নাগরিক শক্তির সামনের দিনগুলোর কথা ভাবলে দারুণ লাগে!
কত কত মানুষ প্রাণ দিয়ে অপেক্ষা করছে!
আমাদের মত তরুণরা, গ্রামে থাকা মানুষরা, শহরের নাগরিকরা - এত এতগুলো মানুষ সমস্ত আবেগ দিয়ে নাগরিক শক্তিকে ছড়িয়ে দেবে!
আমি যখন ছোট ছিলাম, হৃদয় দিয়ে, আবেগ দিয়ে চাইতাম - বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসুক। এখন সেই আবেগটা এত এতগুলো মানুষের ভেতর!
সবাই প্রাণ দিয়ে চাইছে!
যারা নাগরিক শক্তি করবে তারা হৃদয় থেকে, ভালবাসা থেকে করবে। আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন দেশে একটা রাজনৈতিক দল এত মানুষের ভালবাসায় প্রতিষ্ঠিত হবে।
আমি নাগরিক শক্তির সম্ভাবনাকে ভোটারের সংখ্যা দিয়ে প্রকাশ করি। কিন্তু সংখ্যা মানুষের ভালবাসাকে ধারণ করতে পারে না।
আমাদের দুই প্রধান দলের দিকে তাকাও। কয়জন মানুষ হৃদয় থেকে দুই দল করে? বিকল্প নেই বলে করতে বাধ্য - এই। যতটা দল করে তার চেয়ে বেশি করে অপর দলের প্রতি ঘৃণা থেকে। সমর্থন করলে অন্যায় কিছু সুবিধা পাওয়া যায়। আর দুই দলের নেতারা যে কি করে বেড়ান - লুকিয়ে রাখতেন। এখন আমরা সব জানছি।
মানুষ হৃদয় থেকে দুই দলের একটাকে সমর্থন করবেই বা কেন? নেতারা কি আমাদের কথা ভাবেন? ভালবাসা পেতে চাইলে ভালবাসা দিতেও হয়।
রাজনীতি যে অন্য রকম হতে পারে, চমৎকার একটা ব্যাপার হতে পারে, জনগণের সমস্যাগুলো আন্তরিকভাবে সমাধান করতে পারে, সারা দেশের মানুষকে এক করতে পারে - আমাদের দেশের মানুষ ভুলেই গিয়েছিল!
ক্রিকেটে এক একটা সাফল্যে আমাদের আবেগের বহিঃপ্রকাশ দেখো না? নাগরিক শক্তির নেতৃত্বে বাংলাদেশের ১৬ কোটি মানুষের মাঝে ওরকম স্পিরিট গড়ে তোলা হবে।
যতই দিন যাবে - বাংলাদেশ পুরোটা ধীরে ধীরে নাগরিক শক্তি হয়ে উঠবে!
আর কিছুদিনের অপেক্ষা!
কত কত মানুষ প্রাণ দিয়ে অপেক্ষা করছে!
আমাদের মত তরুণরা, গ্রামে থাকা মানুষরা, শহরের নাগরিকরা - এত এতগুলো মানুষ সমস্ত আবেগ দিয়ে নাগরিক শক্তিকে ছড়িয়ে দেবে!
আমি যখন ছোট ছিলাম, হৃদয় দিয়ে, আবেগ দিয়ে চাইতাম - বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসুক। এখন সেই আবেগটা এত এতগুলো মানুষের ভেতর!
সবাই প্রাণ দিয়ে চাইছে!
যারা নাগরিক শক্তি করবে তারা হৃদয় থেকে, ভালবাসা থেকে করবে। আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন দেশে একটা রাজনৈতিক দল এত মানুষের ভালবাসায় প্রতিষ্ঠিত হবে।
আমি নাগরিক শক্তির সম্ভাবনাকে ভোটারের সংখ্যা দিয়ে প্রকাশ করি। কিন্তু সংখ্যা মানুষের ভালবাসাকে ধারণ করতে পারে না।
আমাদের দুই প্রধান দলের দিকে তাকাও। কয়জন মানুষ হৃদয় থেকে দুই দল করে? বিকল্প নেই বলে করতে বাধ্য - এই। যতটা দল করে তার চেয়ে বেশি করে অপর দলের প্রতি ঘৃণা থেকে। সমর্থন করলে অন্যায় কিছু সুবিধা পাওয়া যায়। আর দুই দলের নেতারা যে কি করে বেড়ান - লুকিয়ে রাখতেন। এখন আমরা সব জানছি।
মানুষ হৃদয় থেকে দুই দলের একটাকে সমর্থন করবেই বা কেন? নেতারা কি আমাদের কথা ভাবেন? ভালবাসা পেতে চাইলে ভালবাসা দিতেও হয়।
রাজনীতি যে অন্য রকম হতে পারে, চমৎকার একটা ব্যাপার হতে পারে, জনগণের সমস্যাগুলো আন্তরিকভাবে সমাধান করতে পারে, সারা দেশের মানুষকে এক করতে পারে - আমাদের দেশের মানুষ ভুলেই গিয়েছিল!
ক্রিকেটে এক একটা সাফল্যে আমাদের আবেগের বহিঃপ্রকাশ দেখো না? নাগরিক শক্তির নেতৃত্বে বাংলাদেশের ১৬ কোটি মানুষের মাঝে ওরকম স্পিরিট গড়ে তোলা হবে।
যতই দিন যাবে - বাংলাদেশ পুরোটা ধীরে ধীরে নাগরিক শক্তি হয়ে উঠবে!
আর কিছুদিনের অপেক্ষা!
No comments:
Post a Comment