Friday, April 18, 2014

বাংলাদেশের তরুণদের পাশে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার সবসময় বাংলাদেশের তরুণদের পাশে থাকবে। 

এর অংশ হিসেবে গ্রান্ট ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশের তরুণরা এবং নাগরিক সমাজের সদস্যরা দ্রুত উদ্ভাবনী প্রকল্প প্রস্তাব করে গ্রান্ট জিতে নেবেন এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন।    


"বাংলাদেশে তরুণ নেতৃত্বের ক্ষমতায়ন ও সুশীল সমাজের উন্নয়নে বাজেট নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্র। এই খাতে কাজ করতে বেসরকারি সংগঠনগুলোর কাছ থেকে প্রকল্প বা কর্মসূচি প্রস্তাব চেয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়সহ গণতন্ত্র, মানবাধিকার বিষয়ক ব্যুরো।

বাংলাদেশে দুটি পৃথক প্রকল্পে ৬ লাখ মার্কিন ডলার দেওয়ার কথা জানিয়েছে দেশটি।

বাংলাদেশের সিভিল সোসাইটিকে শক্তিশালী করার লক্ষ্যে প্রজেক্টে বাজেট ধরা হয়েছে ৩ লাখ ডলার। এছাড়া তরুণ নেতৃত্ব’র ক্ষমতায়নে বাজেট ধরা হয়েছে আরো ৩ লাখ ডলার।

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক সরকারি নোটে ‘বাংলাদেশে শান্তিপূর্ণ নাগরিক অংশীদারিত্ব বাড়ানোর’ লক্ষ্যে আগ্রহীদের প্রকল্প প্রস্তাব, ধারণাপত্র ও প্রকল্প ব্যবস্থাপনা উল্লেখ করে আবেদন করার আহবান জানানো হয়েছে।

সুশীল সমাজ ও সংগঠনগুলোকে আরো শক্তিশালী করতে নজরদারি, জবাবদিহিতা এবং বৃহত্তর পরিসরে অহিংস পন্থায় পর্যবেক্ষণের উদ্যোগের কর্মসূচি সম্বলিত আবেদন চাওয়া হয়েছে ব্যুরো’র পক্ষ থেকে।

প্রস্তাবের ব্যাখ্যায় বলা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক ইস্যুতে কমিউনিটিকে এগিয়ে যেতে সমর্থনের উদ্যোগে নেতৃত্ব দিতে এবং সিভিল সোসাইটির সভা সমাবেশ করার সক্ষমতা তৈরি করতে হবে এ প্রকল্পের মাধ্যমে।

তবে প্রজেক্ট প্রস্তাবনায় একই ধরনের সিভিল সোসাইটির পরস্পরের মধ্যে কোয়ালিশন গঠন করে কো-অর্ডিনেশন এবং বিভিন্ন ‘সামাজিক প্লাটফর্মে’ বা বহুমাত্রিক মাধ্যমে গণসচেতনতা তৈরিতে প্রচারণার বিষয়টিও অন্তর্ভুক্ত করা যেতে পারে।

বলা হয়েছে, প্রতিযোগিতামূলক প্রস্তাবনা রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নির্দিষ্ট কার্যক্ষেত্রের যৌক্তিকতা তুলে ধরবে। অংশগ্রহণকারী গ্রুপগুলোর মধ্যে বহুমাত্রিকতা নিশ্চিত করবে। এক্ষেত্রে আগে থেকেই উদ্যোগের ভিত্তি থাকবে এবং প্রযুক্তিগতভাবে ইনোভেটিভ বা উদ্ভাবনী ক্ষমতা’র অধিকারী হবে।

এ কর্মসূচির জন্য তরুণদের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩০ বছর।

বলা হয়েছে, প্রতিযোগিতামূলক প্রস্তাবনা সংশ্লিষ্ট সংস্কৃতিক কনটেক্সট বা প্রেক্ষিত, নির্দিষ্ট কার্যক্ষেত্রের যৌক্তিকতা তুলে ধরবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে ধর্ম ও লিঙ্গভেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। প্রতিটি কর্মসূচির ক্ষেত্রেই ন্যূনতম ১৫ মাস সময়সীমা নির্ধারিত প্রস্তাবনাকে অধিকতর গুরুত্ব দেওয়া হবে।

এ বিষয়ে আবেদনের জন্য আবেদনকারীদের ব্যবহারিক নাম ও পাসওয়ার্ড পেতে www.grantsolutions.gov or www.grants.gov এ ঠিকানায় অনতিবিলম্বে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ১৪ মে, সকাল ১১টা ৫৯ মিনিটের আগে ইলেক্ট্রনিক মাধ্যমে পৌঁছানো আবেদনকে যোগ্য আবেদন বলে গ্রহণ করা হবে বলেও জানানো হয়।


বাংলাদেশে তরুণদের ক্ষমতায়নে অর্থ দেবে যুক্তরাষ্ট্র



গ্রান্টের জন্য আবেদন করার ওয়েবসাইট

No comments:

Post a Comment