বেশি খারাপ। 

  • কতটা ক্রাইম আর লিপিবদ্ধ করা হয়? 
  • দেশে গত ৩ মাস ধরে মাদক - ইয়াবা রাখার দায়ে আটকের খবর আমরা পড়ছি। এতদিন কি এসব হয়নি? বরং আরও বেশি হত। আমরা ইয়াবার শীর্ষ অপরাধী সাংসদ বদি এবং তার ভাইদের উপর নজরদারি করা, প্রচন্ড চাপে রাখার পরও এসব ঘটেছে (ধরে নেই গত ২ মাসে যা ধরা পড়েছে সেগুলো সাংসদ বদি বাদে অন্য ইয়াবা গডফাদারদের)। 
    • কিন্তু পরিসংখ্যানে কতটা লিপিবদ্ধ হত?  
  • গ্রামগঞ্জের অপরাধ অনেক কম লিপিবদ্ধ হয়। 
  • টর্চার সেলগুলোর কথা ভুক্তভোগীরা ছাড়া খুব বেশি মানুষ জানে না। ত্বকীর বাবা রফিউর রাব্বি সাহেবের মাধ্যমে আমরা নারায়ণগঞ্জের টর্চার সেল, অপরাধ ইত্যাদি সম্পর্কে জেনেছি [1]। 
  • সরকারি দলের নেতারা পত্রিকা, টিভি চ্যানেলগুলোর শেয়ারের মালিক - তারা অর্থ দিয়ে অনেক অপরাধ ঢেকে ফেলেন।
  • দুর্নীতিপরায়ণ প্রশাসন কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অর্থ দিয়ে, সরকারি ক্ষমতার অপব্যবহার করে অনেক অপরাধ ঢেকে ফেলা হয়। 
  • অপহরণ করে দুর্গম এলাকায় কোন বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িগুলো কোথায় - জনগণের ধারণা নেই। টর্চার সেলগুলোর জন্যও একই কথা প্রযোজ্য - নেতারা নিশ্চয় সবাইকে দেখিয়ে অত্যাচার - নির্যাতন চালান না। ওসব ও দুর্গম এলাকায়। 
অপরাধের সঠিকতর পরিসংখ্যান প্রচলন করতে হবে।




বেকারত্বের হারের সঠিকতর পরিসংখ্যান

আমাদের বেকারত্বের হার ও সরকার নিজেদের স্বার্থে কম করে দেখান। এখানেও প্রকৃত হার অনেক বেশি। 



অবস্থা সবচেয়ে ভয়াবহ মনে হয় - আদমশুমারি নিয়েও যখন বিতর্ক ওঠে। 



সঠিক পরিসংখ্যান ছাড়া দেশের সমস্যাগুলো চিহ্নিত করণ বা অগ্রগতি পরিমাপ - কোনটাই সম্ভব নয়। নাগরিক শক্তি সঠিক পরিসংখ্যান প্রচলনকে অগ্রাধিকার দেবে। 



রেফরেন্স

No comments:

Post a Comment