Sunday, December 7, 2014

বাংলাদেশে যেসব Leadership Process এর মাঝে আছি

বাংলাদেশে যেসব Leadership Process এর মাঝে বর্তমানে আছি:


  • একটা রাজনৈতিক দলকে শুন্য থেকে গড়ে তুলে ক্ষমতায় নিয়ে আসা
  • দলের Economic Policy, Foreign Policy, Organization নির্ধারণ থেকে শুরু করে Implement করা; প্রচলিত রাজনীতি, সরকার পরিচালনার সমস্যাগুলো তুলে ধরা; দেশে সুশাসন প্রতিষ্ঠিত হলে - কিভাবে চলবে - তার Vision তুলে ধরা




  • Diverse groups এর সবাইকে একসাথে নিয়ে আসা, একসাথে কাজ করানো (সেখানে Civil Society এর লোক যেমন আছেন, তেমন আছেন Politicians রা; অবসরপ্রাপ্ত সরকারি পদধারীরা যেমন আছেন, তেমন আছেন মাদ্রাসার ইমামরা; সারা দেশের তরুণরা যেমন আছেন, তেমনি গ্রামের নারীরা; দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন - তারা যেমন আছেন, তেমনি আছেন আদিবাসীরা;) - প্রত্যেকেই excitement এ পারছে না কি করবে!
[আমাদের Politician দের মাঝে যেমন অর্থ রোজগারের ব্যাপারটি লক্ষ্যের মাঝে চলে এসেছে, নাগরিক সমাজের সদস্যরা কিন্তু অন্যভাবে ভাবেন - দেশের জন্য কিছু করতে পারলেই তারা খুশি - ক্ষমতা, অর্থ এসবের প্রয়োজন নেই - সম্মান থাকলেই হবে। আমাদের রাজনীতিবিদদের মাঝেও এই সংস্কৃতির সূচনা করা হবে।]




  • একটা দেশ থেকে Illegal Drugs দূর করা ("মাদকমুক্ত বাংলাদেশ")
  • একটা দেশ থেকে দুর্নীতি - Corruption শূন্যে নামিয়ে আনা (Transparency International এর রিপোর্ট অনুসারে যে দেশটি টানা কয়েক বছর পৃথিবীর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থ দেশ ছিল!) ("দুর্নীতিমুক্ত বাংলাদেশ")
  • একটা দেশ থেকে সন্ত্রাস একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আনা, (টর্চার সেল, ভারত পালানো / গ্রেপ্তার, ......) ("সন্ত্রাসমুক্ত বাংলাদেশ")
  • একটা দেশ থেকে ফরমালিন, ভেজাল খাদ্য, ভেজাল ওষুধ দূর করা ("ফরমালিন, ভেজাল খাদ্যমুক্ত বাংলাদেশ")




  • গণজাগরণ মঞ্চের আন্দোলনের দিক নির্দেশনা 
  • মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিশ্চিত করা
  • দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার অবস্থান (দশ ট্রাক অস্ত্র মামলা, পিলখানা হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলা, কিবরিয়া হত্যাকাণ্ড, ... )


  • স্থানীয় সরকারগুলোর গ্রামে নিরাপদ পানি নিশ্চিত করতে উদ্যোগ

  • দেশে হ্যাঁকাথন (Hack-a-thon), মেইক-আ-থন (Make-a-thon), 
    • বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রাঙ্কিং সিস্টেম, 
    • গণিত অলিম্পিয়াডের প্রসার, 
    • জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন নতুন জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা


গত ৬ মাসের মধ্যে আইএমএসও নির্বাচন হলো ষষ্ঠ আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে বাংলাদেশ বিজয়ী হলো। এর আগে 
  • কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সভাপতি, 
  • ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি, 
  • জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য, 
  • আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন কাউন্সিলের সদস্য এবং 
  • নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতিসংঘ কমিটির সদস্য 
নির্বাচিত হয় বাংলাদেশ।"


বাংলাদেশীরা কি জানেন, যে কোন আন্তর্জাতিক নির্বাচনে এখন যুক্তরাষ্ট্র (United States) এবং ব্রিটেন (UK) স্বতঃপ্রণোদিত হয়ে বাংলাদেশী প্রার্থীর পক্ষে প্রচারণা চালান? 




"ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালক পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। লন্ডনে অনুষ্ঠিত সংস্থাটির ২৩তম সাধারণ সভায় এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ ৪৯ ভোট পেয়ে আইএমএসও’র পরবর্তী মহাপরিচালক হিসেবে এ বিজয় অর্জন করেন।  
সংস্থাটির ৩৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো উন্নয়নশীল দেশের প্রার্থী মহাপরিচালক হিসেবে নির্বাচিত হলেন

  • Microsoft (Microsoft Phone), Google (Google Bus)



  • গ্রামীণ ব্যাংকে গ্রামীণ নারীদের অধিকার প্রতিষ্ঠা (প্রক্রিয়া চলছে)



  • ভারত, নেপাল, ভুটান, মায়ানমার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন
  • জঙ্গিবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণ






  •  

    • ফরমালিন, ভেজাল খাদ্য, ভেজাল ওষুধ
    • ভেজাল সার
    • হরতাল বন্ধ করা
    • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা
    • অবৈধ অস্ত্র,  
    • স্থানীয় সরকারের ক্ষমতায়ন, ম্যাজিস্ট্রেটদের কঠোর অবস্থান
    • ব্যাংকিং সেক্টরে দুর্নীতি দমন
    • কাস্টমসে ঘাট- বদি আলম ইত্যাদি
    • দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ




  •  

    • বাল্যবিবাহ ও যৌতুক প্রথা রোধ এবং নারী অধিকার প্রতিষ্ঠা




  •  

    • আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা

    •  
    • জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ 
      Bangladesh will surpass all expectations and earn a GDP growth rate of more than 10% in the current economic year. The annual inflation rate be much lower than forecasted.


