Wednesday, April 30, 2014

The Secrets Of Happiness - 1

People aim for a goal.

When someone achieves it, he feels blissful - but only for a short period of time. The feeling of bliss fades with time. The achievement becomes normal. He forgets to feel happy for his current position. This makes people who are successful, and even a person of envy in the minds of a lot of people, actually be unhappy themselves.


But this is not ought to be the case. 


We can always go back in our minds to where we were. We can imagine life without some of the blessings, possessions, positions (even our spouse) we have and express gratitude and feel happy.



The secrets of happiness lay hidden in our minds! 

স্বপ্নের বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা (৩০.০৪.২০১৪)

আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সীমান্ত রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলো এবং সর্বোপরি সাধারণ জনগণ অন্যায় - অপরাধ - দুর্নীতি দূর করতে তাদের কার্যকারিতা দেখাচ্ছেন।  

এবার ব্যবসায়ী সমাজের পালা। 

ব্যবসায়ীরা আরও বেশি বেশি পণ্য ও সেবা উৎপাদন করবেন। নতুন নতুন পণ্য রপ্তানি করবেন। রপ্তানিতে প্রবৃদ্ধি আসবে। 

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাঁদাবাজদের আইনের আওতায় এনে ব্যবসায়ীদের কাজ সহজ করে দেবেন। 

চলমান অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭%+ দেখতে চাই। 

নাগরিক শক্তি ক্ষমতায় গিয়ে জিডিপি প্রবৃদ্ধির হারকে ১০%+ এ উন্নীত করবে।

"মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা - ২

"মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে এই কয়েকদিনে আমরা আরও অনেকটা এগিয়েছি।


"টেকনাফ সীমান্তে ইয়াবা সিন্ডিকেটে অভিযানের পর গোটা এলাকার দৃশ্যপট পাল্টে গেছে। এর ধাক্কা এসে লেগেছে স্থানীয় বাজারেও। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দরপতন শুরু হয়েছে। ইয়াবার ‘তরতাজা টাকায়’ সীমান্ত শহরটির হাটবাজার, দোকানপাটে প্রধান ক্রেতা ছিল তারাই। বাজারের মাছ-মাংস থেকে শুরু করে সব কিছুর দাম ছিল আকাশছোঁয়া। এই আকাশছোঁয়া দামের পণ্যের ক্রেতারা অভিযানের ভয়ে লাপাত্তা। মাত্র তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি ৩০০ টাকার দেশি মুরগি গতকাল মঙ্গলবার বিকেলে নেমে এসেছে ২০০ টাকায়। হাজার টাকার ইলিশ মাছের দামও নেমে এসেছে অর্ধেকে। এতে সীমান্তের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।"
সূত্র - ইয়াবা সাম্রাজ্যে পণ্যমূল্যে ধস নিখোঁজ দুজনের হদিস নেই



"রাতারাতি পাল্টে গেছে টেকনাফ সীমান্তের দৃশ্যপট। বৈধ-অবৈধ জমজমাট ব্যবসার চেনা দৃশ্যে আকস্মিক যেন ধস নেমেছে। রাতভর নাফ নদীর তীরের চোরাই নৌঘাটগুলোতে বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা লেনদেনের নিত্যদিনের সেই দৃশ্যপট চোখে পড়েনি। দামি মোটরসাইকেল নিয়ে ‘ইয়াবা তরুণ’দের ভোর থেকে রাত পর্যন্ত সীমান্ত জনপদজুড়ে ছোটাছুটির দেখাও মিলছে না। যেসব চিহ্নিত ব্যক্তি দিন-রাত ব্যস্ত সময় কাটাতেন মাদক পাচারে সেই ব্যক্তিদেরও দেখা যাচ্ছে না। গত দুদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারও বন্ধ রয়েছে বলে বিজিবি-১৭ ও বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়কদ্বয় নিশ্চিত করেছেন।"
সূত্র - কারবারিরা হাওয়া, টেকনাফ থমথমে



মাদক মুক্তির আরও খবর





"মাদকমুক্ত বাংলাদেশ"


"মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে আমরা অগ্রযাত্রা শুরু করেছি। এখন সমান্তরালভাবে আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে - মাদকসেবীদের পুনর্বাসন - যারা ভুল পথে গিয়েছিলেন, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।

Tuesday, April 29, 2014

বাংলাদেশের রাজনীতিতে গুনগত পরিবর্তনের গল্প - ৩

এপ্রিল-মে ২০১৩ তে প্রথম যখন আমরা নতুন একটা রাজনৈতিক দল নিয়ে কথা বলছিলাম তখন যারা শুনেছিল তাদের মাঝে কত আগ্রহ! 
  • নাগরিক সমাজের পাশাপাশি ব্যবসায়ী সমাজও দেশে অর্থনীতি ফোকাসড রাজনীতি সূচনার সম্ভাবনা দেখছিল।    
  • ১৬ কোটি মানুষকে এক করার ধারণাটা তখনকার! 
  • “হেফাজতে বাংলাদেশ চাই” [1] তখন লেখা হয়েছিল - এমন একটা রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশের সব মানুষের হেফাজত করবে।
  • যেসব রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতি নিয়ে হতাশায় ছিলেন - তারাও আশাবাদী হয়ে উঠেছিলেন। "এককেন্দ্রিক শাসনব্যস্থা আর নয়" [2] তখন লেখা হয়েছিল। 



অক্টোবর ২০১৩ থেকে ধীরে ধীরে আমরা আজকের পর্যায়ে আসি! আমার লেখাগুলোর মাধ্যমে আমাদের ভিশনটা ফুটে ওঠে।  
  • ডিসেম্বর ২০১৩ তে তরুণদের তুমুল আগ্রহ! ছোট বড় সবাই বাংলাদেশের আম আদমি চাইছে!
  • ২০১৪ তে আমরা আস্থা অর্জনের মত অনেক কিছু করেছি।  
    • মাদকমুক্ত বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা 
    • সন্ত্রাসীদের গডফাদারদের নির্যাতন কেন্দ্র বন্ধ করা  
    • সনাতনী সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ 
    • দুর্নীতিবিরোধী দৃঢ় অবস্থান। দুর্নীতিবাজদের জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা।
    • সবরকম অন্যায় অপরাধ অবিচার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান।    


কিন্তু সত্যি বলতে - আমাদের পুরো সম্ভাবনার কিছুই 
এখনও হয়নি! কিছুদিন পর নাগরিক শক্তি আত্মপ্রকাশ করবে আর তারপর পুরোপুরি শুরু হবে! 

সামনের দিনগুলোর কথা কল্পনা করি! 

যতই দিন যাবে - বাংলাদেশ পুরোটা ধীরে ধীরে নাগরিক শক্তি হয়ে উঠবে!


রেফরেন্স
  1. হেফাজতে বাংলাদেশ চাই
  2. এককেন্দ্রিক শাসনব্যস্থা আর নয়

Monday, April 28, 2014

Programming Languages I Am Learning - Focusing On

Programming Languages I Am Learning - Focusing On And The Reasons Behind Choice

  1. C/C++
    • Systems (Linux, Android, Chrome) Programming 
    • Efficiency. Memory manipulation. Complete control over the environment. 
  2. Go 
    • Systems, Concurrent and Networked Programming 
    • Static Typing
    • Faster compilation 
  3. Java 
    • Managed Code
    • Android Application Development
    • Open Source Libraries and Frameworks
  4. Scala 
    • A blend of all the features you ever saw in different languages! 
    • Tries to answer “So, if we want to let programmers implement this feature as language library rather than language syntax, what features do we need to introduce in the language?” 
      • Features: 
        • Actors Library 
        • Operators as Functions 
        • Flexible syntax (Prefix, Infix, Postfix mixing) 
      • Makes Scala DSL friendly and "scalable".
      • Makes the core language small (rest of the features are implemented in the library). Lisp Philosophy. 
    • What happens when you try to fuse OOP and Functional Programming on JVM? 
    • Static Typing and Terse syntax
    • Concurrent and Distributed Programming
  5. Clojure 
    • Lisp on JVM
    • Metaprogramming (Programmable Language) 
    • Functional Programming
    • Concurrent Programming
  6. Python 
    • Rapid Development
    • Open Source Libraries and Frameworks
  7. Ruby
    • Object Oriented, Dynamic, Scripting Language
    • Metaprogramming Facilities
    • Ruby on Rails
  8. JavaScript 
    • Web Front-end (with HTML5 & CSS)
    • Object-based Programming 
    • Node.JS
    • Statistical, Numerical Computing 
  9. Haskell
    • Purely Functional Programming
  10. Erlang
    • Fault-tolerant Real-time Parallel Distributed Computing
    • Modifiable without downtime

Current Preference
    If you need complete control over the environment, go down to C++. Otherwise, use Scala, Java. 

