Thursday, October 30, 2014

নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ [30.10.14]

আমরা দেশের সব রাজনৈতিক দলকে - হরতাল ডাকা এবং সহিংসতা ঘটিয়ে জনগণকে হরতাল পালনে বাধ্য করা - এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানাই।

প্লিস, হরতাল ডেকে দেশের অর্থনীতির ক্ষতি করবেন না।
ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের বিরাগভাজন হবেন না।
এখন হরতাল ডেকে দেশের অর্থনীতির ক্ষতি করলে জনগণ দেশের অর্থনীতি আপনাদের হাতে তুলে দিতে অনিরাপদ বোধ করবে।
আজ থেকে দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড এবং শিক্ষা কার্যক্রম - হরতাল এবং অন্যান্য রাজনৈতিক কর্মসূচীর প্রভাবমুক্ত রাখুন।
নতুন প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।



Related Links


সভা - সমাবেশ - উদ্যোগ









"উপস্থিত ছিলেন- যশোর গণজাগরণ মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আবদুস শহীদ লাল, যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশিদ, জাসদের কেন্দ্রীয় সহ সভাপতি রবিউল আলম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, যশোর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুকুমার দাস, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্র ভট্টাচার্য, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, সিনিয়র সাংবাদিক রকুনউদ্দৌল্লাহ, মনিরুল ইসলাম ও রাহুল রায় প্রমুখ।"


Diplomacy








    অন্যান্য রাজনৈতিক দল ও রাজনীতিবিদরা  

    No comments:

    Post a Comment