Saturday, November 15, 2014

নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ [11.15.14]


1.
সিলেট সিটি কর্পোরেশান মেয়র আরিফুল হক চৌধুরীকে মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।



আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ






"উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হালিম সরকারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন,  কেন্দ্রীয় জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন কাদের সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, শফিকুল ইসলাম দেলোয়ার, এএইচএম আবদুল হাই, এ্যাড.রফিকুল ইসলাম, মীর জুলফিকার শামীম প্রমুখ।"


"গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ নূর হোসেনের দেখিয়ে দেওয়া পথে আন্দোলনে নামবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এজন্য ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লেখা টি-শার্ট পরে মাঠে নামতে চান বাংলাদেশের এই সংবিধান প্রণেতা। নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘দুর্নীতিকে না বলুন’ শীর্ষক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।  এ সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে বসে প্রতিবাদ করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে একটি কমিউনিটি সেন্টারে এই সমাবেশে নাগরিক ঐক্যের এস এম আকরাম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিকল্পধারার সাধারণ সম্পাদক মেজর (অব.) এম এ মান্নান, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখেন। সমাবেশে উপস্থিত শিল্পপতি ও বিকল্পধারার সাধারণ সম্পাদক মেজর (অব.) এম এ মান্নানকে উদ্দেশ্য করে ড. কামাল বলেন, আমাকে এক লাখ টি-শার্ট দেন, শহীদ নূর হোসেন যেভাবে ‘গণতন্ত্র মুক্তি পাক’ লেখা টি-শার্ট পরেছিলেন। নূর হোসেনের সম্মান আমরাও করতে পারি। এই টি-শার্টের মিছিলে আমি থাকতে চাই।।"





International Relations - Foreign Policy - Diplomacy

"যে চারটি খাত আমরা বিবেচনা করছি তা হলো বিদ্যুৎ উৎপাদন, টেলিকমিউনিকেশন্স, শিক্ষা ও পর্যটন খাত"

No comments:

Post a Comment