Wednesday, February 26, 2014

অনলাইনে নেতাদের জনপ্রিয়তার তুলনা

অনলাইনে নেতাদের জনপ্রিয়তার তুলনা।

ফেইসবুকে লাইক, কমেন্ট, শেয়ারের সংখ্যা।

পেইজ লাইকের চেয়ে পোস্ট কমেন্ট, লাইক, শেয়ার বেশি গুরুত্বপূর্ণ - এরা পড়েছে, আন্তরিকভাবে পছন্দ করে।

চোরদের কথা সবসময়ই বিবেচনায় রাখতে হয়। এখন অনলাইনে টাকা দিয়ে লাইক কেনা যায় - বিবেচনায় রাখতে হবে। টাকা দিলে ফেইক প্রোফাইল বানিয়ে লাইক দিয়ে আসে! প্রোফাইল চেক করলে ধরা পড়ে।

আমাদের দেশের নেতারা টাকা ছাড়া মিছিল সমাবেশে লোক জমাতেও পারেন না। নির্বাচনের আগে সংসদ সদস্য পদ প্রার্থীদের প্রত্যেক মিছিল-সমাবেশে অংশগ্রহণের জন্য ৫০ / ১০০ টাকা করে দেওয়ার কথা আমাদের কাছে আসে এবং এটিই দেশে স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে।

সংসদ সদস্য পদ প্রার্থীরা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচনে জেতেন। সাধারণত কালো টাকার মালিকরাই এভাবে টাকা খরচ করতে পারেন এবং জেতার পর সুদে আসলে অনেক অনেক গুণ বাড়িয়ে নিয়ে আসেন।

রাজনীতি আজ হয়ে উঠেছে অবৈধ অর্থ উপার্জনের মাধ্যম।

গণজাগরণ মঞ্চের আন্দোলনে শুধুমাত্র অনলাইনে তরুণদের একে অন্যকে আহ্বান জানানোর মাধ্যমে শাহবাগে লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নেতাদের তাক লাগিয়ে দিয়েছিল। এটিই অনলাইনে প্রকৃত জনপ্রিয়তা।

No comments:

Post a Comment