Thursday, October 9, 2014

নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ (09.10.14)




"গণজাগরণ মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধী সাঈদীর রায়ের বিরুদ্ধে আপিল করা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামী ১৯ অক্টোবর শাহবাগ থেকে আইন মন্ত্রণালয়ের অভিমূখে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের গণজাগরণ মঞ্চের কর্মীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। কর্মসূচি সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
তিনি বলেন, আগামী ১৪ ও ১৫ নভেম্বর গণজাগরণ মঞ্চের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে এবং গণজাগরণ মঞ্চকে ঢেলে সাজানো হবে। 
বৃহস্পতিবার সন্ধ্যায় ইমরান এইচ সরকার তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিবপুরে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফেরার পথে জামালপুরে গণজাগরণ মঞ্চের কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

জামালপুর শহরের ফুলবাড়িয়ায় এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণজাগরণ মঞ্চের সংগঠক সাঈদা সুলতানা এ্যানি, জামালপুর গণজাগরণ মঞ্চের আহবায়ক এনামুল হক তালুকদার রিপন, সংগঠক সৈয়দ তানভীর আহমেদ ও জামাল পাশা ।"
 








এফবিসিসিআই’র সভাপতি  কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ ৬ শতাংশ গড় প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি আন্তর্জাতিক বাণিজ্যে এদেশের সক্ষমতার বিভিন্ন দিক বর্ণনা করে মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে একক  বা যৌথ বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে গ্রেটার নিউইয়র্ক চেম্বার প্রেসিডেন্টের সার্বিক সহযোগিতা কামনা করেন। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/330681.html#sthash.ElQQiqzD.dpuf
"এফবিসিসিআই’র সভাপতি  কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ ৬ শতাংশ গড় প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি আন্তর্জাতিক বাণিজ্যে এদেশের সক্ষমতার বিভিন্ন দিক বর্ণনা করে মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে একক  বা যৌথ বিনিয়োগে উৎসাহিত করার লক্ষ্যে গ্রেটার নিউইয়র্ক চেম্বার প্রেসিডেন্টের সার্বিক সহযোগিতা কামনা করেন।"

গণজাগরণ মঞ্চের মূখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধী সাঈদীর রায়ের বিরুদ্ধে আপিল করা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামী ১৯ অক্টোবর শাহবাগ থেকে আইন মন্ত্রণালয়ের অভিমূখে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের গণজাগরণ মঞ্চের কর্মীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। কর্মসূচি সফল করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
- See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/330752.html#sthash.7ejeSLyG.dpuf









"হেলাল আহমেদ বলেন, গণমাধ্যমে ধূমপানের দৃশ্য বন্ধের জন্য টিভি চ্যানেল অ্যাসোসিয়েশনকে (এ্যাটকো) এগিয়ে আসতে হবে।তামাক বিরোধী প্রচার প্রচারণা বন্ধ করতে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান হেলাল আহমেদ। প্রত্যাশা’র সাধারণ সম্পাদক হেলাল আহমেদের সভাপতিত্ত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ‍মানবিক’র সভাপতি রফিকুল ইসলাম মিলন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডাব্লিউবিবি) সদস্য আমিনুল ইসলাম সুজন, সৈয়দা অনন্যা রহমান, মুক্তি বেগম প্রমুখ।"

আমরা আন্দোলন করবো। তবে আন্দোলনের নামে ধ্বংসের রাজনীতিতে এনডিএফ জোট বিশ্বাসী নয় বলে তিনি মন্তব্য করেন। - See more at: http://www.priyo.com/2014/10/09/111938.html#sthash.nylgv5yT.dpuf


অন্যান্য রাজনৈতিক দল ও রাজনীতিবিদরা



" নিলু বলেন, আমরা আন্দোলন করবো। তবে আন্দোলনের নামে ধ্বংসের রাজনীতিতে এনডিএফ জোট বিশ্বাসী নয় বলে তিনি মন্তব্য করেন।
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নবগঠিত এনডিএফ জোটের মহাসচিব আলমগীর মজুমদারের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলীম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবাইদা কাদের চৌধুরী, মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, মহাসচিব হাসরত খান ভাসানী, লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মণি, তৃণমূল ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান পারভীন নাসের ভাসানী, ইনসাফ পার্টির চেয়ারম্যান শহিদ চৌধুরী প্রমুখ। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/330671.html#sthash.lU9chiKx.dpuf

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও নবগঠিত এনডিএফ জোটের মহাসচিব আলমগীর মজুমদারের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলীম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোবাইদা কাদের চৌধুরী, মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, মহাসচিব হাসরত খান ভাসানী, লেবার পার্টির চেয়ারম্যান সেকেন্দার আলী মণি, তৃণমূল ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান পারভীন নাসের ভাসানী, ইনসাফ পার্টির চেয়ারম্যান শহিদ চৌধুরী প্রমুখ।"

নিলু বলেন,আমরা আন্দোলন করবো। তবে আন্দোলনের নামে ধ্বংসের রাজনীতিতে এনডিএফ জোট বিশ্বাসী নয় বলে তিনি মন্তব্য করেন।
আমরা আন্দোলন করবো। তবে আন্দোলনের নামে ধ্বংসের রাজনীতিতে এনডিএফ জোট বিশ্বাসী নয় বলে তিনি মন্তব্য করেন। - See more at: http://www.priyo.com/2014/10/09/111938.html#sthash.nylgv5yT.dpuf
একদিন যখন বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে তখন আমরা কি বাংলাদেশের সেই অসংখ্য মায়ের কথা স্মরণ রাখব- যে সাদাসিধে মায়েরা সন্তানদের রক্ষা করার জন্য সিংহীর সাহস নিয়ে কঠিন পৃথিবীর মুখোমুখি হয়েছিলেন, বুক আগলে তাঁদের রক্ষা করেছিলেন?
আমি আজকে আমার নিজের মায়ের সাথে সাথে বাংলাদেশের এরকম অসংখ্য মা’র কাছে একটুখানি ভালোবাসা পৌঁছে দিতে চাই। একটুখানি শ্রদ্ধা পৌঁছে দিতে চাই।
- See more at: http://www.priyo.com/blog/2014/10/10/111955.html#sthash.Y4WcM30x.dpuf
একদিন যখন বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে তখন আমরা কি বাংলাদেশের সেই অসংখ্য মায়ের কথা স্মরণ রাখব- যে সাদাসিধে মায়েরা সন্তানদের রক্ষা করার জন্য সিংহীর সাহস নিয়ে কঠিন পৃথিবীর মুখোমুখি হয়েছিলেন, বুক আগলে তাঁদের রক্ষা করেছিলেন?
আমি আজকে আমার নিজের মায়ের সাথে সাথে বাংলাদেশের এরকম অসংখ্য মা’র কাছে একটুখানি ভালোবাসা পৌঁছে দিতে চাই। একটুখানি শ্রদ্ধা পৌঁছে দিতে চাই।
- See more at: http://www.priyo.com/blog/2014/10/10/111955.html#sthash.Y4WcM30x.dpuf

No comments:

Post a Comment