    Saturday, April 26, 2014

    প্রিন্সেসকে লেখা চিঠি - ১২

    নাগরিক শক্তির সামনের দিনগুলোর কথা ভাবলে দারুণ লাগে!

    কত কত মানুষ প্রাণ দিয়ে অপেক্ষা করছে!

    আমাদের মত তরুণরা, গ্রামে থাকা মানুষরা, শহরের নাগরিকরা - এত এতগুলো মানুষ সমস্ত আবেগ দিয়ে নাগরিক শক্তিকে ছড়িয়ে দেবে!

    আমি যখন ছোট ছিলাম, হৃদয় দিয়ে, আবেগ দিয়ে চাইতাম - বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসুক। এখন সেই আবেগটা এত এতগুলো মানুষের ভেতর!

    সবাই প্রাণ দিয়ে চাইছে!

    যারা নাগরিক শক্তি করবে তারা হৃদয় থেকে, ভালবাসা থেকে করবে। আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন দেশে একটা রাজনৈতিক দল এত মানুষের ভালবাসায় প্রতিষ্ঠিত হবে। 


    আমি নাগরিক শক্তির সম্ভাবনাকে ভোটারের সংখ্যা দিয়ে প্রকাশ করি। কিন্তু সংখ্যা মানুষের ভালবাসাকে ধারণ করতে পারে না।

    আমাদের দুই প্রধান দলের দিকে তাকাও। কয়জন মানুষ হৃদয় থেকে দুই দল করে? বিকল্প নেই বলে করতে বাধ্য - এই। যতটা দল করে তার চেয়ে বেশি করে অপর দলের প্রতি ঘৃণা থেকে। সমর্থন করলে অন্যায় কিছু সুবিধা পাওয়া যায়। 
    আর দুই দলের নেতারা যে কি করে বেড়ান - লুকিয়ে রাখতেন। এখন আমরা সব জানছি। 

    মানুষ হৃদয় থেকে দুই দলের একটাকে সমর্থন করবেই বা কেন? নেতারা কি আমাদের কথা ভাবেন? ভালবাসা পেতে চাইলে ভালবাসা দিতেও হয়।  

    রাজনীতি যে অন্য রকম হতে পারে, চমৎকার একটা ব্যাপার হতে পারে, জনগণের সমস্যাগুলো আন্তরিকভাবে সমাধান করতে পারে, সারা দেশের মানুষকে এক করতে পারে - আমাদের দেশের মানুষ ভুলেই গিয়েছিল! 

    ক্রিকেটে এক একটা সাফল্যে আমাদের আবেগের বহিঃপ্রকাশ দেখো না? নাগরিক শক্তির নেতৃত্বে বাংলাদেশের ১৬ কোটি মানুষের মাঝে ওরকম স্পিরিট গড়ে তোলা হবে। 

    যতই দিন যাবে - বাংলাদেশ পুরোটা ধীরে ধীরে নাগরিক শক্তি হয়ে উঠবে!

    আর কিছুদিনের অপেক্ষা!

    "যৌতুক প্রথামুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা

    একবিংশ শতাব্দীতে এসেও যৌতুকসহ বিভিন্ন কারণে দেশে নারী নির্যাতনের হার এখনও আশঙ্কাজনক পর্যায়ে। দেশে এখনও অহরহ বাল্যবিবাহ ঘটে।

    নিজেদের অধিকার প্রতিষ্ঠায় গ্রামে গ্রামে নারীদের মাঝে ঐক্য গড়ে উঠবে - এই লক্ষ্যে কাজ করার সময় এসেছে।

    নাগরিক শক্তি নারী অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা প্রত্যাশা করি, নারীরাই দায়িত্ব নিয়ে এগিয়ে আসবেন।

    আমরা কি পারি না, যেসব বৃদ্ধ বাবা অর্থাভাবে মেয়ের বিয়ে দিতে পারছেন না - তাদের চোখের অশ্রু মুছে পাশে গিয়ে দাঁড়াতে?

    যুবকরা কেন পিছিয়ে থাকবে? গ্রামের যেসব যুবক আড্ডা দিয়ে সময় কাটাত, তারা কি চাইলেই পারে না এক হয়ে নতুন নতুন উদ্যোগ নিয়ে সবার চোখে “হিরো” হয়ে উঠতে? পারে না যৌতুক, বাল্যবিবাহ এবং এসব থেকে উদ্ভূত বিভিন্ন সামাজিক সমস্যা, যেমন নারী নির্যাতন, এর বিরুদ্ধে সবাই মিলে অবস্থান নিতে? 

    "যৌতুক প্রথামুক্ত বাংলাদেশ" - এই লক্ষ্য নিয়ে এখনই কাজ শুরু হোক। নারীরা ঐক্যবদ্ধ হলে এক একটি ইস্যুতে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন। নাগরিক শক্তি এক্ষেত্রে সবরকম সহায়তা করবে।


    আজকের পত্রিকায় 

      "ময়মনসিংহে দুস্থ, অস্বচ্ছল ও গরিব পরিবারের ১০ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ।

      শনিবার সকালে মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের সালতা গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়।

      যৌতুকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবেই এ সংগঠনটি এ যৌতুকবিহীন বিয়ের আয়োজন করে। যৌতুকবিহীন এ বিয়ে পড়ান ওই সংগঠনের সভাপতি ও ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ।

      এদের মধ্যে লিলি নামের এক মেয়ের যৌতুকের অভাবে বিয়ে হচ্ছিল না। যৌতুকের কারণে দুই দফায় দু’টি ভালো সম্বন্ধ ছুটে যায়। এ কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন লিলি’র বাবা-মা, এমনকি লিলিও। যৌতুক ছাড়া বিয়ে হওয়ায় খুশি হয়েছেন লিলি ও তার বাবা-মা।

      শুধু লিলি একাই নয়, তার মতো দুস্থ, অস্বচ্ছল ও গরিব পরিবারের আরো ১০ কনে বিয়ের পিড়িতে বসেছে।

      ব্যতিক্রমী এ বিয়েতে অতিথির তালিকায় ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবুল মিয়া, স্থানীয় পৌর মেয়র আব্দুল হাই আকন্দ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন প্রমুখ।

      যৌতুকবিহীন বিয়ে উপলক্ষ্যে সালতা গ্রামে ছিল অন্য রকম আমেজ। পাঞ্জাবি আর টুপি পড়ে বর আর লাল বেনারশি পড়ে কনেদের বিয়ের আসরে আনা হয়।

      বিয়ের উপহার হিসেবে নতুন দম্পত্তিরা পেয়েছেন একটি করে ভ্যান ও সংসার সাজানোর যাবতীয় উপকরণ।

      বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের সভাপতি আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ বলেন, ‘আমাদের দেশে যৌতুক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। শুধুমাত্র যৌতুকের কারণেই অনেক অস্বচ্ছল পরিবারের মেয়েদের বিয়ে হয় না।

      এসব বিষয় মাথায় রেখেই দীর্ঘদিন যাবত আমরা কাজ করছি এবং যৌতুকবিহীন বিয়ের এ ধরণের উদ্যোগ সুষ্ঠুভাবে সম্পন্ন করছি।’

      নতুন জুটি রাশি আক্তার-মাসুদ, লাইলী খাতুন-ইসরাফিল ও রাজিয়া আক্তার লিপি-আশরাফুল ইসলাম যৌতুক বিহীন বিয়ের জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।"
    • ময়মনসিংহে ১০ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে


    বাংলাদেশের নারীরা

    স্বপ্নের বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা (২৬.০৪.২০১৪)

    বাংলাদেশ দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।


    প্রতিদিন নতুন নতুন ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রার খবর প্রকাশিত হচ্ছে। 

    আজকের (২৬.০৪.২০১৪) পত্রিকায় আমাদের অগ্রযাত্রার খবর



    অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশের পথে অগ্রযাত্রা 


    তথ্য প্রযুক্তিগত উৎকর্ষে উন্নত বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা 
    বাংলাদেশ তথ্য প্রযুক্তিগত উৎকর্ষে উন্নত বিশ্বের দেশগুলোর সাথে প্রতিযোগিতা করবে। 


    নারী অধিকার প্রতিষ্ঠা
    বাল্যবিবাহ রোধ, "যৌতুক প্রথামুক্ত বাংলাদেশ", নারী নির্যাতন রোধ, ইভটিজিং রোধ 




    অন্যায়-অপরাধ-দুর্নীতি-সন্ত্রাসমুক্ত বাংলাদেশ অভিমুখে অগ্রযাত্রা

    Friday, April 25, 2014

    Letter To Princess - 11

    Little Princess, 

    I just saw a Monopoly video game disc in my cousin's room. It reminded me that games are “designed” too. People who design games are called Game Designers.

