Tuesday, April 22, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২২.৪.১৪)

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২২.৪.১৪)
  • পাহাড়ে শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা 
    • অনেক কাজ বাকি রয়ে গেছে।  
  • সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের, সচিবালয়ের কাজে সমন্বয় - এক একটা লক্ষ্য বাস্তবায়নে। রপ্তানি বাড়ানোর জন্য কূটনৈতিক উপস্থিতি জোরদার। 
  • বাংলায় লেখা সেরা সাহিত্য, নন ফিকশন ইংরেজিতে অনুবাদের উদ্যোগ নেওয়া। 
  • "মাদকমুক্ত বাংলাদেশ" গড়তে আমাদের আইন শৃঙ্খলা এবং সীমান্ত রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। বুদ্ধিতে অপরাধীকে হারিয়ে দিয়ে হবে! গাছের গুঁড়ির পর এবার সুপাড়ির খোসায় ইয়াবা পাওয়া যাচ্ছে।  
  • প্রশাসনে সরকারি দলের অনুগত নেতাকর্মীদের পদোন্নতি দিয়ে, মেধাবী-যোগ্যদের বঞ্চিত করে আমাদের সরকারগুলো প্রশাসনকে দুর্বল করে দিচ্ছে। মেধাবী-যোগ্যদের মূল্যায়ন না হলে মানুষ যোগ্যতা অর্জনের চেয়ে দুর্নীতির দিকে বেশি মনোযোগ দেয়।   
  • পরিবহণ 
    • ঢাকার যানবাহন সমস্যার সৃজনশীল এবং সামগ্রিক সমাধান একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ - নাগরিক শক্তি ক্ষমতায় গিয়ে এই সমস্যাটির কার্যকর সমাধানকে অগ্রাধিকার দেবে। 
    • সিএনজি চালকদের মিটারের পরিবর্তে নিজের ইচ্ছামত ভাড়া দাবির বিরুদ্ধে কঠোর হতে হবে। 
    • যানবাহন রেজিস্ট্রেশান নিশ্চিত করা (সরকারের ট্যাক্স হাতছাড়া হয়ে যাচ্ছে), যান চালকদের লাইসেন্স চেক করা - এসবে নজর দেওয়া জরুরি। 

No comments:

Post a Comment