Large Scale Engineering Projects
Business & Economy
আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ
Business & Economy
- রিকানেক্ট চ্যালেঞ্জে বাংলাদেশের অ্যাপ
- মাইক্রোসফট লুমিয়াপ্রেমীদের জন্য সুখবর
- আইটিইই পরীক্ষায় বাংলাদেশের ১০ জন উত্তীর্ণ
আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ
"মানুষ তার স্বার্থপরতাকে প্রকাশ করতে চায় এবং প্রয়োগ করতে চায়, তখন সে সর্বোচ্চ মুনাফাকারী হিসেবে তার কার্যক্রম পরিচালনা করবে। যখন স্বার্থহীন হতে চায়, তখন সে এমন ব্যবসা করবে, যাতে ব্যক্তিগত মুনাফা অর্জন করার কোনো ইচ্ছাই তার মধ্যে কাজ করবে না; তার একমাত্র লক্ষ্য হবে ব্যবসায়িক পদ্ধতি প্রয়োগ করে সমাজের সমস্যার সমাধান করা। আমি এ ব্যবসার নাম দিয়েছি ‘সামাজিক ব্যবসা’। এ ধরনের ব্যবসা থেকে মালিক তার বিনিয়োগ করা মূলধন ফেরত নেওয়া ছাড়া আর কোনো অর্থ মুনাফা হিসেবে নিতে পারবে না।
সমাজের যত সমস্যা আছে, সবকিছুর সমাধান সামাজিক ব্যবসার মাধ্যমে অর্জন করা যায়।"
বিকল্পধারা
বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী - See more
at:
http://www.banglanews24.com/beta/fullnews/bn/341492.html#sthash.Lyh0n75m.dpuf
"বিকল্পধারা
বাংলাদেশের সভাপতি অধ্যাপক
ডা. এ কিউ এম
বদরুদ্দোজা চৌধুরী বলেন,
সৎ, দূরদর্শী
কোনো রাজনীতিবিদকে দেখতে
চাইলে মাওলানা ভাসানীর ছবি
দেখতে হবে। ভাসানীকে ভালোবাসতে
হলে তার আর্দশকে জাতির মধ্যে
ছড়িয়ে দিতে হবে।
সভায় লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, অধ্যাপক ড. সৈয়দ শফি উল্লাহ, আইনজীবী ড. তুহিন মালিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।"
সভায় লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, অধ্যাপক ড. সৈয়দ শফি উল্লাহ, আইনজীবী ড. তুহিন মালিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।"
"একমাত্র সত্যনিষ্ঠা ও যুক্তিনির্ভর স্বাধীন চিন্তার চর্চাই একটি সমাজ ও রাষ্ট্রকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়াতে সাহায্য করে। ব্যক্তিপূজা ও ব্যক্তিগত আক্রোশ সমাজকে ধ্বংস করে দেয়।"
নেতৃবৃন্দ মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী পুষ্পস্তবক অপর্ন শেষে বলেন, ‘মওলানা ভাসানী যদি এ বঙ্গের সঙ্গে সম্পৃক্ত না থাকতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালে আসতো না।’
- See more at: http://www.priyo.com/2014/11/17/119120.html#sthash.zp3JrrtA.dpuf
ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী পুষ্পস্তবক অপর্ন শেষে বলেন, ‘মওলানা ভাসানী যদি এ বঙ্গের সঙ্গে সম্পৃক্ত না থাকতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালে আসতো না।’
- See more at: http://www.priyo.com/2014/11/17/119120.html#sthash.zp3JrrtA.dpuf
নেতৃবৃন্দ মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী পুষ্পস্তবক অপর্ন শেষে বলেন, ‘মওলানা ভাসানী যদি এ বঙ্গের সঙ্গে সম্পৃক্ত না থাকতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালে আসতো না।’
- See more at: http://www.priyo.com/2014/11/17/119120.html#sthash.zp3JrrtA.dpuf
"নেতৃবৃন্দ মজলুম
নেতা মওলানা আব্দুল হামিদ
খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক
অর্পণ করেন।
ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী পুষ্পস্তবক অপর্ন শেষে বলেন, ‘মওলানা ভাসানী যদি এ বঙ্গের সঙ্গে সম্পৃক্ত না থাকতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালে আসতো না।’
- See more at: http://www.priyo.com/2014/11/17/119120.html#sthash.zp3JrrtA.dpuf
ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী পুষ্পস্তবক অপর্ন শেষে বলেন, ‘মওলানা ভাসানী যদি এ বঙ্গের সঙ্গে সম্পৃক্ত না থাকতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালে আসতো না।’
নেতৃবৃন্দ মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী পুষ্পস্তবক অপর্ন শেষে বলেন, ‘মওলানা ভাসানী যদি এ বঙ্গের সঙ্গে সম্পৃক্ত না থাকতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালে আসতো না।’
- See more at: http://www.priyo.com/2014/11/17/119120.html#sthash.zp3JrrtA.dpuf
ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী পুষ্পস্তবক অপর্ন শেষে বলেন, ‘মওলানা ভাসানী যদি এ বঙ্গের সঙ্গে সম্পৃক্ত না থাকতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালে আসতো না।’
- See more at: http://www.priyo.com/2014/11/17/119120.html#sthash.zp3JrrtA.dpuf
নেতৃবৃন্দ মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী পুষ্পস্তবক অপর্ন শেষে বলেন, ‘মওলানা ভাসানী যদি এ বঙ্গের সঙ্গে সম্পৃক্ত না থাকতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালে আসতো না।’
- See more at: http://www.priyo.com/2014/11/17/119120.html#sthash.zp3JrrtA.dpuf
অন্যান্য রাজনৈতিক দল ও রাজনীতিবিদরা ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী পুষ্পস্তবক অপর্ন শেষে বলেন, ‘মওলানা ভাসানী যদি এ বঙ্গের সঙ্গে সম্পৃক্ত না থাকতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ১৯৭১ সালে আসতো না।’
- See more at: http://www.priyo.com/2014/11/17/119120.html#sthash.zp3JrrtA.dpuf
- ৭৫ সালের প্রাথমিক বাকশাল যেমন বেশিদিন টিকেনি তেমনি বর্তমানের সেকেন্ডারি বাকশালের গদিও বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী আহমেদ
- ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি
- ভাসানীর নাম মুছে ফেলা যাবে না: ন্যাপ
International Relations - Foreign Policy - Diplomacy
- সিলেটে বিজিবি-বিএসএফ আঞ্চলিক সম্মেলন
- সার্ক দেশগুলোতে আঞ্চলিক সহযোগিতার আহ্বান টিআইবি’র
- চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী
No comments:
Post a Comment