- জাহাজ কোম্পানি কার্যালয়ে ছাত্রলীগের হানা
- চট্টগ্রামে 'তেল বাণিজ্য' বাগাতে শিপিং অফিসে ছাত্রলীগের তাণ্ডব
2. International
"সংখ্যালঘু রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার জন্য পরিকল্পনা তৈরি করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রোহিঙ্গাদের কেউ নিজেকে ‘বাঙালি’ বলে স্বীকার না করলে তাকে বন্দিশিবিরে পাঠানোর নীতি থেকে সরে আসারও পরামর্শ দিয়েছে।
গণতন্ত্রমুখী সংস্কারের বিষয়ে মিয়ানমার পেছন দিকে হাঁটছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এ রকম সতর্কবার্তার পাশাপাশি ওই আহ্বান জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা।
রোহিঙ্গাদের পক্ষে বান কি মুনের আহ্বান:
জাতিসংঘের মহাসচিব বান কি মুনও রোহিঙ্গাদের অধিকারের প্রতি সম্মান দেখাতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। আসিয়ান ও ইস্ট এশিয়া সম্মেলনে উপলক্ষে নেপিডো গিয়ে মিয়ানমারের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
গত বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বান কি মুন বলেন, ‘রোহিঙ্গারা যে বৈষম্য ও সহিংসতার মুখোমুখি হচ্ছে, তাতে আমি উদ্বিগ্ন। রাখাইন রাজ্যের জনগণের মানবাধিকার ও মানবিক মর্যাদার প্রতি সবার সম্মান প্রদর্শন করতে হবে।’
এইচআরডব্লিউয়ের তাগিদ:
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, মিয়ানমার যাতে সংস্কারের প্রতিশ্রুতি পূরণ করে, সে জন্য দাতা দেশ ও সংস্থাগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রকে কাজ করতে হবে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার উপপরিচালক ফিল রবার্টসন বলেন, ‘বাণিজ্য, রাজনীতি কিংবা জাতিগতগোষ্ঠী অধ্যুষিত এলাকাগুলোতে বলার মতো অগ্রগতি করতে পারেনি জান্তা-সমর্থিত সরকার।’
3. Other News
- মাদক থেকে দূরে রাখার কৃতিত্ব
- আট হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ [টেকনাফ (কক্সবাজার)]
- ফেনসিডিল উদ্ধার সীতাকুণ্ড [(চট্টগ্রাম)]
- পাঁচ শর চারকাহন
- বোলার রুবেলের ‘ব্যাটিং মজা’
- তামিমের সাফল্যের মূলে ‘প্রিন্সেস’!
- মেয়েরা আফগানিস্তানকে হারিয়েছে ৬-১ গোলে
"সবজি উৎপাদন বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয়। "
"কিছুদিন আগে ভাবছিলাম - নাগরিক শক্তি যেদিন আত্নপ্রকাশ করবে সেদিন দুজন মানুষের জন্য কষ্ট হবে - প্রয়াত বিচারপতি হাবিবুর রহমান আর লেখক ড. হুমায়ূন আহমেদ। বেঁচে থাকলে এই দুজন নিশ্চয় সেদিন অসম্ভব খুশি হতেন।
প্রয়াত বিচারপতি হাবিবুর রহমান আর লেখক ড. হুমায়ূন আহমেদ এর জন্য শ্রদ্ধা এবং ভালবাসা।
প্রয়াত লেখক ড. হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টিগুলোর মাঝে অন্যতম
- অসাধারণ তীক্ষ্ণ Abnormal Psychologist মিসির আলি (ড. হুমায়ূন আহমেদ একটি বই - সম্ভবত "আমিই মিসির আলী" - তে উল্লেখ করেছিলেন প্রথম আলোর সম্পাদক শ্রদ্ধেয় মতিউর রহমানকে তাঁর মিসির আলী মনে হয়),
- অলৌকিক ক্ষমতাসম্পন্ন হিমু এবং
- পৃথিবীর শুদ্ধতম মানুষ শুভ্র
লেখক ড. হুমায়ূন আহমেদের অসংখ্য প্রিয় বই এর মাঝে দুটি:
- হিমু এবং হার্ভার্ড PhD বল্টু ভাই
- হলুদ হিমু কালো রাব"
Link: আজকের উপলব্ধিতে বাংলাদেশ (৭/৮/১৪)



No comments:
Post a Comment