Wednesday, February 19, 2014

নাগরিক শক্তির সাংগঠনিক কর্মোদ্যোগ - ১

১.
সারা দেশের আইনজীবীদের সংগঠিত করার কাজ বেগবান করতে হবে। সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশান নির্বাচনে “নাগরিক আইনজীবী শক্তি”র প্রার্থীদের সবগুলো প্যানেলে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।

সাংসদরা আইন প্রণয়ন করেন। আইনজীবীদেরই সাংসদ হিসেবে বেশি মানায়!

নাগরিক শক্তির সাথে সংশ্লিষ্ট দেশের সিনিয়ার "রোল মডেল" আইনজ্ঞরা তরুণ আইনজীবীদের অনুপ্রাণিত করবেন, পথপ্রদর্শকের ভূমিকা পালন করবেন। তরুণ আইনজীবীরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় আইনি লড়াই চালাবেন।


২.
প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। কাজেই স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম, কারচুপি করে সরকার জনগণের কাছে তাদের বৈধতা প্রমাণের চেষ্টা করবে। স্থানীয় সরকার নির্বাচনে সব অনিয়ম, জাল ভোটের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জনগণের ভোটের অধিকার রক্ষায় প্রয়োজনে বিচার বিভাগের শরণাপন্ন হতে হবে।


৩.
সেক্রেটারিয়েটের পক্ষ থেকে প্রত্যেক পার্টি উইংগসের আহ্বায়কদের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে যাতে তারা সম্মিলিতভাবে কাজ করতে পারে।


৪.
সবাইকে নাগরিক শক্তি এবং বাংলাদেশ সম্পর্কিত ব্লগপোস্টগুলো পড়তে recommend করতে হবে। এতে ওয়েব - মানুষের অর্জিত প্রায় সমস্ত জ্ঞান যেখানে সঞ্চিত আছে - ব্যবহারের অভ্যাস বাড়বে।


৫.
নাগরিক শক্তির এলাকাভিত্তিক সংগঠকদের দায়িত্ব নির্ধারণ করে দিতে হবে। যেমন -

নারায়ণগঞ্জ জেলা নাগরিক শক্তি আহ্বায়ক কমিটি
কক্সবাজার জেলা নাগরিক শক্তি আহ্বায়ক কমিটি
টাঙ্গাইল জেলা নাগরিক শক্তি আহ্বায়ক কমিটি
মুন্সিগঞ্জ জেলা নাগরিক শক্তি আহ্বায়ক কমিটি
চট্টগ্রাম সিটি কর্পোরেশান নাগরিক শক্তি আহ্বায়ক কমিটি

এভাবে জেলা, উপজেলা, সিটি কর্পোরেশান, গ্রাম পর্যায়ের আহ্বায়ক কমিটি।

No comments:

Post a Comment