এপ্রিল-মে ২০১৩ তে প্রথম যখন আমরা নতুন একটা রাজনৈতিক দল নিয়ে কথা বলছিলাম তখন যারা শুনেছিল তাদের মাঝে কত আগ্রহ!
অক্টোবর ২০১৩ থেকে ধীরে ধীরে আমরা আজকের পর্যায়ে আসি! আমার লেখাগুলোর মাধ্যমে আমাদের ভিশনটা ফুটে ওঠে।
কিন্তু সত্যি বলতে - আমাদের পুরো সম্ভাবনার কিছুই এখনও হয়নি! কিছুদিন পর নাগরিক শক্তি আত্মপ্রকাশ করবে আর তারপর পুরোপুরি শুরু হবে!
- নাগরিক সমাজের পাশাপাশি ব্যবসায়ী সমাজও দেশে অর্থনীতি ফোকাসড রাজনীতি সূচনার সম্ভাবনা দেখছিল।
- ১৬ কোটি মানুষকে এক করার ধারণাটা তখনকার!
- “হেফাজতে বাংলাদেশ চাই” [1] তখন লেখা হয়েছিল - এমন একটা রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশের সব মানুষের হেফাজত করবে।
- যেসব রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতি নিয়ে হতাশায় ছিলেন - তারাও আশাবাদী হয়ে উঠেছিলেন। "এককেন্দ্রিক শাসনব্যস্থা আর নয়" [2] তখন লেখা হয়েছিল।
- ডিসেম্বর ২০১৩ তে তরুণদের তুমুল আগ্রহ! ছোট বড় সবাই বাংলাদেশের আম আদমি চাইছে!
- ২০১৪ তে আমরা আস্থা অর্জনের মত অনেক কিছু করেছি।
- মাদকমুক্ত বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা
- সন্ত্রাসীদের গডফাদারদের নির্যাতন কেন্দ্র বন্ধ করা
- সনাতনী সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
- দুর্নীতিবিরোধী দৃঢ় অবস্থান। দুর্নীতিবাজদের জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা।
- সবরকম অন্যায় অপরাধ অবিচার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান।
কিন্তু সত্যি বলতে - আমাদের পুরো সম্ভাবনার কিছুই এখনও হয়নি! কিছুদিন পর নাগরিক শক্তি আত্মপ্রকাশ করবে আর তারপর পুরোপুরি শুরু হবে!
সামনের দিনগুলোর কথা কল্পনা করি!
যতই দিন যাবে - বাংলাদেশ পুরোটা ধীরে ধীরে নাগরিক শক্তি হয়ে উঠবে!
রেফরেন্স
রেফরেন্স
No comments:
Post a Comment