    And then there are Designers who design colossal things - like a theme park (e.g., The Disney World).

    A lot of work that people do can be categorized as "Design" - some we do not usually notice.

    Design is not just aesthetics, not just beautifying things. Wherever human interaction is involved, the process of design can be applied. Designing human interactions with objects, technologies is called Interaction Design.

    Hey, did you know that the founder of the world-renowned MIT Media Lab [1] Nicholas Negroponte [2] is an Architect by education? 



    References

    U.S.: A 'Rising Star' Of Global Manufacturing

    "A new ranking of the competitiveness of the world's top 25 exporting countries says the United States is once again a "rising star" of global manufacturing thanks to falling domestic natural gas prices, rising worker productivity and a lack of upward wage pressure.

    The report, released on Friday by the Boston Consulting Group (BCG,) found that while China remains the world's No. 1 country in terms of manufacturing competitiveness, its position is "under pressure" as a result of rising labor and transportation costs and lagging productivity growth.

    The United States, meanwhile, which has lost nearly 7.5 million industrial jobs since employment in the sector peaked in 1979 as manufacturers shipped production to low-cost countries, is now No. 2 in terms of overall competitiveness, BCG said.

    The biggest factor driving the U.S. rebound, according to BCG: cheap natural gas prices, which have tumbled 50 percent over the last decade as a result of the shale gas revolution.

    Also contributing to the country's attractiveness, according to BCG, is "stable wage growth" - a euphemism for the fact that, in inflation-adjusted terms, industrial wages here are lower today than they were in the 1960s even though worker productivity has doubled over the same period of time.

    "Overall costs in the U.S.," the report's authors write, "are 10 to 25 percent lower than those of the world's ten leading goods-exporting nations other than China" and on par with Eastern Europe. [1]

    Here is BCG's ranking of the world's Top 10 countries in terms of manufacturing competitiveness:

    1. China

    2. United States

    3. South Korea

    4. United Kingdom

    5. Japan

    6. Netherlands

    7. Germany

    8. Italy

    9. Belgium

    10. France


    Previous Posts
    References

    Thursday, April 24, 2014

    জনতার ঐক্যের শক্তির মাধ্যমে অন্যায় এবং অন্যায়কারীকে রুখে দাঁড়ানো - ৩

    সত্যসন্ধানী সাংবাদিকদের পেটানোর দায়ে অভিযুক্ত অসভ্য ব্যক্তিদের পরিচয় উন্মোচিত হোক


    সাংবাদিকরা জনগণের বৃহত্তর কল্যাণের স্বার্থে সত্য অনুসন্ধান এবং প্রকাশ করেন। তারা পদাধারী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করেন। এতে কোন অপরাধীর অপরাধ উন্মোচিত হওয়ার দায়ে সাংবাদিক পেটানোর মত ঘটনা ঘটান কিছু অসভ্য বর্বর অপরাধী।

    এখন থেকে সাংবাদিকদের উপর হাত তোলার দুঃসাহস কেউ দেখালে সেই অসভ্য বর্বর ব্যক্তিদের পরিচয় সারা পৃথিবীর সামনে উন্মোচিত করা হবে এবং সময় এলে আইনের মুখোমুখি করা হবে।

    সারা দেশের সাংবাদিকরা এই ইস্যুতে ঐক্যবদ্ধ হবেন।    



    "হাসপাতালে কোন রোগী মারা গেলে বা গুরুতর আহত হলে সাংবাদিকেরা সংবাদ ও ছবি সংগ্রহ করবে এটাই স্বাভাবিক। সেখানে দায়িত্বরত চিকিৎসকদের অবহেলার বিষয়টি ধামাচাপা দিতে সাংবাদিকদের পেটানো কোন সভ্য মানুষের কাজ নয়। 


    রাজশাহী মেডিকেল কলেজে সাংবাদিকদের ওপর ডাক্তারদের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

    বক্তারা বলেন, ডাক্তারি একটি মহৎ পেশা। রোগীদের ভালোমন্দ তাদের ওপর নির্ভর করে। অথচ কথায় কথায় তারা যদি আইনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ধর্মঘট বা কর্মবিরতি পালন করেন তাহলে অসুস্থ ও আহত মানুষদের কি পরিণতি হবে। শুধু তাই নয়, আদালত থেকেও কোন আদেশ হলে সংশ্লিষ্ট ডাক্তাররা ধর্মঘট বা কর্মবিরতি পালন করে প্রশাসনের বিরুদ্ধে দুঃসাহস দেখান।

    তারা আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকার মিডফোর্ড হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্ন ডাক্তারদের সাংবাদিক নির্যাতন, নিপীড়নের ঘটনা শুধু অমানবিকই নয়, বর্বরোচিত সন্ত্রাসী হামলাও বটে। সাংবাদিকের দ্রুত সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ ঘটনার সঙ্গে জড়িত চিকিৎসক নামধারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

    সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিনুর রশিদ সাইনের পরিচালনায় মানববন্ধনে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।" 




    আরও 

    Wednesday, April 23, 2014

    শিল্পের মালিকরা যখন কর্মীদের নিয়ে জয়ী হন

    "Western Marine workers were trained to use the protective gear. Notices in English and Bangla, and pictorial signs for illiterate workers, were put up throughout the shipyard. At first, some workers didn’t want to wear hard hats, boots and goggles in Chittagong’s hot climate. But those who didn’t follow rules received verbal warnings, got further training and were even fined or fired. Western Marine also gave bonuses to workers who used proper safety gear. Strict enforcement at the shipyard had almost immediate results. Over the next 15 months, Western Marine dramatically reduced its injury rate by 99 percent, to 10 a month by June 2012, from 1,000.

    Western Marine had not intended to seek international certification but ended up doing so since it was using those guidelines anyway. By August 2012, the shipyard was awarded the world’s most reputable occupational health and safety management standard, OHSAS 18001. It also received ISO 14001, the internationally recognized standard for environment management. It was the only shipyard and one of few companies in Bangladesh to have both certificates. Western Marine says the certifications have led to new ship orders from New Zealand, Tanzania and Kenya.

    During the 40-month partnership between Western Marine and GIZ, the shipbuilder paid 250,000 euros of the cost of equipment and implementing safety programs while the German aid agency contributed 265,000 euros. It was a significant amount of money for Western Marine, but the company found that treatment costs for workers at its clinic dropped from 15,000 euros a year in 2010 to only 341 euros in 2012. Workers were far more productive in general. There was also a strong business case for the OHSAS and ISO certifications, since they are increasingly required for eligibility to bid on international shipping contracts." [1]



    নাগরিক শক্তির অর্থনৈতিক দর্শন

    নাগরিক শক্তির অর্থনৈতিক দর্শনের মূলে রয়েছে দুটি বিষয়

    • প্রত্যেকটি মানুষের মাঝে বিপুল শক্তি লুকিয়ে আছে। এই শক্তি জাগ্রত হয় এমন ব্যবস্থা চালু করতে হবে। 
    • Win-win, Non-zero sum games. এমন ব্যবস্থা যেখানে সব পক্ষই জিতবে। 

    সমাজতান্ত্রিকরা মনে করেন, পুঁজিবাদের বিকাশ ঘটলে পুঁজিবাদীরা শ্রমিক শ্রেণী থেকে লুট করে ধনী হন। কিন্তু আমরা বিশ্বাস করি, এমন পদ্ধতি চালু করা সম্ভব যেখানে সব পক্ষ সর্বোচ্চ লাভবান হবে, সব পক্ষই জিতবে। পুঁজিবাদের বিকাশ ঘটলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। শিল্পের মালিকরা শ্রমিকদের স্বাস্থ্য ভাল রাখতে ব্যবস্থা নিলে, কারখানার পরিবেশ উন্নত করলে অধিকতর উৎপাদনশীলতা থেকে মালিকরা লাভবান হন। শ্রমিকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটলে তারা শিল্প পণ্য আরও বেশি কেনেন। এভাবে শিল্পের বিকাশ ত্বরান্বিত হয়। [2]

    Western Marine এর ক্ষেত্রে আমরা দেখেছি, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত, স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার পর কর্মীদের উৎপাদনশীলতা বেড়েছে। স্বাস্থ্য খরচ কমে এসেছে। আগে যেখানে প্রায় ৩৫০০ কর্মীর মাঝে ১০০০ জন প্রতিমাসে আহত হয়ে উৎপাদনশীলতা কমিয়ে দিতেন সেখানে এসেছে বিশাল পরিবর্তন। নিরাপত্তা - স্বাস্থ্য বিষয়ক বিদেশী সারটিফিকেশান পাওয়ার পর নতুন নতুন দেশ থেকে অর্ডার আসছে।

    এটা Win-win, Positive-sum game এর একটা উদাহরণ - এমন ব্যবস্থা যেখানে সব পক্ষই জিতবে। 


    "Bangladesh is the second largest maker of “ready-made garments” after China. The industry helped annual economic growth reach 6 percent in recent years; garments represent more than 80 percent of the country’s exports. Bangladesh’s garment factories employ about 3.8 million people, most of whom are women.

