1.
নির্বাচন কমিশনে নিবন্ধিত দল - যাদের নিয়ে "নাগরিক ঐক্যজোট" ঘোষিত হবে এবং নাগরিক শক্তি আত্নপ্রকাশের দিন "নাগরিক শক্তি"তে একীভূত হবেঃ
- বিকল্প ধারা বাংলাদেশ
- গণফোরাম
- লিবারেল ডেমোক্রেটিক পার্টি
- কৃষক শ্রমিক জনতা লীগ
- জাসদ (রব)
- বাংলাদেশ জাতীয় পার্টি (পার্থ)
- প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (ড. কোরেশী)
- কমিউনিস্ট পার্টি (সিপিবি)
- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)
- সাম্যবাদী দল
- বাংলাদেশ কল্যাণ পার্টি
- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)
- বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি - বাংলাদেশ ন্যাপ
"নাগরিক
ঐক্যজোট"
এর নেতৃত্বে
এবং সমন্বয়কারীর ভূমিকায়
থাকবে "নাগরিক
ঐক্য"।
সাথে
থাকবে গণজাগরণ
মঞ্চ।
অন্যান্য
রাজনৈতিক দল:
- জাতীয় পার্টি (এরশাদ)
- ওয়ারকার্স পার্টি
- জাসদ (ইনু)
- জাতীয় পার্টি - জেপি (মঞ্জু)
- বাংলাদেশ তরিকত ফেডারেশান
Link
2.
"শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের হাতে বৈশ্বিক উদ্যোক্তা পুরস্কার (গ্লোবাল ইন্ট্রেপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড-২০১৪ বা জিইএ) তুলে দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ও প্রিন্স আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ।"
International Relations - Foreign Policy - Diplomacy
- একদিন এশিয়ানরা ব্রিটেনকে নেতৃত্ব দেবে: ক্যামেরন
- David Cameron says he hopes to see an Asian PM in his lifetime (BBC)
Business and Economy
আলোচনা সভা - সমাবেশ - উদ্যোগ
"৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গণি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ৭ নভেম্বরের চেতনায় শপথ নিতে হবে।
একই সঙ্গে রাষ্ট্র বিরোধী ও আধিপত্যবাদী সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান ন্যাপ নেতারা।
সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে তারা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস, মানবাধিকার লঙ্ঘনের মধ্য দিয়ে সরকার দেশকে অনিশ্চিয়তা ও সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। একদলীয় বাকশালী চেতনার অধিকারী বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। "
No comments:
Post a Comment