Monday, November 3, 2014

নাগরিক ঐক্যের আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ [03.11.14]


1.

নির্বাচন কমিশনে নিবন্ধিত দল - যাদের নিয়ে "নাগরিক ঐক্যজোট" ঘোষিত হবে এবং নাগরিক শক্তি আত্নপ্রকাশের দিন "নাগরিক শক্তি"তে একীভূত হবেঃ 
 
  1. বিকল্প ধারা বাংলাদেশ
  2. গণফোরাম
  3. লিবারেল ডেমোক্রেটিক পার্টি
  4. কৃষক শ্রমিক জনতা লীগ
  5. জাসদ (রব)
  6. বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ)
  7. প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (. কোরেশী)
  8. কমিউনিস্ট পার্টি (সিপিবি)
  9. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)
  10. সাম্যবাদী দল
  11. বাংলাদেশ কল্যাণ পার্টি
  12. জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)


অন্যান্য রাজনৈতিক দল:
  1. জাতীয় পার্টি (এরশাদ)
  2. ওয়ারকার্স পার্টি
  3. জাসদ (ইনু)
  4. জাতীয় পার্টি - জেপি (মঞ্জু)
  5. তরিকত ফেডারেশান
 

Links

2.
আমাদের দেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদদের কারণে আমদানি করা অনেক পণ্যের দাম বেশি পড়ে অথচ পণ্যমান নিম্নমানের (নকল পণ্য) হয়।
আমরা এই ব্যাপারটা দেখবো।
বিভিন্ন কম্পিউটারপণ্য যেমন - ল্যাপটপসহ বিভিন্ন পণ্যের মূল্যও হ্রাস পাবে এবং আমরা প্রত্যেক ব্র্যান্ডের (HP, Asus ইত্যাদি) প্রকৃত পণ্য (Registered Windows সহ) ব্যবহার করতে পারবো।
ল্যাপটপের দাম অনেকখানি কমে আসবে (৩ ভাগের ২ ভাগ বা অর্ধেকে নেমে আসবে) এবং সরাসরি HP, Asus ইত্যাদির পণ্য ব্যবহার করা যাবে।
দেশে এখন ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের নকল ব্র্যান্ড পণ্য প্রচলিত।
দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং তাদের দোসর ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে নিম্নমানের নকল পণ্য আমদানি করে দেশে প্রকৃত পণ্যের চেয়ে দেড়গুণ / দ্বিগুণ দামে বিক্রি করেন।


 

International Relations - Foreign Policy - Diplomacy


Bangladesh - Germany Relations
নয়াদিল্লিতে অনুষ্ঠিত সার্ক শিক্ষামন্ত্রীদের দ্বিতীয় সভায় সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আঞ্চলিক ক্যাম্পাস বাংলাদেশে স্থাপনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন সার্ক শিক্ষামন্ত্রীরা। - See more at: http://www.priyo.com/2014/11/03/116576.html#sthash.yHuv0Oou.dpuf


"নয়াদিল্লিতে অনুষ্ঠিত সার্ক শিক্ষামন্ত্রীদের দ্বিতীয় সভায় সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আঞ্চলিক ক্যাম্পাস বাংলাদেশে স্থাপনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন সার্ক শিক্ষামন্ত্রীরা।"
নয়াদিল্লিতে অনুষ্ঠিত সার্ক শিক্ষামন্ত্রীদের দ্বিতীয় সভায় সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আঞ্চলিক ক্যাম্পাস বাংলাদেশে স্থাপনের প্রস্তাবে সম্মতি দিয়েছেন সার্ক শিক্ষামন্ত্রীরা। - See more at: http://www.priyo.com/2014/11/03/116576.html#sthash.yHuv0Oou.dpuf




আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ 







"সমাবেশে বক্তব্য দেন উদীচীর সহসভাপতি চন্দন দাশ, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান, প্রমার সভাপতি রাশেদ হাসান, উদীচীর সাধারণ সম্পাদক সুনীল ধর প্রমুখ।"

No comments:

Post a Comment