Monday, April 21, 2014

সম্ভাবনার বাংলাদেশ

Largest Human Flag



সম্ভাবনার দেশ বাংলাদেশ

  • দ্রুততম সময়ে 160 Million+ মানুষের একটা দেশে একটা রাজনৈতিক দলের ৮০%+ মানুষের সমর্থন লাভ
  • দ্রুততম সময় সবরকম অপরাধ-দুর্নীতি একেবারে নামিয়ে আনা 
  • দ্রুততম সময়ে জিডিপি প্রবৃদ্ধি হারে (GDP growth rate) বিশাল উন্নতি (৬% থেকে ১০%+)
  • মাথাপিছু আয়ের দিক দিয়ে ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে যাওয়া 

- বাংলাদেশের জন্য সবই সম্ভব।



  • পৃথিবীর সবচেয়ে বড় এনজিও (NGO) বাংলাদেশের ব্র্যাক (BRAC)। [1]
  • সারা বিশ্বে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার ধারণা ছড়িয়ে দেওয়ার পথিকৃৎ নোবেল পুরস্কার জয়ী প্রফেসর ডঃ মুহম্মদ ইউনুসের দেশ বাংলাদেশ। [2]
  • ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশ বাংলাদেশ। [3]


  • একসাথে সবচেয়ে বেশি মানুষের জাতীয় সঙ্গীত গাওয়া [4] 
  • বিশ্বের বৃহত্তম মানব পতাকা [5] 
- Guinness Book Of World Records এ এমন সব বিশ্বরেকর্ড গত ৫ মাসে আমরা অর্জন করেছি। 


বাংলাদেশের এখন এগিয়ে যাওয়ার সময়। বাংলাদেশীদের এখন এক এক ক্ষেত্রে পৃথিবীর চূড়ায় আরোহণ করার সময়। 

নেক্সট ইলেভেনে থাকা ১১টি দেশের একটি বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে - এমন সম্ভাবনা আমাদের হাতছানি দিয়ে ডাকছে। 

এগিয়ে চলো বাংলাদেশ। 


রেফরেন্স
আমাদের এগিয়ে যাওয়ার খবর 

No comments:

Post a Comment