Sunday, November 2, 2014

নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ [02.11.14]



"রাজনৈতিক মামলা’ বলে গত পাঁচ বছরে বেশ কয়েক হাজার মামলা থেকে সরকারি দলের লোকজনকে দায়মুক্তি দেওয়া হয়েছে। আর এখন চলছে দুদকের দুর্নীতি থেকে দায়মুক্তি দেওয়ার খেলা। স্বীকার করতে দ্বিধা নেই যে সরকার নিজেদের লোকজনের দায়মুক্তি দেওয়ার একটা খুব ‘চালাকি’পূর্ণ কৌশল বের করেছে। "




Large Scale Engineering Projects In Bangladesh



"২০০৮ সালে পরিকল্পনা হাতে নেওয়ার ছয় বছর পর গত ১৮ অক্টোবর শনিবার জাপান নির্মিত প্রথম যাত্রীবাহী বিমান মিৎসুবিশি রিজিওনাল জেটের (এমআরজে) পর্দা উন্মোচন করা হয়। "






Business & Economy





"ছোট ও সম্ভাবনাময় প্রতিষ্ঠানের নানামুখী পদক্ষেপ আর পরিকল্পনার সাথে বিনিয়োগকারী-পরামর্শকদের সম্মিলন ঘটাতে রাজধানী ঢাকার র‍্যাডিসন হোটেলে ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে ইনোভেশন এক্সট্রিম (আই এক্স) নামক একটি সম্মেলন। 'স্টার্টআপ ঢাকা' এর আয়োজনে এই অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছে দেশের টেলিকম অপারেটর গ্রামীণফোন। তালাত কামাল আরও বলেন, "দেশের তরুণসমাজ এবং নবীন ব্যবসায়ীরা যাতে গঠনমূলক কাজে নিজেদের নিয়োজিত করতে পারে এবং বাইরের বিশ্বের সাথে অর্থপূর্ণ যোগাযোগ করতে পারে সেইসব বিষয় নিয়েই এই সম্মেলনে আলোচনা করা হবে।" আই এক্স ২০১৪ এ স্টার্টআপ প্রতিষ্ঠান এবং বিনিয়োগ বিষয়ে বক্তব্য দেবেন গোল্ডেন গেট ভেঞ্চার (ভেঞ্চার ক্যাপিটাল), ফেনক্স (ভেঞ্চার ক্যাপিটাল), লাক্সমী ক্যাপিটাল (বুটিক প্রাইভেট ইকুইটি গ্রুপ), বস্টন কনসাল্টিং গ্রুপ, জালোরা (মালয়েশিয়ার ফ্যাশন ই-কমার্স সাইট), মাস্টারকার্ড, চৌধুরী গ্রুপ (নেপালের একটি কোম্পানী), ইনভেস্ট টু ইনোভেট, হাবআইটি (এক্সেলেরেটর), ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), নিউজক্রেড, এলেওয়াচ, জাগো অনলাইন স্কুল, অগমেডিক্স, সোলারিক, পায়জা, বিকাশ, ম্যাগনিটো ডিজিটাল, লাইট কাসল, আলকাসেমি, জেমরক, ডাইরেক্ট ফ্রেশ, গ্রামীণফোন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) সহ অন্যান্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।"

আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ 



"ইমরান এইচ সরকার বলেন, ১৯৭১ সালের পর মূলত মীর কাসেম আলীর টাকার বদৌলতে জামায়াত আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। তাঁর প্রচেষ্টায় জামায়াত নিজেদের ছাত্র সংগঠন ছাত্রশিবির গঠন করে।"

"জাহাঙ্গীর চৌধুরী বলেন, ১৯৭১ সালের নভেম্বর মাসের ২২-২৩ তারিখ রাতের বেলা তাঁকে চোখ বেঁধে বাসা থেকে ডালিম হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে ২৩ দিন ধরে তাঁকে নির্যাতন করা হয়। মীর কাসেম আলীকে সেখানেই তিনি দেখতে পান।"








No comments:

Post a Comment