    These steady factory jobs have raised incomes and help lift millions out of abject poverty. Development and public health experts acknowledge that this employment helped Bangladesh dramatically improve child and maternal health. Indeed, it is one of only eight countries to have reduced deaths of children below age five by at least two-thirds since 1990 in accordance with the United Nations’ Millennium Development Goals.
    Improving garment factories is imperative for Bangladesh.

    Change can happen in Bangladesh. It has before. The country, for instance, has a surprisingly effective cyclone warning system that relies on village volunteers. This simple, grass-roots system has been credited with saving tens of thousands of lives during violent storms. [3]

    Safety standards can be upheld if they’re taken seriously enough, as they have been in Bangladesh’s oil and gas industry." [1]


    References

    My Articles on Positive-Sum Games

    Tuesday, April 22, 2014

    Basic Element Of Novel Computing Hardware

    Basic Element Of Novel Computing Hardware

    The main requirement for the basic element of novel computing hardware is a physical element that we can make work as an operator (special case: binary operator) that takes 2 or more inputs and produces consistent output according to the laws it follows. 


    One specialization for the theoretical foundation is Boolean Algebra [1]. But there is no requirement for the operators to accept values only of 2 types, as Boolean Algebra does. The only requirement is consistency.  

    For example, Transistor, which acts as the basic element of current-generation computers, acts as a binary operator with its three terminals.

    Whatever the hardware 
    • Molecular
      • DNA or otherwise
    • Optical
    • Quantum
    • Nanotube 
    the basic element from which the computer is built, has to act as an operator.

    Now, there are of course other requirements
    • One is that the operator, implemented as a physical element, has to work really fast; faster than the switching time of current generation transistors. Otherwise, why would we leave silicon-based transistors behind? 
    • And the element has to be really small. Otherwise, how would you pack billions of elements required to build the computer in a small space? 

    We need new elements as basic computer elements and new Architecture for Computers to keep Moore's Law [2] in effect. 

    So, what's your guess for the post-Silicon era? 



    References

    Who Is A Leader


    Who Is A Leader
    • Leadership => Influence.
      • The success of a leader is measured by the amount of influence he / she has.
      • If people knew this, everyone would want to become a leader.
      • Someone in position, who is not able to organize, motivate people to achieve some goal has less influence than someone not in position, but still able to organize, motivate people towards some goal. The person mentioned later has more influence and is more powerful as a leader.
      • Someone who can set new trends, change culture is a leader.  
    • What I have learned is having 
      1. a wide range of interests 
      2. in-depth understanding of human psyche
      • helps a leader. These qualities help him understand people (their needs, values) from different walks of life. 
    • One needs different characteristics to have influence. Think from people’s perspective. Who would you follow? 
      1. Someone with a clear vision and practical means to get there
      2. Someone full of confidence that he can make things happen, turn vision into reality
      3. Someone with knowledge, experience, track record which proves he would be able to deliver
      4. Someone with a strong network that makes him capable of making things happen
      5. Someone you can trust
      6. Someone who is a great communicator, who paints pictures with words and touches your emotions
      7. Someone who cares for others (You certainly wouldn't follow someone who cares only for himself / herself)  
      8. Someone having magnetic, charismatic personality, so people naturally gravitate towards him / her. 

    আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২২.৪.১৪)

    আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২২.৪.১৪)
    • পাহাড়ে শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা 
      • অনেক কাজ বাকি রয়ে গেছে।  
    • সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের, সচিবালয়ের কাজে সমন্বয় - এক একটা লক্ষ্য বাস্তবায়নে। রপ্তানি বাড়ানোর জন্য কূটনৈতিক উপস্থিতি জোরদার। 
    • বাংলায় লেখা সেরা সাহিত্য, নন ফিকশন ইংরেজিতে অনুবাদের উদ্যোগ নেওয়া। 
    • "মাদকমুক্ত বাংলাদেশ" গড়তে আমাদের আইন শৃঙ্খলা এবং সীমান্ত রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। বুদ্ধিতে অপরাধীকে হারিয়ে দিয়ে হবে! গাছের গুঁড়ির পর এবার সুপাড়ির খোসায় ইয়াবা পাওয়া যাচ্ছে।  
    • প্রশাসনে সরকারি দলের অনুগত নেতাকর্মীদের পদোন্নতি দিয়ে, মেধাবী-যোগ্যদের বঞ্চিত করে আমাদের সরকারগুলো প্রশাসনকে দুর্বল করে দিচ্ছে। মেধাবী-যোগ্যদের মূল্যায়ন না হলে মানুষ যোগ্যতা অর্জনের চেয়ে দুর্নীতির দিকে বেশি মনোযোগ দেয়।   
    • পরিবহণ 
      • ঢাকার যানবাহন সমস্যার সৃজনশীল এবং সামগ্রিক সমাধান একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ - নাগরিক শক্তি ক্ষমতায় গিয়ে এই সমস্যাটির কার্যকর সমাধানকে অগ্রাধিকার দেবে। 
      • সিএনজি চালকদের মিটারের পরিবর্তে নিজের ইচ্ছামত ভাড়া দাবির বিরুদ্ধে কঠোর হতে হবে। 
      • যানবাহন রেজিস্ট্রেশান নিশ্চিত করা (সরকারের ট্যাক্স হাতছাড়া হয়ে যাচ্ছে), যান চালকদের লাইসেন্স চেক করা - এসবে নজর দেওয়া জরুরি। 

    Monday, April 21, 2014

    আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২১.৪.১৪)

    আজকের উপলব্ধিতে বাংলাদেশ (২১.৪.১৪)


    • নতুন শিল্পের বিকাশের মাধ্যমে চাহিদা তৈরি হলে যোগানের জন্য নতুন নতুন পণ্য উৎপাদিত হবে। একটা শিল্প এভাবে কয়েকটা শিল্পের বিকাশকে উৎসাহিত করতে পারে। দেশে মোটরগাড়ি শিল্প প্রতিষ্ঠিত হলে মোটরগাড়ির যন্ত্রাংশ উৎপাদনের নতুন শিল্প প্রতিষ্ঠিত হবে। আবার মোটরগাড়ির জন্য মোটর উৎপাদনের নতুন শিল্প প্রতিষ্ঠিত হলে মোটর দিয়ে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠিত হবে। এভাবে একটা শিল্প কয়েকটা শিল্পের বিকাশকে উৎসাহিত করতে পারে। 
    • বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার্থী আশঙ্কাজনক ভাবে কমছে। মাধ্যমিক - ২২%, উচ্চ মাধ্যমিক - ১৭%, সরকারি বিশ্ববিদ্যালয় - ১১%। 
    • মধ্যপ্রাচ্যে গিয়ে যে অর্থ উপার্জন করা যায়, শিক্ষিত হলে ফ্রিলান্সিং করে ঘরে বসে তার চেয়ে বেশি অর্থ উপার্জন করা যায়। 

    Learning Everything There Is To Know In A Subject Area

    Learning Everything There Is To Know In A Subject Area
    I learn by thinking.
    I employ Logic and Mathematics.
    I find patterns.

