Friday, October 24, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ [24.10.14]

1. রাজনীতি - দেশজুড়ে






2. অন্যায় অপরাধ্মুক্ত উন্নত চট্টগ্রাম জেলা গড়ে তোলায় অগ্রগতি


আমার নিজের জেলা চট্টগ্রামকে নতুন করে গড়ে তোলা হবে। 
বন্দর নগরী চট্টগ্রাম হবে একবিংশ শতাব্দীর সব সুযোগ সুবিধা সম্বলিত আধুনিক একটি নগর।



"চট্টগ্রামে নগর পরিচ্ছনতা অভিযানের অংশ হিসেবে ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন নগর পুলিশের (সিএমপি) উর্ধ্বতন কর্মকর্তা থেকে অধস্তনরা। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে সড়কে ময়লা পরিষ্কার করছে তারা। পুলিশের এই পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে নেতৃত্ব দিচ্ছেন সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল।
শুক্রবার সকাল ১০টা জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান।
সকাল সাড়ে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় দেড়ঘণ্টার এই অভিযানে প্রায় এক হাজার পুলিশ অংশ নেয় বলে জানিয়েছেন নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) মনি কুসুম দেওয়ান
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) মো. হাছান চৌধুরী বলেন, নগরবাসীর অভিযোগ, সড়কে পর্যাপ্ত ডাস্টবিন নেই যার কারণে তারা যেখানে সেখানে ময়লা ফেলতে বাধ্য হচ্ছেন। আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে পরবর্তী কোন বৈঠকে এ ব্যাপারে আলাপ করবো।"

 


3. Other News


No comments:

Post a Comment