Friday, November 7, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ [07.11.14]

1. রাজনীতি - দেশজুড়ে 



2. Other News


"এই জয়ের ফলে বাংলা্দেশ টেস্ট র্যাংঙ্কিয়ে নয়ে উঠল।"



"একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট! টেস্ট ইতিহাসের এই সুদীর্ঘ ইতিহাসে মাত্র দুজনের ছিল এই কীর্তি।"


"বিশ্বব্যাপী তরুণদের প্রতিযোগিতাভিত্তিক আয়োজন টেলিনর যুব সম্মেলন ২০১৪–এর বিজয়ী হয়েছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আশরাফুল হক সিফাত এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নওশীন মেহজাবীন চৌধুরী।
দুই বিজয়ী আগামী ডিসেম্বরে নরওয়ের অসলোতে আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উদ্ভাবন তুলে ধরবেন। বিজয়ীরা নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণেরও সুযোগ পাবেন।
গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী সাফা তাসনিম এবং সামি তাহসিন টেলিনর বিশ্ব যুব সম্মেলনে বিজয়ী হন এবং অসলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
এবারের প্রতিযোগিতায় বিজয়ী আশরাফুল হক সিফাত পানিতে ডুবে যাওয়া থেকে শিশুদের রক্ষা করতে এনেছেন ডিজিটাল মাদুলির ধারণা। এর মাধ্যমে মা–বাবা অথবা উদ্ধারকর্মীরা ডুবে যাওয়া শিশুর অবস্থান নির্ণয় করতে পারবেন।
নওশীন মেহজাবীন চৌধুরীর অ্যাপটির নাম ‘ফার্স্ট লেডি’। অ্যাপটি নারীর বিরুদ্ধে ঘরে-বাইরে সহিংসতা প্রতিরোধ নিয়ে কাজ করবে।"

No comments:

Post a Comment