    সম্ভাবনার বাংলাদেশ

    Largest Human Flag



    সম্ভাবনার দেশ বাংলাদেশ

    • দ্রুততম সময়ে 160 Million+ মানুষের একটা দেশে একটা রাজনৈতিক দলের ৮০%+ মানুষের সমর্থন লাভ
    • দ্রুততম সময় সবরকম অপরাধ-দুর্নীতি একেবারে নামিয়ে আনা 
    • দ্রুততম সময়ে জিডিপি প্রবৃদ্ধি হারে (GDP growth rate) বিশাল উন্নতি (৬% থেকে ১০%+)
    • মাথাপিছু আয়ের দিক দিয়ে ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোকে ছাড়িয়ে যাওয়া 

    - বাংলাদেশের জন্য সবই সম্ভব।



    • পৃথিবীর সবচেয়ে বড় এনজিও (NGO) বাংলাদেশের ব্র্যাক (BRAC)। [1]
    • সারা বিশ্বে ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার ধারণা ছড়িয়ে দেওয়ার পথিকৃৎ নোবেল পুরস্কার জয়ী প্রফেসর ডঃ মুহম্মদ ইউনুসের দেশ বাংলাদেশ। [2]
    • ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশ বাংলাদেশ। [3]


    • একসাথে সবচেয়ে বেশি মানুষের জাতীয় সঙ্গীত গাওয়া [4] 
    • বিশ্বের বৃহত্তম মানব পতাকা [5] 
    - Guinness Book Of World Records এ এমন সব বিশ্বরেকর্ড গত ৫ মাসে আমরা অর্জন করেছি। 


    বাংলাদেশের এখন এগিয়ে যাওয়ার সময়। বাংলাদেশীদের এখন এক এক ক্ষেত্রে পৃথিবীর চূড়ায় আরোহণ করার সময়। 

    নেক্সট ইলেভেনে থাকা ১১টি দেশের একটি বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে - এমন সম্ভাবনা আমাদের হাতছানি দিয়ে ডাকছে। 

    এগিয়ে চলো বাংলাদেশ। 


    রেফরেন্স
    আমাদের এগিয়ে যাওয়ার খবর 

    Sunday, April 20, 2014

    Coming Up With Ideas For The Next Big Mobile App By Solving Real-World Problems

    Mobile (iPhone / Android / Windows) Apps can be utilized to solve communication problems.
    • Suppose two persons, A and B, share the same route to work each day. We can develop an app that helps them connect and share a car. 
    • Or we can develop an app that connects used textbook sellers and textbook buyers (bit like Chegg [1]). 

    So if a group of people share a common interest or can be connected to solve a problem (but they are not friends on Facebook or not in one anothers' contact list and not aware that they share the problem), then we can design apps that connect them and solve the problem.

    Your app has to solve a narrowly focused problem and solve it well.


    Uber, Airbnb follow the “Finance” Model.

    Some people have excess of some resource and others need that resource. So the resource is being transferred from the provider to the needy “for efficiency” “on some conditions”.

     

    In Finance, it’s transfer of money, through Banks, Bonds and Stocks.

    Some people have excess of money that they don’t know how to make best use of. Others need money to bring a product to market or buy a house. So, Banks collect money from people who have excess of it, and lend it to borrowers who need it.

    • Uber [2] - transfer of ride space.
    • Airbnb [3] - transfer of house space.

    So what are your ideas for the “Next Big Smart Phone App” that really solve real world problems?



    Successful Apps

    Saturday, April 19, 2014

    এগিয়ে যাচ্ছে বাংলাদেশ (১৯.০৪.২০১৪)

    বাংলাদেশ দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।

    প্রতিদিন নতুন নতুন ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রার খবর প্রকাশিত হচ্ছে। 

    আজকের (১৯.০৪.২০১৪) পত্রিকায় আমাদের অগ্রযাত্রার খবর


    "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা 


    নারী অধিকার প্রতিষ্ঠা
    বাল্যবিবাহ রোধ, "যৌতুক প্রথামুক্ত বাংলাদেশ", নারী নির্যাতন রোধ 

    তরুণ প্রজন্মের আধুনিক দৃষ্টিভঙ্গি

    আমাদের তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে একইসাথে আধুনিকতা এবং আপন শেকড়, ঐতিহ্যকে ধারণ করা - এই দুইয়ের প্রশংসনীয় সংমিশ্রণ লক্ষ্য করার মত।

    ওরা আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে। চলাফেরা, দৃষ্টিভঙ্গিতে ওরা আধুনিক। আধুনিক জ্ঞান - বিজ্ঞানে ওদের দখল।

    একইসাথে ওরা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ের গভীরে ধারণ করে। প্রাণের টানে শাহবাগে ছুটে যায়। ক্রিকেটে ম্যাচ জেতার পর ওরা লাল-সবুজ পতাকা হাতে বেড়িয়ে পড়ে।


    শুধুমাত্র তরুণ ভলান্টিয়ারদের মাধ্যমেই সারা দেশে গণিত উৎসবের মত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে। রানা প্লাজা ধ্বসে ক্ষতিগ্রস্থদের দিকে ওরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। নির্বাচনোত্তর হামলায় ক্ষতিগ্রস্থ সনাতনী সম্প্রদায়ের পাশে গিয়ে দাঁড়ায়। দলবেঁধে কাজ করাতেই ওদের আনন্দ।



    আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে, আমাদের কারও কারও মাঝে নাকি ভারত প্রীতি দেখা যায়। আবার কারও কারও মাঝে পাকিস্তান প্রীতি দেখা যায়।

    তাই তরুণ প্রজন্মের কেউ কেউ ভাবে, ভারত - পাকিস্তানকে যে যত ঘৃণা করতে পারবে সে তত খাঁটি দেশপ্রেমিক!

    কিন্তু একটা দেশের সব মানুষকে ঘৃণা করার ব্যাপারটা আসলে হাস্যকর!

    আমাদের নেতাদের অনেকে তো আমাদের সাথে অন্যায় করেন। আমাদের কোন নেত্রী যদি পার্শ্ববর্তী কোন দেশের উপর অন্যায় করেন, আর তাতে যদি সেই দেশের মানুষরা আমাদের সবাইকে ঘৃণা করা শুরু করে, আমাদের দেশের যাদের আমরা সম্মান করি তাদেরও - ব্যাপারটা নিশ্চয় ঠিক হবে না। 


    ভারত পাকিস্তান বা পৃথিবীর কোন দেশকে আমরা ঘৃণা করবো না। '৭১ এ যারা গণহত্যা চালিয়েছিলেন আমরা তাদের ঘৃণা করবো। সীমান্তে যারা আমাদের ভাই বোনদের হত্যা করেন, নির্যাতন চালান, আমরা তাদের ঘৃণা করবো।

    আমরা ভারত পাকিস্তানের সাথে দেশ হিসেবে প্রতিযোগিতা করবো। প্রতিটা ক্ষেত্রে যত দ্রুত সম্ভব তাদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবো। '৭১ এ যারা মানবতাবিরধী অপরাধ চালিয়েছিলেন আমরা তাদের বিচার নিশ্চিত করবো। পৃথিবীর কোন দেশ আমাদের উপর অন্যায় করলে আমরা দৃঢ়তার সাথে প্রতিবাদ করবো

    দেশের জন্য কাজ করার মাধ্যমে আমরা আমাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটাবো।

    আমাদের নতুন প্রজন্মের তরুণরা যুক্তরাষ্ট্র - ইউরোপের তরুণ, শিক্ষাবিদ, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদদের সাথে যোগাযোগের মাধ্যমে নিজেদের অনেক অনেক উপরে নিয়ে যাবেন।

    আর এরাই তো গড়ে তুলবে আমাদের আরাধ্যের স্বপ্নের বাংলাদেশ।



    আজকের পত্রিকার সংবাদ

    আজকের পত্রিকার সংবাদে আমরা দেখেছি

    "পাকিস্তানের জিও টেলিভিশনের নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় উপস্থাপক হামিদ মীর অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন।

    ১৯৭১ সালে ২৫ মার্চের রাতের গণহত্যার ভয়াবহতা সচক্ষে দেখতে একদল শিক্ষার্থী নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে ছুটে আসেন প্রয়াত অধ্যাপক ও সাংবাদিক ওয়ারিস মীর। নির্মমতার চিত্র দেখে ক্ষুব্ধ সাংবাদিক ওয়ারিস তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেন দৈনিক জং পত্রিকায়।

    বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখার জন্য ওয়ারিসকে সম্প্রতি সম্মাননা জানায় বাংলাদেশ সরকার। সেই ওয়ারিস মীরেরই সন্তান হামিদ মীর।"

    হামিদ মীর গুলিবিদ্ধ

    Friday, April 18, 2014

    বন্ধ হোক দেশে প্রশ্নপত্র ফাঁসের ঘৃণ্য অপরাধ

    প্রশ্নপত্র ফাঁস করে অযোগ্য ব্যক্তিদের সুযোগ করে দেওয়ার মাধ্যমে দেশের যোগ্য, মেধাবীরা বঞ্চিত হচ্ছেন।

