Tuesday, April 29, 2014

বাংলাদেশের রাজনীতিতে গুনগত পরিবর্তনের গল্প - ৩

এপ্রিল-মে ২০১৩ তে প্রথম যখন আমরা নতুন একটা রাজনৈতিক দল নিয়ে কথা বলছিলাম তখন যারা শুনেছিল তাদের মাঝে কত আগ্রহ! 
  • নাগরিক সমাজের পাশাপাশি ব্যবসায়ী সমাজও দেশে অর্থনীতি ফোকাসড রাজনীতি সূচনার সম্ভাবনা দেখছিল।    
  • ১৬ কোটি মানুষকে এক করার ধারণাটা তখনকার! 
  • “হেফাজতে বাংলাদেশ চাই” [1] তখন লেখা হয়েছিল - এমন একটা রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশের সব মানুষের হেফাজত করবে।
  • যেসব রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতি নিয়ে হতাশায় ছিলেন - তারাও আশাবাদী হয়ে উঠেছিলেন। "এককেন্দ্রিক শাসনব্যস্থা আর নয়" [2] তখন লেখা হয়েছিল। 



অক্টোবর ২০১৩ থেকে ধীরে ধীরে আমরা আজকের পর্যায়ে আসি! আমার লেখাগুলোর মাধ্যমে আমাদের ভিশনটা ফুটে ওঠে।  
  • ডিসেম্বর ২০১৩ তে তরুণদের তুমুল আগ্রহ! ছোট বড় সবাই বাংলাদেশের আম আদমি চাইছে!
  • ২০১৪ তে আমরা আস্থা অর্জনের মত অনেক কিছু করেছি।  
    • মাদকমুক্ত বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা 
    • সন্ত্রাসীদের গডফাদারদের নির্যাতন কেন্দ্র বন্ধ করা  
    • সনাতনী সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ 
    • দুর্নীতিবিরোধী দৃঢ় অবস্থান। দুর্নীতিবাজদের জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা।
    • সবরকম অন্যায় অপরাধ অবিচার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান।    


কিন্তু সত্যি বলতে - আমাদের পুরো সম্ভাবনার কিছুই 
এখনও হয়নি! কিছুদিন পর নাগরিক শক্তি আত্মপ্রকাশ করবে আর তারপর পুরোপুরি শুরু হবে! 

সামনের দিনগুলোর কথা কল্পনা করি! 

যতই দিন যাবে - বাংলাদেশ পুরোটা ধীরে ধীরে নাগরিক শক্তি হয়ে উঠবে!


রেফরেন্স
  1. হেফাজতে বাংলাদেশ চাই
  2. এককেন্দ্রিক শাসনব্যস্থা আর নয়

No comments:

Post a Comment