আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২১.৪.১৪)
- নতুন শিল্পের বিকাশের মাধ্যমে চাহিদা তৈরি হলে যোগানের জন্য নতুন নতুন পণ্য উৎপাদিত হবে। একটা শিল্প এভাবে কয়েকটা শিল্পের বিকাশকে উৎসাহিত করতে পারে। দেশে মোটরগাড়ি শিল্প প্রতিষ্ঠিত হলে মোটরগাড়ির যন্ত্রাংশ উৎপাদনের নতুন শিল্প প্রতিষ্ঠিত হবে। আবার মোটরগাড়ির জন্য মোটর উৎপাদনের নতুন শিল্প প্রতিষ্ঠিত হলে মোটর দিয়ে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠিত হবে। এভাবে একটা শিল্প কয়েকটা শিল্পের বিকাশকে উৎসাহিত করতে পারে।
- বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার্থী আশঙ্কাজনক ভাবে কমছে। মাধ্যমিক - ২২%, উচ্চ মাধ্যমিক - ১৭%, সরকারি বিশ্ববিদ্যালয় - ১১%।
- "এই দুরবস্থার কারণ জানতে চাইলে অধ্যক্ষ জিন্নাত-উস-সালেহা প্রথম আলোকে জানান, ‘এখন বাণিজ্য পড়ার হুজুগ চলছে। তা ছাড়া বিজ্ঞান পড়ার সঙ্গে মেধা, পরিশ্রম, গবেষণাগার, যোগ্য শিক্ষক, প্রাইভেট পড়া, অর্থ ব্যয় করাসহ বিভিন্ন বিষয় জড়িত। তার পরও থাকে চাকরির অনিশ্চয়তা।’"
- বিজ্ঞানে অনাগ্রহ, কমছে শিক্ষার্থী
- গ্রামের স্কুল-কলেজে বিজ্ঞান খুলতে ভয়
- মধ্যপ্রাচ্যে গিয়ে যে অর্থ উপার্জন করা যায়, শিক্ষিত হলে ফ্রিলান্সিং করে ঘরে বসে তার চেয়ে বেশি অর্থ উপার্জন করা যায়।
No comments:
Post a Comment