    মেধাবী, যোগ্যদের মূল্যায়ন না হলে আমাদের দেশ মেধাশুন্য হয়ে যাবে।

    ইতিপূর্বে মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষার মত গুরুত্বপূর্ণ পরীক্ষায় লাখ লাখ টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আমাদের কাছে এসেছে। একজন ছাত্র বা ছাত্রী স্কুল কলেজে ১২ বছর পড়াশোনা করে প্রস্তুতি নেয় মেডিক্যাল কলেজে ভর্তির জন্য। তাদের এবং তাদের পরিবারের সারা জীবনের স্বপ্নকে দুর্নীতির মাধ্যমে রুদ্ধ করার অধিকার কারও নেই।

    প্রশ্নপত্র ফাসেঁর দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

    লালমনিরহাটে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাসেঁর অভিযোগে ঘৃণ্য অপরাধীদের আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের অভিনন্দন। 


    সারা দেশে শুরু হোক গোয়েন্দা নজরদারি। বন্ধ হোক দেশে এই ঘৃণ্য অপরাধ।

    "লালমনিরহাটে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাসেঁর অভিযোগে আটককৃতরা হচ্ছেন- প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের এপিএস আবু বকর সিদ্দিক শ্যামলের ভগ্নিপতি সাফি, পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি দেবাশিষ, বড়খাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান হাবিব লাভলু ও পরীক্ষার্থী শারমিন আফরোজ। আটককৃতদের কাছ থেকে ২৩টি মোবাইল সেট ও পরীক্ষার প্রশ্নপত্র উদ্ধার করা হয়েছে।

    এসব ঘৃণ্য অপরাধীদের আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলা শহরে দোয়েল নামে একটি আবাসিক হোটেলের কয়েকটি রুমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।" [1]

    প্রশ্নপত্র ফাঁস নিয়ে আরও খবর




    "মেয়েটি বলল, আমরা এতো কষ্ট করে পড়াশোনা করি আর কিছু মানুষ বাজার থেকে প্রশ্ন কিনে এনে পরীক্ষা দেয়, পরীক্ষায় ভালো করে, ভালো জায়গায় সুযোগ পায়। তাহলে এটাই কী নিয়ম- এই দেশটা দুর্বৃত্তদের? আমরা কিছু না?
    মেয়েটি বলল, ‘আমার কাছে যে প্রশ্ন আছে আমি আপনাকে এখনই পাঠিয়ে দিই। দু’দিন পর পরীক্ষা হয়ে গেলে আপনি মিলিয়ে নেবেন।’ আমি বললাম, ‘ঠিক আছে।’ মেয়েটি সাথে সাথে আমাকে হাতে লেখা কিছু প্রশ্ন পাঠিয়ে দিল।"



    "এই দেশের ছেলেমেয়েরা লেখাপড়া করে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, আমরা সেটা নিয়ে কতো স্বপ্ন দেখি। আমাদের ছেলেমেয়েরা এই স্বপ্নকে ধারণ করে, লেখাপড়া করে, তারপর দেখা যায়- এই দেশের সরকার একটা পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা দিতে পারে না!" 


    সূত্র - কেউ কি আমাকে বলবেন? - প্রফেসর মুহম্মদ জাফর ইকবাল

    রেফরেন্স

    বাংলাদেশের তরুণদের পাশে যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্র সরকার সবসময় বাংলাদেশের তরুণদের পাশে থাকবে। 

    এর অংশ হিসেবে গ্রান্ট ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশের তরুণরা এবং নাগরিক সমাজের সদস্যরা দ্রুত উদ্ভাবনী প্রকল্প প্রস্তাব করে গ্রান্ট জিতে নেবেন এবং স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন।    


    "বাংলাদেশে তরুণ নেতৃত্বের ক্ষমতায়ন ও সুশীল সমাজের উন্নয়নে বাজেট নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্র। এই খাতে কাজ করতে বেসরকারি সংগঠনগুলোর কাছ থেকে প্রকল্প বা কর্মসূচি প্রস্তাব চেয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়সহ গণতন্ত্র, মানবাধিকার বিষয়ক ব্যুরো।

    বাংলাদেশে দুটি পৃথক প্রকল্পে ৬ লাখ মার্কিন ডলার দেওয়ার কথা জানিয়েছে দেশটি।

    বাংলাদেশের সিভিল সোসাইটিকে শক্তিশালী করার লক্ষ্যে প্রজেক্টে বাজেট ধরা হয়েছে ৩ লাখ ডলার। এছাড়া তরুণ নেতৃত্ব’র ক্ষমতায়নে বাজেট ধরা হয়েছে আরো ৩ লাখ ডলার।

    বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক সরকারি নোটে ‘বাংলাদেশে শান্তিপূর্ণ নাগরিক অংশীদারিত্ব বাড়ানোর’ লক্ষ্যে আগ্রহীদের প্রকল্প প্রস্তাব, ধারণাপত্র ও প্রকল্প ব্যবস্থাপনা উল্লেখ করে আবেদন করার আহবান জানানো হয়েছে।

    সুশীল সমাজ ও সংগঠনগুলোকে আরো শক্তিশালী করতে নজরদারি, জবাবদিহিতা এবং বৃহত্তর পরিসরে অহিংস পন্থায় পর্যবেক্ষণের উদ্যোগের কর্মসূচি সম্বলিত আবেদন চাওয়া হয়েছে ব্যুরো’র পক্ষ থেকে।

    প্রস্তাবের ব্যাখ্যায় বলা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক ইস্যুতে কমিউনিটিকে এগিয়ে যেতে সমর্থনের উদ্যোগে নেতৃত্ব দিতে এবং সিভিল সোসাইটির সভা সমাবেশ করার সক্ষমতা তৈরি করতে হবে এ প্রকল্পের মাধ্যমে।

    তবে প্রজেক্ট প্রস্তাবনায় একই ধরনের সিভিল সোসাইটির পরস্পরের মধ্যে কোয়ালিশন গঠন করে কো-অর্ডিনেশন এবং বিভিন্ন ‘সামাজিক প্লাটফর্মে’ বা বহুমাত্রিক মাধ্যমে গণসচেতনতা তৈরিতে প্রচারণার বিষয়টিও অন্তর্ভুক্ত করা যেতে পারে।

    বলা হয়েছে, প্রতিযোগিতামূলক প্রস্তাবনা রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নির্দিষ্ট কার্যক্ষেত্রের যৌক্তিকতা তুলে ধরবে। অংশগ্রহণকারী গ্রুপগুলোর মধ্যে বহুমাত্রিকতা নিশ্চিত করবে। এক্ষেত্রে আগে থেকেই উদ্যোগের ভিত্তি থাকবে এবং প্রযুক্তিগতভাবে ইনোভেটিভ বা উদ্ভাবনী ক্ষমতা’র অধিকারী হবে।

    এ কর্মসূচির জন্য তরুণদের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩০ বছর।

    বলা হয়েছে, প্রতিযোগিতামূলক প্রস্তাবনা সংশ্লিষ্ট সংস্কৃতিক কনটেক্সট বা প্রেক্ষিত, নির্দিষ্ট কার্যক্ষেত্রের যৌক্তিকতা তুলে ধরবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে ধর্ম ও লিঙ্গভেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। প্রতিটি কর্মসূচির ক্ষেত্রেই ন্যূনতম ১৫ মাস সময়সীমা নির্ধারিত প্রস্তাবনাকে অধিকতর গুরুত্ব দেওয়া হবে।

    এ বিষয়ে আবেদনের জন্য আবেদনকারীদের ব্যবহারিক নাম ও পাসওয়ার্ড পেতে www.grantsolutions.gov or www.grants.gov এ ঠিকানায় অনতিবিলম্বে যোগাযোগ করতে বলা হয়েছে। আগামী ১৪ মে, সকাল ১১টা ৫৯ মিনিটের আগে ইলেক্ট্রনিক মাধ্যমে পৌঁছানো আবেদনকে যোগ্য আবেদন বলে গ্রহণ করা হবে বলেও জানানো হয়।


    বাংলাদেশে তরুণদের ক্ষমতায়নে অর্থ দেবে যুক্তরাষ্ট্র



    গ্রান্টের জন্য আবেদন করার ওয়েবসাইট

    এগিয়ে যাচ্ছে বাংলাদেশ (১৮.০৪.২০১৪)

    বাংলাদেশ দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।

    প্রতিদিন নতুন নতুন ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রার খবর প্রকাশিত হচ্ছে। 


    আজকের (১৮.০৪.২০১৪) পত্রিকায় আমাদের অগ্রযাত্রার খবর


    অর্থনৈতিক অগ্রযাত্রা
    "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা 
    আহত বিজিবি সদস্য খোরশেদ আলম, মিন্টু দাস, মো. মজিদ ও নুরুল ইসলামদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য অভিনন্দন এবং একইসাথে তাদের জন্য সমবেদনা।

    Nagorik Shakti And The Story Of Bangladesh

    Politics In Bangladesh

    Bangladesh has a parliamentary form of government. 

