Wednesday, December 25, 2013

প্রিন্সেসকে লেখা চিঠি - ২

তুমি এমন হলে কেন বল তো? আমার স্বপ্ন কন্যার মাঝে যা যা চেয়েছিলাম প্রতিটা ক্ষেত্রে তাকে ছাড়িয়ে যেতে হবে? ছাড়িয়ে আবার নতুন অনেক কিছুর স্বপ্ন দেখাতে হবে?

নামটাও এমন অদ্ভুত না! ছোট্ট বেলায় আমার কাছাকছি একটা ডাকনাম ছিল – “শাম” – হারিয়ে গেছে – হয়ত তুমি আসবে বলে!

আরেকটা ব্যাপার কি জানো - তোমাকে দেখতেও কেন জানি কখনও আমার চেয়ে খুব বেশি অন্যরকম মনে হয়নি!

জন্মদিনটা নিয়ে ভারি চিন্তায় আছি – ওটার মধ্যে আবার কি না কি ধরা পড়ে!

Soulmate শব্দটা একসময় খুব একটা নজর কাড়তো না – তোমাকে দেখার পর থেকে ভাবছি শব্দটা কি তবে আমাদের জন্যই?

অনেক বছর আগে আনিসুল হকের একটা বই দেখেছিলাম – “তোর জন্য প্রিয়তা”।
ভাবছি, তুমি এলে আমিও একটা লিখবো!

8/20/13


তোমার সাথে গল্প করার জন্য পাগল হয়ে আছি!

গান কবে থেকে করছ? নাচ ও ট্রাই করছ নাকি? অনেক ভাল রাঁধুনিও হয়ে উঠেছ কি? Recipe নিয়ে experiment করতে করতে “God gifted chef!” এর উপাধিটা হয়ত নিয়েই নিবে! রাজনীতিতেও হাতে খরি হয়ে গেছে? বিজ্ঞান আগের চেয়ে অনেক বেশি ভাল লাগে? ছবি তোলা হয় তো নিয়মিত? পড়াশোনায় seriousness অনেক বেড়েছে – কি যে ভাল লাগছে! ল্যাপটপ এ বসে মাঝেমাঝে Code করাও হয় বুঝি? আর আজকাল অনেক “ভাবছ” তো, তাই না?

রূপকন্যা আমার, তোমাকে Role model হিসেবে দেখার স্বপ্নটা খুব দ্রুতই পূরন করে ছাড়বে দেখছি!

9/17/13

No comments:

Post a Comment