Tuesday, March 4, 2014

সময় এসেছে এক নতুন শুরুর

শুধু কি দেশকে দোষ দিলে হবে? আমার আপনারও তো দায়িত্ব আছে।

ভুল সবারই হয়। কিন্তু সুযোগ রয়ে যায় এক নতুন শুরুর।

১৯৭১ এর ১৬ ডিসেম্বর ৪টা ৩১ মিনিট।

বাঙালি দেখেছিল এক গনতান্ত্রিক অসাম্প্রদায়িক আধুনিক বাংলাদেশ।

কিন্তু পথ এখনও বাকি।

সময় এসেছে এক নতুন শুরুর।

এবার গনতান্ত্রিক অসাম্প্রদায়িক আধুনিক স্বপ্নের বাংলাদেশ গড়ার পালা। 


No comments:

Post a Comment