বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা-নির্যাতন
- Youtube: Amiya Ghosh, Border Security Force Soldier Admitted to Killing Felani, is Acquited
- Youtube: Brutality of BSF in Bangladesh Border
- বিএসএফ-এর গুলিতে মুন্সীপুর সীমান্তে নিহত ১
- ৫ বাংলাদেশীকে পুলিশে দিয়েছে বিএসএফ
- ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
- ঠাকুরগাঁওয়ে বাংলাদেশি যুবকের হাত-পা ভেঙে দিয়েছে বিএসএফ
- ফুলবাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত মুকুল ভারতের শিলিগুড়িতে মারা গেছে
- বাংলাদেশির হাত-পা ভেঙে দিয়েছে বিএসএফ
- বাংলাদেশি মহিলা ধর্ষণ, বিএসএফ জওয়ানকে গ্রেপ্তারের দাবি
- পদ্মার একাংশে বিএসএফ’র দখলদারিত্ব
- ৪৫দিন পর আব্দুল জলিলের লাশ ফেরত দিলেন বিএসএফ
- হিলিতে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে বিএসএফ
- ফেলানি হত্যার পুনর্বিচারের সিদ্ধান্ত নিল বিএসএফ
- বাগলী সীমান্ত থেকে ৫ বাংলাদেশি নিয়ে গেছে বিএসএফ
- সীমান্তে বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করলো বিএসএফ
বিজিবির উদ্যোগ
Human Rights Watch এর বিশ্লেষণ, উদ্যোগ, প্রতিবাদ
- Excessive Use Of Force By Indian Troops At The Bangladesh Border: Human Rights Watch
- Excessive Use Of Force By Indian Troops At The Bangladesh Border: Human Rights Watch
- India: Abuses by Border Force Increasing
- India/Bangladesh: Indiscriminate Killings, Abuse by Border Officers: Human Rights Watch
- ‘Investigate BSF's human rights violations' - The Hindu
- বাংলাদেশী যুবককে নির্যাতনকারী বিএসএফ সদস্যদের বিচার দাবি করেছে হিউম্যান রাইটস ওয়াচ
- মীনাক্ষী গাঙ্গুলি, হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিভাগের ডিরেক্টর
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ তুলেছে বিএসএফ অত্যাচার চালাচ্ছে - BBC বাংলা
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ তুলেছে বিএসএফ অত্যাচার চালাচ্ছে - BBC বাংলা
আমরা বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
বর্তমান সরকার দেশের স্বার্থ বিরোধী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে খুশি করতে দেশের টেস্ট মর্যাদা বিকিয়ে দেওয়ার প্রস্তুতি নেবে আবার সীমান্তে বাংলাদেশীদের নিরাপত্তা রক্ষায় কোন কার্যকর পদক্ষেপ নেবে না - শুধুমাত্র বিদেশী শক্তিকে তুষ্ট করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
বাংলাদেশ সরকারকে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা-নির্যাতন বন্ধে দৃঢ় অবস্থান নিতে আহ্বান জানাই।
আমরা পর্যবেক্ষণ করছি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত (Human RIghts Violation) হচ্ছে।
আমরা এব্যাপারে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
অন্যান্য
No comments:
Post a Comment