    The prime minister is the leader of the political party, the leader of the legislative branch and the leader of the executive branch in Bangladesh. The government has complete control over the executive and legislative branch. 

    Every now and then, the party in power pokes the judiciary branch and controls the law enforcement agencies. You are a law enforcement officer and you don't obey the orders of a leader of the party in power? Fine, your job is suspended. 

    Poking law enforcement and poking judiciary is bad. But poking Law Enforcement + Judiciary is worse. You can arrest anyone and throw him to jail.

    The Anti corruption commission and Election Commission are under government influence.
    So what we have essentially is a completely autocratic form of government. 

    If you ask a Bangladeshi whether there can be any room for democracy after all this, he or she would say, neutral caretaker government [1] holding the National Elections, was the only bit of democracy. But now, even that tiny bit of opportunity for practice of democracy has been abolished!  

    When you take your eyes off the government and try to see a broader picture, you see 2 political parties who are trying to divide the nation into two groups with extreme hatred towards each other.

    Last year, the International Crimes Tribunal held the trial for crime against humanity. And we witnessed extreme form of divide in the nation. 

    To understand the case for trial for crime against humanity, we have to go back in history to 1971. 


    Looking Back At The Birth Of Bangladesh

    Bangladesh won its independence from Pakistan in 1971 through a bloody war. [1]

    More than 3 million people were killed in just 9 months in 1971 during our liberation war.  

    Now, 3 million people is some number.

    Try to imagine how you would feel if a member of your family has been killed.
    Now imagine 3 hundred people being killed.
    And now, try to feel 3 million (3,000,000) people being killed.

    Many of our prominent Intellectuals were murdered on 14th December just before the war was over. Pakistani Army wanted to leave behind a crippled country. Leaders from Jamaat-e-Islami who were alive at that time helped the Pakistani Army's cause, acting as their local agents.

    A war takes place between armed forces of parties involved. But killing, torturing unarmed civilian is crime, or more appropriately War Crime. [4]

    People of Bangladesh have always demanded trial for people who committed "Crime Against Humanity" in 1971. [5]

    The leaders of Bangladesh Jamaat-e-Islami [2],  who were alive at that time, committed crime against humanity. Before 1971, Jamaat-e-Islami was part of a Pakistani political party with identical name - Jamaat-e-Islami Pakistan [3].

    We see that, both BNP and Awami League have assimilated many who committed crime against humanity in 1971. Some of them have even been elected as Members of Parliament and Ministers.

    It's an irony that people who worked against the nation and have even committed crimes, have reached such high positions in the government.



    So last year, when the trials for crime against humanity were held we saw extreme form of divide and violence in Bangladesh. Even leaders of political party unfortunately declared that the country has been divided into two factions. 



    Lets get back to where we started - politics. 





    When Crime And Corruption Are Intermingled With Politics

    If one politician from one of the two parties commit crime in Bangladesh, his party either supports or ignores or forms a lame excuse. 

    We don't see politicians reaching out and helping the oppressed.

    Supporters of the ruling party hates the leadership of the opposition party, or more precisely hatred is being spread, and supporters of the opposition party hates the leadership of the party in power.



    Extreme form of corruption exists in the country mainly due to the corrupt politicians.

    One recent instance is the 2011 Stock Market scam.


    According to later calculations, more than a billion dollar worth of corruption took place. A large number of people, who invested in the stock market, lost almost everything they had.
    The scam was pre-planned.
    People were shown dreams of quick way to getting rich. They rushed in to invest in the stock market. Many sold their lands, others borrowed money - just to invest. 

    And then, they lost everything they had.
    This is not the first time Share Market scam has taken place in Bangladesh. In 1996, we saw similar incidents in the Share Market [4]. According to sources, same persons were involved in both the scams. 

    Some of the politicians (Members of Parliament) in Bangladesh own "torture cells" where they torture people to death - which is both horrific and unbelieveable to someone living outside Bangladesh.

    Criminal minds flourish in these anarchic situations - where they get the feeling that they will not be held accountable for their deeds - if only they join one of the two main parties of the country. They can commit any crime (murder, torture, rape, corruption) they desire and still manage to become MPs and Ministers.


    In rural areas the situation is worse. With comparatively higher levels of illiteracy, distance from the world of media, it's easier to hide your crimes.


    Beautiful Bangladesh Prepares For Change

    But if you leave out politics from the equation, "Beautiful Bangladesh" is a country of enormous potential. It's consistently high rates of GDP growth (6 - 6.7% in the past decade) [1] for the last two decades has earned it a place in Goldman Sachs' Next Eleven [2] - a list of 11 emerging countries. 

    Besides, high rates of GDP growth, Bangladesh has made huge strides in different social indicators and in the area of providing healthcare to the poor





    According to Nobel Prize-winning economist Amartya Sen, India should learn from neighbouring Bangladesh about how to tap the energy of women in its efforts to spur development. In most of the social indicators, Bangladesh has gone ahead of India, according to Sen [3].

    "Bangladesh is one of the few countries on track to achieve its Millennium Development Goals related to child and maternal mortality." [5]

    "Bangladesh, the eighth most populous country in the world with about 153 million people, has recently been applauded as an exceptional health performer. Improvements in the survival of infants and children under 5 years of age, life expectancy, immunisation coverage, and tuberculosis control in Bangladesh are part of a remarkable success story for health in the South Asian country." [7]

    Not surprisingly, people of Bangladesh have been yearning for change in politics.   


    Banga Bir Kader Siddiqui (90s), Prof. Dr. A Q M Badruddoza Chowdhury, Dr. Kamal Hossain (2000s), Colonel (retd.) Dr Oli Ahmad Bir Bikram - who ever tried to from a third political force were soon silenced by the government.
     

    As I mentioned in "Politics In Bangladesh", a neutral Caretaker Government used to hold the National Elections. This practice is hugely popular among Bangladeshis due to history of government intervention in the Election Commission.

    During 2006-08, the neutral Caretaker Government ruled the country for 2 years with some revolutionary successes. National Voter ID Card and National Database was introduced in the country during that period. Strong Anti-Corruption Commission and Election Commission were established. Many of the Corrupt Politicians were arrested. Positive changes were established in the Judiciary Division.

    People welcomed these changes.

    Awami League won the 2008 Elections convincingly. During the first year, Awami League actually grew in popularity. People expected that the changes that were introduced during the 2006-2008 Caretaker Government period would last.

    But within a year, the hope and dreams were torn apart. The politics of Bangladesh gradually went back to where it was and to be truth - even worse.       


    Concerned corrupt and criminal politicians of the ruling party de-established the Caretaker Government. With two-third majority in the parliament and de-establishment of Caretaker Government, the leaders of the ruling party started to behave as though they would rule for ever, that they will never have to answer to anyone for their misdeeds.



    This is the background for the emergence of Nagorik Shakti.


    Nagorik Shakti - Citizens' Force

    In Bangla, "Nagorik Samaj" refers to the civil society.

    Nagorik Shakti has been the vision of members of our civil society for quite a few years. The vision has been to introduce a different form of politics in our country that is more in tune with the ideals and what it is ought to be - "of the people, by the people, for the people".

    Now, people have joined our cause. 

    For the past 6 months, we have been organizing both in the physical world as well as in the digital world.

    Young generation of Bangladesh have joined our cause and are showing enthusiastic interest. We used to find Political views of young Bangladeshis in their Facebook profiles not as "democracy" or "liberalism" but as "I hate politics" or some of its variants. Their archetype for a politician was someone corrupt and criminal. They associated politics with the political clashes among student wings of different political parties.   

    We have seen a radical transformation in the past several months. Millions of young Bangladeshis have changed their opinion on Politics in just a few months. Youth of Bangladesh today are enthusiastic about joining politics to bring about change. We feel delighted whenever we see the face of a politically conscious young Bangladeshi thrilled at the prospects. We have been successful in making them dream and think and become more politically aware.

    Divide among people that we experienced in 2013 has turned into unity for change in 2014. 

