ইসলামী চেতনা যাতে আক্রমণাত্মক মৌলবাদের দিকে ভুল পথে না যায় বাংলাদেশ সেক্ষেত্রে সারা পৃথিবীর জন্য রোল মডেল হতে পারে।
আমরা ইসলাম যে শান্তির পথ নির্দেশ করে (ইসলাম শব্দটি এসেছে “সালাম” থেকে; সালাম অর্থ “শান্তি”) এবং সহিংসতা, আত্মহত্যাকে চরম পাপ বলে গণ্য করে সে পথ দেখিয়ে, আধুনিক জ্ঞানবিজ্ঞান এর প্রচার ও প্রসার ঘটিয়ে ("বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশি পবিত্র" - হাদিস), একে অপরের মতামতকে সম্মান করতে শিখিয়ে জনগণকে সঠিক পথে রাখব।
আমাদের চিন্তা ভাবনা, মূল্যবোধ, ধ্যান - ধারণায় পার্থক্য থাকতে পারে - কিন্তু একসাথে বসে আলোচনা করলে আমাদের মাঝের দূরত্বটুকু দূর হয়ে যায়।
আমরা ইসলাম যে শান্তির পথ নির্দেশ করে (ইসলাম শব্দটি এসেছে “সালাম” থেকে; সালাম অর্থ “শান্তি”) এবং সহিংসতা, আত্মহত্যাকে চরম পাপ বলে গণ্য করে সে পথ দেখিয়ে, আধুনিক জ্ঞানবিজ্ঞান এর প্রচার ও প্রসার ঘটিয়ে ("বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে বেশি পবিত্র" - হাদিস), একে অপরের মতামতকে সম্মান করতে শিখিয়ে জনগণকে সঠিক পথে রাখব।
আমাদের চিন্তা ভাবনা, মূল্যবোধ, ধ্যান - ধারণায় পার্থক্য থাকতে পারে - কিন্তু একসাথে বসে আলোচনা করলে আমাদের মাঝের দূরত্বটুকু দূর হয়ে যায়।
No comments:
Post a Comment