Friday, November 7, 2014

নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ [07.11.14]


1.
"নাগরিক শক্তি"তে যারা ঐক্যবদ্ধ হতে চান - বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা - সবার নিজেদের মাঝে cross-interaction এর সুযোগ করে দিতে হবে।
এতে প্রত্যেকের - নাগরিক শক্তিকে ঘিরে প্ল্যান করা, কাছের সবাইকে নাগরিক শক্তির সাথে সম্পৃক্ত করার পথ প্রশমিত হবে।

2.
সবকিছু সঠিক পথে এগুলে বাংলাদেশ ক্রিকেট দল ২০১৫ বিশ্বকাপের দুটি সেমিফাইনালের একটাতে খেলবে।
যেসব খেলোয়াড় বিশ্বকাপে এই দলটির অংশ হতে চান - প্রত্যেককে পরিশ্রম করে নিজেকে প্রমাণ করতে হবে।

3.
"নাগরিক শক্তি" আত্নপ্রকাশের দিন প্রদর্শিত Video তে Large Scale Engineering Projects in Bangladesh - include করা হবে।
Video তে emphasis করা হবে - জাতীয় ঐক্য এবং সবার মাঝে হৃদ্যতার বন্ধনের উপর।

Link

তরুণ প্রজন্ম


চট্টগ্রাম জেলা


Large Scale Engineering Projects In Bangladesh 


International Relations - Foreign Policy - Diplomacy












আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ






"মুক্তিযুদ্ধের চেতনাতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যে ঐক্যের মধ্য দিয়ে ভাষা আন্দোলন, ৬৯’র আন্দোলন এবং ৭১’র মুক্তিযুদ্ধ হয়েছিল।
শুক্রবার (০৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনায় সভায় সংবিধান প্রণেতা এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এসব কথা বলেন। স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ ‘গণতন্ত্র ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।
বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধান দুই রাজনৈতিক দল বা দুই জোট, কারও হাতেই দেশ নিরাপদ না। 
নাগরিক ঐক্যের যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, যুদ্ধাপরাধীর বিচার এ সরকারের একমাত্র ভালো কাজ। আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়ক এসএম সায়মন কামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে অধ্যাপক ড. সুকমল বড়ুয়া, বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার পারভেজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।"




"সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের সভাপতি হ াসান তার েক, ছাত্র ফ্রন্ট ের প্রচার সম্পাদক মৈত্রী বর্মণ, উদীচী কেন্দ্রীয় সদস্য রহমান নবী প্রমুখ।"



অন্যান্য রাজনৈতিক দল ও রাজনীতিবিদরা 
 

No comments:

Post a Comment