    We are showing everyone that they can feel the "togetherness", "unity", "a sense of tightly bound community" that people long for through Nagorik Shakti.

    Political parties outside the two main parties have shown enthusiastic interest. Many have already joined us.

    When I first thought about forming a new political party a year back, the question I had asked myself was - how do I reach the rural population?

    We can reach urban people through social media and all the other media. But reaching rural people seemed comparatively difficult. Besides, leaders from both the parties buy votes in our elections. Rural people are poor and they won't refuse to take money and vote. Illiteracy is also more prevalent in rural areas which makes it all the more difficult to make them understand everything we want them to understand.

    But 8.4 million+ subscribers of Grameen Bank and 3 million+ madrasa students and members of governing body - joining us - gave us relief from all our concerns. 

    Bangladesh is an agro-based country. We have enthusiastic personalities in our civil society with reach and capability to organize the farmers all over our country.


    The most important element that assured me of Nagorik Shakti's success was the fact that - from the onset I felt deep desire for its success among hundreds of thousands of people involved. They were prepared to give everything to the endeavor - absolutely everything. When so many people work towards something with so much heart, there is no alternative but success!   

    We have finalized Organizational Structure of the party and the initial nominations.
    Next on our list: Party Registration and Public Announcement.


    Our Successes So Far

    Once you setup exemplary protests, show people that they can have their own rights if only they are united, they let go of the fear they previously had and gain the courage to protest for their own rights.

    We are giving people the voice, showing people ways so that they can gain their own rights.

    We are showing that oppressors are few in number, and in reality, the oppressed are the more powerful. All it requires is to get united. Once people are united, there is no force that can stop them from gaining the rights they deserve and stopping oppression.

    We are watching
     excitedly the actions people are taking with their newly found power in different parts of the country. For now, it's scattered, but once public announcement for Nagorik Shakti has been made, our efforts will be more organized.   

    Our dream is a Bangladesh free from all forms of corruption and crime. It's a huge goal and we are making huge strides.

    Some of our successes include

    • Control measures against illegal drugs.
    • Closing torture cells of politicians (including 5 Members of Parliament).
    • Reduction of Corruption.
    • Stand against Hartal (devastating to our economy)
    • Political Awareness among the youth of Bangladesh
    • Most importantly, showing people way to gain what they rightfully deserve and stop oppression.  

    Bangladesh is poised to leave behind India, Pakistan, Sri Lanka and other neighbouring countries in all the economic, social and other indicators and emerge as a economic powerhouse in near future. 


    We are ready to stretch our helping hands towards the government - for the greater good of the people and the country. 

    Nagorik Shakti means Citizens' Force, and that's what we believe we truly are - a force for the citizens, a force by the citizens, a force of the citizens of Bangladesh. 


    References



      Politics In Bangladesh




      Looking Back At The Birth Of Bangladesh

      war crime is a serious violation of the laws and customs of war (also known as international humanitarian law) giving rise to individual criminal responsibility. Examples of war crimes include "murder, the ill-treatment or deportation of civilian residents of anoccupied territory to slave labor camps," "the murder or ill-treatment of prisoners of war," "the killing of hostages," "the wanton destruction of citiestowns and villages, and any devastation not justified by military necessity."[1] [4]



      Crimes against humanity, as defined by the Rome Statute of the International Criminal Court Explanatory Memorandum, "are particularly odious offenses in that they constitute a serious attack on human dignity or grave humiliation or a degradation of human beings."[1] They are not isolated or sporadic events, but are part either of a government policy (although the perpetrators need not identify themselves with this policy) or of a wide practice of atrocities tolerated or condoned by a government or a de facto authority. Murderexterminationtorturerape;politicalracial, or religious persecution; and other inhumane acts reach the threshold of crimes against humanity only if they are part of a widespread or systematic practice. Isolated inhumane acts of this nature may constitute grave infringements of human rights, or—depending on the circumstances—war crimes, but are not classified as crimes against humanity.[2] [5]





      When Crime And Corruption Are Intermingled With Politics
        “The stock market capitalization of the Dhaka Stock Exchange in Bangladesh crossed $10 billion in November 2007 and the $30 billion mark in 2009, and USD 50 billion in August 2010.” And then Market capitalization reached one third of its earlier value (from USD 50 billion to approximately USD 17 billion).


        "A probe committee was formed to investigate the stock market crash on 24 January 2011,[2] with former Bangladesh Bank Governor Ibrahim Khaled heading the four-man high-powered committee.[2]

        The committee provided their findings after three months, on 7 April. It identified an array of chicanery performed by some 60 influential individuals that resulted in the recent market crash.[32] The committee interviewed all members of both the DSE and CSE, and consulted journalists and analysts before presenting their report.[2] The committee found various irregularities, including the existence of omnibus accounts, that allowed some market players to make exorbitant profits at the expense of the retail investors.[32] Among the 60 identified primarily included chairman of Beximco and the mastermind of the 1996 market crash Salman F Rahman, former DSE president Rakibur Rahman, SEC chairman Ziaul Khandaker, SEC member Mansur Alam and BNP politician Mosaddek Ali Falu.[32] The report mentioned that pro-government business tycoons, including Salman and Rakibur, exerted influence within the SEC by influencing the appointment of its members.[32] The report ended with recommendations to reform the SEC drastically[17] and asked the government to publish the names of the influential players and to remain cognizant in countering their influences." [1]

        "Beximco topped the turnover leaders with 1,05,61,200 shares worth Tk 310.81 crore being traded, which was 8.56 percent of total turnover." [2]


        1. 2011 Bangladesh share market scam
        2. Bulls on a leash
        3. Fresh innocents to the slaughter
        4. Revenge of the innocents
        5. দুর্নীতি দূরীকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক উন্নতি




          Beautiful Bangladesh



        Beautiful Bangladesh Prepares For Change




        "India should learn from neighbouring Bangladesh about how to tap the energy of women in its efforts to spur development, according to Nobel Prize-winning economist Amartya Sen.

        "In most of the social indicators, Bangladesh has gone ahead of India," said Sen. "The lesson here is about focusing on women and gender: led not just by state policy but also by the NGOs which are so important in Bangladesh: they have consistently focused on women's agency in particular.

        Women can play a key role in efforts to change the focus of policy, Sen believes, pointing to the model of Bangladesh, which has surpassed India on most social indicators in part because of an official focus on women.

        "As a result, a much higher proportion of workers, like schoolteachers, family planning workers, health carers, immunisation workers, and even factory workers are women in Bangladesh than in India. This latent energy of women is something that hasn't yet been tapped so much in India, " he says.

        "But some of Bangladesh's achievements have come from independent thinking, and its pride in being both Muslim and Bengali in its culture. This has been very favourable to mobilising the power of women."

        "The two countries that India can learn most from right now are Bangladesh and China," Sen says." [3]
        1. Economy Of Bangladesh
        2. Next Eleven
        3. India should learn from neighbouring Bangladesh: Amartya Sen
        4. Bangladesh has been surprisingly good at improving the lives of its poor - Economist
        5. U.S. Foreign Policy in South Asia: A Vision for Prosperity and Security
        6. Bangladesh ahead of India in gender equality: Amartya Sen
        7. Bangladesh: Innovation for Universal Health Coverage - The Lancet
        8. What's happening in Bangladesh? By Amartya Sen
        9. নারী অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক অগ্রগতিঃ প্রেক্ষাপট বাংলাদেশ


        Nagorik Shakti
        1. নাগরিক শক্তির প্রতীক্ষায় দেশের নাগরিক সমাজ, রাজনীতিবিদরা ও জনগণ
        2. নাগরিক শক্তিঃ সংগঠন (Organization Of Nagorik Shakti)
        3. নাগরিক শক্তির নেতৃত্বে গনজোয়ার
        4. Application Of Data Analytics, Mining, Machine Learning & Network Science To Election Campaign Strategy
        5. নাগরিক শক্তির সোশ্যাল মিডিয়া স্ট্রাটেজি
        6. নাগরিক শক্তির ইলেকশান ক্যাম্পেইন স্ট্রাটেজি
        7. নাগরিক শক্তির শিক্ষা উন্নয়ন পরিকল্পনার রূপরেখা

        Our Successes So Far
        1. স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিক শক্তির অগ্রযাত্রা
        2. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা
        3. বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই
        4. জনতার ঐক্যের শক্তির মাধ্যমে অন্যায় এবং অন্যায়কারীকে রুখে দাঁড়ানো - ১
        5. জনতার ঐক্যের শক্তির মাধ্যমে অন্যায় এবং অন্যায়কারীকে রুখে দাঁড়ানো - ২