      [Otherwise, what is the point of Tahsin in charge of all the affairs!]


      Tourism: Beautiful Bangladesh - রূপসী বাংলা [US Justice Department থেকেও Beautiful Bangladesh দেখতে এসেছিলেন]

      • জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্যদের নিয়োগ
       







  • ছাত্র রাজনীতি
  • উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা 
  • প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    •  [কয়েকদিন আগে দেখছিলাম ২০১৩ র মাঝামাঝি সময়ে করা "প্রথম আলো"র একটা জরিপের ফলাফল।
      সরকার সঠিকভাবে পরিচালিত হচ্ছে - এমন মনে করেন - তার Percentage অনেক বেশি। ৪৩% মানুষ সরকার পরিচালনা নিয়ে সন্তুষ্ট!



      - সে-ই ভিশনটি কেউ তুলে ধরতে পারেননি।

      তরুণদের নিয়ে একটা টক শো দেখছিলাম (মাক্সিমাস তরুণ কণ্ঠ - ১ম পর্ব) - ২০১৪ এর জানুয়ারি / ফেব্রুয়ারির সময়কার। তরুণরা সবাই বুঝতে পেরেছে - দেশ কি বাজেভাবে পরিচালিত হচ্ছে এবং সেটি প্রকাশ করেছে। ৮৯% তরুণ প্রচলিত রাজনীতি নিয়ে অসন্তুষ্ট।
      ২০১৩ র মাঝামাঝি সময়ে
      ৪৩% মানুষ সরকার পরিচালনা নিয়ে সন্তুষ্ট, ৫৭% অসন্তুষ্ট।
      ২০১৪ এর জানুয়ারি / ফেব্রুয়ারি
      ৮৯% তরুণ প্রচলিত রাজনীতি নিয়ে অসন্তুষ্ট।
      (৫৭% থেকে বেড়ে ৮৯%)
      রাজনীতি যে অন্যরকম হতে পারে, সরকার যে জনকল্যাণমূলক হতে পারে - এই ব্যাপারটাই আমাদের দেশের মানুষ জানত না।
      আমি প্রথম যখন অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে লেখা শুরু করি - তখন ব্যবসায়ীরা বলেছে, "সরকার একটু যদি দেখত - আমরা কত কিছু করতে পারতাম।"
      দলগুলোর মাঝে দেশের উন্নতি কে কতটুকু করতে পারে - তা নিয়ে প্রতিযোগিতা নেই। দুর্নীতি করে কত অর্থ রোজগার করতে পারে - তা নিয়েই প্রতিযোগিতা।


      আমি তুলে ধরতে পেরেছি:



      "প্রথম আলো" - এই মুহূর্তে জরিপ করলে গত বছরের ফলাফল থেকে বিপুল পরিবর্তন দেখা যাবে।]

    • অন্যায়-অপরাধ-দুর্নীতি-সন্ত্রাসমুক্ত বাংলাদেশ অভিমুখে নাগরিক শক্তির নেতৃত্বে অগ্রযাত্রা 
    • তরুণদের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টিতে এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ করায় নাগরিক শক্তি
    • সাম্প্রদায়িক সম্প্রীতিময় দেশ গড়ার লক্ষ্যে নাগরিক শক্তি 
    • হরতাল সহিংসতা মুক্ত দেশ গড়ার লক্ষ্যে নাগরিক শক্তি 
    • জঙ্গিবাদ ও চরমপন্থা মুক্ত দেশ গড়ার লক্ষ্যে নাগরিক শক্তি 
    • দেশের সম্মান সম্পদ রক্ষায় নাগরিক শক্তি 
    • নারী অধিকার প্রতিষ্ঠায় নাগরিক শক্তি 
    • মানবতাবিরধী অপরাধীদের বিচারে নাগরিক শক্তি 
    • শাহবাগে আন্দোলনরত তরুণ এবং মাদ্রাসা ছাত্রদের মাঝে দূরত্ব দূরীকরণে নাগরিক শক্তি  
    • বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার দাবিতে নাগরিক শক্তি
    • বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে নাগরিক শক্তি 
    • ছাত্র রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনতে নাগরিক শক্তি 
    • বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা-নির্যাতনের বিরুদ্ধে নাগরিক শক্তি 

    •  
    • পুরো দেশের প্রায় সবার inspiration, সবার guide (যারাই লেখাগুলো পড়েছে বা কথা শুনেছে) - ১৬ কোটি মানুষের দেশের ৪ কোটি মানুষ লেখাগুলো পড়েছে
    • কোটি মানুষ এখন নিরাপদে ঘুমাতে পারে। (নারায়ণগঞ্জ, ফেনী [জয়নাল হাজারী, নিজাম হাজারীদের কথা মনে আছে?], কক্সবাজার, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ...)
    •  






  •  
  • No comments:

    Post a Comment