দুর্নীতি
ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ
প্রতিষ্ঠার লক্ষ্যে
আমরা অনেকদূর এগিয়েছি।
নারায়ণগঞ্জের
গডফাদার আজমেরি
ওসমান,
নূর
হোসেনরা দেশ ছেড়ে
ভারতে পালিয়েছেন।
- খুনি কাউন্সিলর নূর হোসেনের অপরাধ সাম্রাজ্য বন্ধে অগ্রগতি
- খুনি কাউন্সিলর নূর হোসেন দ্রুত গ্রেপ্তার হোক
অসংখ্য খুন-অপরাধের হোতা নারায়ণগঞ্জ - ৪ আসনের সাংসদ শামীম ওসমানকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। পুরো ২০১৪ জুড়ে শামীম ওসমানের উপর কড়া নজরদারি ছিল। নূর হোসেনের সাথে তার টেলিফোনে কথোপকথনও প্রকাশিত হয়েছে।
সাবেক
মন্ত্রী লতিফ সিদ্দিকীর
বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জারি হয়েছে এবং তিনিও দেশ ছেড়ে
পালিয়েছেন।
এসব
অপরাধীদের যথাসময়ে দেশে ফিরিয়ে
এনে বিচারের মুখোমুখি করা
হবে।
ইয়াবা
গডফাদার
কক্সবাজার -
৪ আসনের
সাংসদ আব্দুর রহমান বদিকে
দুর্নীতির মামলায় গ্রেপ্তার
করা হয়েছিল এবং বদিকেও বিচারের
মুখোমুখি করা হবে।
অস্ত্র
মামলার আসামী ফেনী
-
২ আসনের
সাংসদ নিজামউদ্দিন হাজারী
- যিনি
অস্ত্র মামলায় সাজা কম খেটে
জেল থেকে বেরিয়ে এসেছেন -
তার সংসদ
সদস্যপদ বাতিলের প্রক্রিয়া
চলছে।
বিএনপি
নেতা সাবেক মন্ত্রী খন্দকার
মোশাররফ হোসেন অর্থ
পাচার মামলায় গ্রেপ্তার হয়ে
কারা অন্তরীণ আছেন।
"বিএনপির নীতি-নির্ধারকদের একজন ও সাবেক মন্ত্রী মোশাররফকে রাত সাড়ে ১০টার দিকে তার বাসা থেকে আটক করা হয়।
তার ছেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে পুলিশ ও দুদক কর্মকর্তারা এসে তার বাবাকে আটক করে নিয়ে যায়।
দুদকের মামলায় অভিযোগ করা হয়, ২০০১ থেকে ২০০৬ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচার করেছেন।
অনুসন্ধানে একটি অভিযোগের প্রমাণ পেয়ে মামলার পর বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আরো শতাধিক কোটি টাকা পাচারের তথ্য পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন।"
তারেকের
মামলার আইনজীবী
দেশ ছেড়ে মালেইশিয়া পালিয়েছেন।
সাবেক
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
আবদুল মান্নানসহ বেশ কয়েকজন
সাবেক মন্ত্রী ও সাংসদের
বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির
মামলা হয়েছে। অপরাধ প্রমাণিত
হলে তাদের বিচারের মুখোমুখি
করা হবে।- দেশের সন্ত্রাসীদের গডফাদার দুর্নীতিবাজদের ভয়াবহতার একটি চিত্র - ৪
- তারেকের মামলার বিচারক দেশ ছেড়ে মালয়েশিয়ায়
- আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২১/৮/১৪)
- দুই প্রতিমন্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা (banglanews24.com)
"জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মহাজোট সরকারেররাজনীতিবিদদের পাশাপাশি ব্যাংকিং সেক্টরে দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আবদুল মান্নান খান,
পানি সম্পদ প্রতিমন্ত্রী তালুকদার মাহবুবুর রহমান এবং
কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির
বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।"
দুর্নীতি
ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ
প্রতিষ্ঠা -
আমাদের
লক্ষ্য।
Related Links
"১৯৭১ সালে আমাদের ভূখণ্ডের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল ছিল ৩৯ আর ভারতের ছিল ৫০ বছর। আর এখন ভারতে ৬৬ বছর, বাংলাদেশে ৬৯।
নারীশিক্ষা, শিশুমৃত্যুর হার, জন্মহার, অপুষ্টির মতো সামাজিক সূচকগুলোতে একসময় যথেষ্ট পিছিয়ে থাকা বাংলাদেশ বদলে গেছে। তারপর এসব ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে যাওয়া বা তার অবস্থানের কাছাকাছি পৌঁছে যাওয়া নিশ্চয় বিস্ময়কর।
২০১২ সালের ৩ নভেম্বর ‘আউট অব দ্যা বাস্কেট’ নিবন্ধে ইকোনমিস্ট বলেছে, ‘কী করা যায়, সেটা দেখিয়ে দেওয়ার মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। কী করে উন্নয়নের মডেলে পরিণত হওয়া যায়, সেটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। যদিও তার অগ্রগতি রাজনীতির কারণে ভঙ্গুর রয়ে গেছে।’"
সিসিক
মেয়র আরিফুল হক চৌধুরীর বলেন, 'বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ আর তরুণ
সমাজের কথা মাথায় রেখেই সিলেটকে ওয়াইফাই শহর করার উদ্যোগ নেয়া হয়েছে। যুগের
সঙ্গে তাল মিলিয়ে সিলেটে সাইবার ভিলেজ স্থাপনের পরিকল্পনাও আমাদের রয়েছে। এ
ব্যাপারে বাংলাদেশ কম্পিউটার সমিতির সঙ্গেও আলোচনা চলছে। উপযুক্ত জায়গা
পেলেই সাইবার ভিলেজ স্থাপনের কাজ শুরু হবে।' - See more at:
http://www.priyo.com/2014/11/04/116715.html#sthash.3YYAiqZU.dpuf
"সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বলেন, 'বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ আর তরুণ সমাজের কথা মাথায় রেখেই সিলেটকে ওয়াইফাই শহর করার উদ্যোগ নেয়া হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সিলেটে সাইবার ভিলেজ স্থাপনের পরিকল্পনাও আমাদের রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ কম্পিউটার সমিতির সঙ্গেও আলোচনা চলছে। উপযুক্ত জায়গা পেলেই সাইবার ভিলেজ স্থাপনের কাজ শুরু হবে।'
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বলেন, 'বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ আর তরুণ সমাজের কথা মাথায় রেখেই সিলেটকে ওয়াইফাই শহর করার উদ্যোগ নেয়া হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে সিলেটে সাইবার ভিলেজ স্থাপনের পরিকল্পনাও আমাদের রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ কম্পিউটার সমিতির সঙ্গেও আলোচনা চলছে। উপযুক্ত জায়গা পেলেই সাইবার ভিলেজ স্থাপনের কাজ শুরু হবে।' - See more at: http://www.priyo.com/2014/11/04/116715.html#sthash.3YYAiqZU.dpuf
International Relations - Foreign Policy - Diplomacy
No comments:
Post a Comment