Tuesday, September 23, 2014

আজকের উপলব্ধিতে বাংলাদেশ (23.09.14)

1. রাজনীতি - দেশজুড়ে




2. বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যা-নির্যাতনের বিরুদ্ধে



"কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ফেলানী হত্যার বিচার পুনরায় শুরু হয়েছে ভারতের বিশেষ আদালতে। সোমবার থেকে এ বিচার কার্যক্রম শুরু হয় ভারতের কুচবিহারে বিএসএফ’র সেক্টর হেড কোয়ার্টারের বিশেষ এ আদালতে। 

সোমবার দুপুরে লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ সাংবাদিকদের জানান, ভারতের কুচবিহারের বিএসএফ’র সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতের স্পেশাল সিকিউরিটি ফোর্স কোর্টে এ বিচার কাজ শুরু হয়েছে। আগামী দুই একদিনের মধ্যেই সাক্ষ্য দিতে এবং আদালতকে সহযোগিতা করতে ভারত যাবেন ফেলানীর পিতা নুর ইসলাম, মামা আবদুল  হানিফ, ৪৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট এসএম আব্রাহাম লিংকন। এ ব্যাপারে ভারত সরকারের পক্ষে বিএসএফ পক্ষ যে কোন সময় আমন্ত্রণ জানাবে বলে আভাস পাওয়া গেছে। 


অভিযুক্ত বিএসএফ সদস্য অমীয় ঘোষকে ২০১৩ সালের ৬ই সেপ্টেম্বর বেকসুর খালাস দেয় বিশেষ আদালত।
মুলত ফেলানী হত্যার সঠিক বিচার না পেয়ে ২০১৩ সালের ১২শে সেপ্টেম্বর ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে ভারত সরকারের নিকট পুনঃবিচারের আবেদন করেন ফেলানীর পিতা। এরপর শুরু হয় কূটনৈতিক ও বৈদেশিক চাপ। দেশী-বিদেশী চাপে ভারত বিচার কার্যক্রম রিভিউ করার প্রতিশ্রুতি দেয়।
পরে বিজিবি-বিএসএফ’র দ্বিপক্ষীয় বৈঠকে ফেলানী হত্যার পুনর্বিচারে সম্মত হয় বিএসএফ। এরই ধারাবাহিকতায় সোমবার পুনরায় বিচার কার্যক্রম শুরু হয়।" 

4. লন্ডন রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ



5. "মাদকমুক্ত বাংলাদেশ" গড়ার পথে অগ্রযাত্রা



বাংলাদেশ মাদকমুক্ত হওয়ার পথে।
বাংলাদেশের নাগরিকদের দেশ নিয়ে গর্ব করার মত অর্জনের ভান্ডারে আরেকটা অর্জন কিছুদিন পর যোগ হবে।
বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম অবৈধ মাদকমুক্ত দেশ।
6. ভেজাল খাদ্য ও ওষুধ এবং ফরমালিনমুক্ত বাংলাদেশ গড়ে তোলায় অগ্রগতি


9. "জ্ঞানের আলোয় উন্নত বাংলাদেশ"
ভারত, চীন ও জাপান। এই উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি ‘ত্রিভূজের’ উপর ভর করেই অগ্রসর হতে পারবে বাংলাদেশ। তবে এর জন্য বাংলাদেশকে ‘স্মার্ট ডিপ্লোম্যাসি’ নিয়ে এগুতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/326603.html#sthash.tkczb0GK.dpuf
10. Foreign Policy - International Relations - Diplomacy
ভারত, চীন ও জাপান। এই উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি ‘ত্রিভূজের’ উপর ভর করেই অগ্রসর হতে পারবে বাংলাদেশ। তবে এর জন্য বাংলাদেশকে ‘স্মার্ট ডিপ্লোম্যাসি’ নিয়ে এগুতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/326603.html#sthash.tkczb0GK.dpuf
ভারত, চীন ও জাপান। এই উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি ‘ত্রিভূজের’ উপর ভর করেই অগ্রসর হতে পারবে বাংলাদেশ। তবে এর জন্য বাংলাদেশকে ‘স্মার্ট ডিপ্লোম্যাসি’ নিয়ে এগুতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/326603.html#sthash.tkczb0GK.dpuf


11. http://www.priyo.com/2014/09/23/108625.html (বাংলাদেশের মানুষের পরিশ্রমের প্রশংসা করলেন মজিনা)
বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হবে 


"মজীনা বলেন, সকলে মিলেমিশে কাজ করলে দেশ দ্রত উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বাংলাদেশের জনগণের কর্মের প্রতি আমরা চমৎকার সন্তুষ্ট। আমরা খুশি। আমরা বাংলাদেশের মঙ্গল চাই। বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চাই।
হাসনা হস্ত শিল্প মেলা-২০১৪ এর কো-অর্ডিনেটর ফিরোজ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস গ্রেস মজীনা, জেনেইনা জারুজেলস্কি। বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ।"

  
12. http://www.prothom-alo.com/bangladesh/article/328555/প্রকাশ্যে-ধূমপানের-অপরাধে-জরিমানা (প্রকাশ্যে ধূমপানের অপরাধে জরিমানা)


13. http://www.m.banglanews24.com/detailnews.php?nid=326612&cid=2 (প্রধানমন্ত্রীর তহবিলে ইউসিবিএল’র কোটি টাকা অনুদান)

No comments:

Post a Comment