Wednesday, December 3, 2014

তরুণ ইঞ্জিনিয়ার, তথ্যপ্রযুক্তিবিদদের জন্য কৃষি চ্যালেঞ্জ (Agricultural Challenge)

কৃষি প্রযুক্তি
আমাদের তরুণ ইঞ্জিনিয়ারদের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনের দিকে নজর দিতে হবে।

কৃষির কাজগুলো (যেমন
  • বীজ বোনা, 
  • মাটি চাষের উপযোগী করা, 
  • ফসল কাটা 
ইত্যাদি যন্ত্র উদ্ভাবন করে সহজ করে দিতে পারলে একজন কৃষক অনেক বড় জমি চাষ করতে পারবেন।



আমাদের দেশের প্রায় ৪০% মানুষ কৃষিতে নিয়জিত [1]। 
কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করে - কৃষির বিভিন্ন কাজকে Automate বা Semi-automate করে কৃষিতে নিয়জিতদের বড় অংশকে Manufacturing, Mining, Service Industry তে আনা সম্ভব। 
পাশাপাশি,  
  • উন্নত বীজ সরবরাহ 
  • কৃষি ঋণ প্রদান সহজীকরন
  • গ্রামে গ্রামে কৃষকদের কাছে আধুনিক কৃষি শিক্ষা এবং তথ্য সুবিধা যেমন - 
    • আবহাওয়ার পূর্বাভাস, 
    • বীজের সরবরাহ কোথায় পাওয়া যাবে, 
    • কোথায় বিক্রি করে সর্বোচ্চ লাভ হবে 
পৌঁছে দেওয়া।
 


Biotechnology
Biotechnology তে উদ্ভাবনশীল কাজ করাও আমাদের জন্য সহজ - আমাদের এক্সপার্টস এবং এক্সপারটাইস - দুটোই রয়েছে।

  • আমাদের ড. মাকসুদ আলম [2] দেশী বিজ্ঞানী - ইঞ্জিনিয়ারদের নিয়ে পাটের জীবন রহস্য উন্মোচন (DNA sequence) [3] করেছেন। এটুকুতে আমাদের বসে থাকলে চলবে না। সেই জ্ঞান ব্যবহার করে প্রাকৃতিক দুর্যোগ সহনশীল এবং পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধী উচ্চ ফলনশীল পাট এবং অন্যান্য ফসল উদ্ভাবনের দিকে যেতে হবে। Functional Genomics নিয়ে দেশেই গবেষণা হবে। 
  • ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের Genetic Engineering and Biotechnology Department গুলোতে কিন্তু দেশের সেরা শিক্ষার্থীরাই ভর্তি হন। Biotechnology র জন্য প্রয়োজনীয় Bioinformatics [4] এর কাজ আমাদের Computer Science and Engineering graduate রা-ই করবেন। প্রত্যেককে নিজেকে আরও ভালভাবে গড়ে তুলে বড় challenge নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে!




মোবাইলপ্রযুক্তি ব্যবহার করে - কৃষকদের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করা: তরুণ তথ্যপ্রযুক্তিবিদরা চালেঞ্জটা নিতে তৈরি তো?

মোবাইল তথ্য প্রযুক্তি ব্যবহার করে মধ্যস্বত্ব ভোগী (Middle-man) দের পাশ কাটিয়ে কৃষকদের সরাসরি ক্রেতাদের কাছে ফসল - ফলন বিক্রি করতে দেওয়ার সুবিধা দেওয়া যায়। এতে কৃষকদের ন্যায্য মূল্য পাওয়া নিশ্চিত হবে।

মোবাইল ব্যাংকিং কিন্তু দেশে অনেকটাই বিকশিত (প্রায় ২ কোটি গ্রাহক)।

Credit Card নেই তো কি - আমাদের M-Commerce (এম- কমার্স) তো আছে!



আমাদের তরুণ ইঞ্জিনিয়ার, তথ্য প্রযুক্তিবিদরা চালেঞ্জটা নিতে তৈরি তো? 


References
  1. Economy of Bangladesh 
  2. Professor Dr. Maqsudul Alam 
  3. Bangladeshi scientists decode genome of jute variety 
  4. Bioinformatics


Links (লিঙ্কস)


Agricultural Technology

No comments:

Post a Comment